নওগাঁ প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, ‘শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন। তাঁর উন্নয়ন না দেখে শেখ হাসিনার মিথ্যা সমালোচনা করলে অসহায় মানুষের আর্তচিৎকারে ধ্বংস হয়ে যাবেন।’
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নওগাঁ সদরের আবাদপুর আশ্রয়ণ প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিলসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে এসএম কামাল হোসেন বলেন, ‘যারা শেখ হাসিনার সমালোচনা করে তাঁদের বলব—আসুন গ্রামের দুস্থ মানুষের পাশে দাঁড়ান, দেখেন শেখ হাসিনা বাংলাদেশের অসহায়, ছিন্নমূল ও দুস্থ মানুষের জন্য কি করছে।’
আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক আরও বলেন, ‘গৃহহীন ও ভূমিহীনদের পুনর্বাসনের জন্য জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন, যাত্রা শুরু করেছিলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। মানুষ এখন চোখের পানি ফেলে শেখ হাসিনার জন্য দোয়া করছেন।’
এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা খোঁজখবর নিতে এসেছেন জানতে পেরে উপকারভোগীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ তাঁকে জড়িয়ে ধরেন। এ সময় উপকারভোগীরা এ সময় এসএম কামাল হোসেনকে জানান, তারা এক সময় ভূমিহীন ও গৃহহীন ছিলেন। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে তারা এখন মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন। নিজস্ব জায়গা ও জমি পেয়েছেন। তারা আগের চেয়ে অনেক ভালো আছেন।
আওয়ামী লীগের এ কেন্দ্রীয় নেতা উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সার্বিক অবস্থার খোঁজ খবর নেন। উপকারভোগীদের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সঙ্গে শাহাদত বরণকারী সকল শহীদের জন্য দোয়া চান। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, ‘শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন। তাঁর উন্নয়ন না দেখে শেখ হাসিনার মিথ্যা সমালোচনা করলে অসহায় মানুষের আর্তচিৎকারে ধ্বংস হয়ে যাবেন।’
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নওগাঁ সদরের আবাদপুর আশ্রয়ণ প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিলসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে এসএম কামাল হোসেন বলেন, ‘যারা শেখ হাসিনার সমালোচনা করে তাঁদের বলব—আসুন গ্রামের দুস্থ মানুষের পাশে দাঁড়ান, দেখেন শেখ হাসিনা বাংলাদেশের অসহায়, ছিন্নমূল ও দুস্থ মানুষের জন্য কি করছে।’
আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক আরও বলেন, ‘গৃহহীন ও ভূমিহীনদের পুনর্বাসনের জন্য জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন, যাত্রা শুরু করেছিলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। মানুষ এখন চোখের পানি ফেলে শেখ হাসিনার জন্য দোয়া করছেন।’
এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা খোঁজখবর নিতে এসেছেন জানতে পেরে উপকারভোগীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ তাঁকে জড়িয়ে ধরেন। এ সময় উপকারভোগীরা এ সময় এসএম কামাল হোসেনকে জানান, তারা এক সময় ভূমিহীন ও গৃহহীন ছিলেন। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে তারা এখন মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন। নিজস্ব জায়গা ও জমি পেয়েছেন। তারা আগের চেয়ে অনেক ভালো আছেন।
আওয়ামী লীগের এ কেন্দ্রীয় নেতা উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সার্বিক অবস্থার খোঁজ খবর নেন। উপকারভোগীদের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সঙ্গে শাহাদত বরণকারী সকল শহীদের জন্য দোয়া চান। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ মিনিট আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩১ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
৩৫ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৩৮ মিনিট আগে