Ajker Patrika

বিয়ের রাতেই বরের মৃত্যু 

মান্দা প্রতিনিধি 
বিয়ের রাতেই বরের মৃত্যু 

বাড়িতে চলছে বিয়ের ধুমধাম। নতুন বউকে নিয়ে অনেকেই মেতেছেন হাসি-ঠাট্টায়। একই সঙ্গে চলছে বউভাতের আয়োজন। হঠাৎ করেই বর রাজ কুমার সরদার (২৫) অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েও কাজ হয়নি। নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন বর রাজ কুমার সরদার। আজ রোববার দুপুরে রীতি অনুযায়ী তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। 

বর রাজের মৃত্যুর সংবাদে স্তব্ধ হয়ে যায় বিয়ে বাড়ি। বিষাদের সুর বেজে উঠে আত্মীয়-স্বজনদের মনে। শোকের ছায়া নেমে আসে দেলুয়াবড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লিতে। বর রাজ কুমার সরদার নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লির নামুয়া সরদারের ছেলে। তিনি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। 
 
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে রাজ কুমার সরদার সঙ্গে নাচোল উপজেলার কাঁকনহাট শ্যারোপাড়া এলাকার নিমান্ত সরদারের মেয়ে অনুরাধা সরদারের বিয়ে হয়। রীতি অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় বর ও বরযাত্রীরা নতুন বউকে নিয়ে বাড়ি ফেরেন। এর কিছু পরেই পেট ব্যথা শুরু হয় বর রাজ কুমার সরদারের। 

মৃতের বাবা নামুয়া সরদার বলেন, প্রচণ্ড ব্যথায় চিৎকার শুরু করলে  রাজকে প্রথমে দেলুয়াবাড়ি বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে একটি মাইক্রোবাসে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যার ছেলে রাজ মৃত্যুর কোলে ঢলে পড়ে। 

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ অবগতও করেননি। কী কারণে রাজের মৃত্যু হয়েছে তারও বলতে পারছি না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত