Ajker Patrika

নওগাঁয় ১১৯ কেজি গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার

­­­নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় ১১৯ কেজি গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার
গাঁজাসহ গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে ১১৯ কেজি গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। আজ শনিবার দুপুরে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার মামুদপুর বাজার ও সরদারপাড়া এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পত্নীতলার মামুদপুর এলাকার মাতাব্বর হোসেন (৪৮) ও নিতাই চৌধুরী (৪২), শম্ভুপুর এলাকার শরিফুল ইসলাম (৩৪), হবিগঞ্জের অপু দেব (২৯), মাধবপুর উপজেলার রিপন পাল (৩৬) ও ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ পাল (২১)।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েক দিন ধরে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। শুক্রবার সন্ধ্যায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারের ব্যাকডালা ও কার্টনের ভেতরে লুকিয়ে রাখা ১১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলেও জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত