মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের নামে আদালতে হত্যাচেষ্টার মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার নওগাঁর আদালতে মামলাটি করা হয়। আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ডভুক্ত করার জন্য মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
অভিযুক্ত বিজিবি সদস্যের নাম জালাল উদ্দিন (৩৬)। তিনি মান্দা উপজেলার কালিকাপুর গ্রামের মৃত হবির উদ্দিনের ছেলে।
বাদীর আইনজীবী শওকত ইলিয়াস কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে রেকর্ডভুক্ত করার জন্য মান্দা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
জানা যায়, অভিযুক্ত বিজিবি সদস্য গত শনিবার (২৫ জানুয়ারি) ছুটিতে বাড়ি এসে জমিজমা নিয়ে বিরোধের জেরে একই গ্রামের বাসিন্দা মনসুর রহমানকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন। বর্তমানে ভুক্তভোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই কায়েম উদ্দিন মণ্ডল বাদী হয়ে আজ নওগাঁর আদালতে মামলাটি করেন।
বাদী কায়েম উদ্দিন মণ্ডল বলেন, ‘জমিজমার বিষয় নিয়ে বিজিবির সদস্য জালাল উদ্দিনের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। এর জেরে গত শনিবার বেলা ১১টার দিকে গ্রামের মাঠে মনসুর রহমানকে একা পেয়ে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজনের সহায়তায় আহত মনসুরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বাদী আরও বলেন, ‘এ ঘটনায় জালালের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করতে গেলে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অবশেষে মঙ্গলবার নওগাঁ আদালতে মামলা করা হয়।’ অভিযোগের বিষয়ে কথা বলতে বিজিবি সদস্য জালাল উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

নওগাঁর মান্দায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের নামে আদালতে হত্যাচেষ্টার মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার নওগাঁর আদালতে মামলাটি করা হয়। আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ডভুক্ত করার জন্য মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
অভিযুক্ত বিজিবি সদস্যের নাম জালাল উদ্দিন (৩৬)। তিনি মান্দা উপজেলার কালিকাপুর গ্রামের মৃত হবির উদ্দিনের ছেলে।
বাদীর আইনজীবী শওকত ইলিয়াস কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে রেকর্ডভুক্ত করার জন্য মান্দা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
জানা যায়, অভিযুক্ত বিজিবি সদস্য গত শনিবার (২৫ জানুয়ারি) ছুটিতে বাড়ি এসে জমিজমা নিয়ে বিরোধের জেরে একই গ্রামের বাসিন্দা মনসুর রহমানকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন। বর্তমানে ভুক্তভোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই কায়েম উদ্দিন মণ্ডল বাদী হয়ে আজ নওগাঁর আদালতে মামলাটি করেন।
বাদী কায়েম উদ্দিন মণ্ডল বলেন, ‘জমিজমার বিষয় নিয়ে বিজিবির সদস্য জালাল উদ্দিনের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। এর জেরে গত শনিবার বেলা ১১টার দিকে গ্রামের মাঠে মনসুর রহমানকে একা পেয়ে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজনের সহায়তায় আহত মনসুরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বাদী আরও বলেন, ‘এ ঘটনায় জালালের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করতে গেলে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অবশেষে মঙ্গলবার নওগাঁ আদালতে মামলা করা হয়।’ অভিযোগের বিষয়ে কথা বলতে বিজিবি সদস্য জালাল উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ছাত্রদল নেতা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলা করা হয়।
২৭ মিনিট আগে
কক্সবাজারের রামুতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ছাত্রদল নেতা ইয়াছির আরাফাত ছোটনের মা রেহেনা আক্তারকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
ভালুকায় মহাসড়কের পাশে কাগজের কার্টন থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে