মান্দা (নওগাঁ) প্রতিনিধি

খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যিশুখ্রিষ্টের জন্মতিথি শুভ বড়দিন উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার কালিসফা পল্লিতে বিভিন্ন রঙের কাগজ দিয়ে চলছে গির্জা সাজানোর কাজ। এরই মধ্যে গির্জার ভেতরে সাজানোর কাজ শেষ হয়েছে। গির্জার বাইরে সাজানোর পর করা হবে আলোকসজ্জার কাজ। একই সঙ্গে চলছে বিভিন্ন আচার-অনুষ্ঠানের প্রস্তুতি।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কালিসফা পল্লিতে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। বড়দিনকে ঘিরে পল্লিজুড়ে চলছে উৎসবের আমেজ।
গ্রামের যুবক দেবাশীষ পাহান বলেন, ‘বড়দিন উপলক্ষে ফাদারের নির্দেশে গির্জা সাজানোর কাজ করছি। পল্লির কয়েকজন কিশোর এ কাজে আমাকে সহায়তা করছে। গির্জা সাজানোর পর আলোকসজ্জা করা হবে। বড়দিনে আমরা নাচ-গান করব। যিশুর নামকীর্তন হবে। বছরের এই দিনটির জন্য পল্লির সব বয়সের লোকজন অপেক্ষায় থাকে।’
কালিসফা আদিবাসী পল্লির গ্রামপ্রধান সুরেশ পাহান বলেন, ‘বড়দিন উপলক্ষে গির্জার ফাদারের নেতৃত্বে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল শনিবার বিভিন্ন আচার-অনুষ্ঠানের পর প্রীতিভোজের আয়োজন রয়েছে।’
সুরেশ পাহান আরও বলেন, ‘অতীতে অনুষ্ঠান করতে কোনো সমস্যা হয়নি। আশা করছি এবারও হবে না। করোনার কারণে গত বছরের অনুষ্ঠান অনেকটা ছোট করে করা হয়েছিল।’
কালিসফা গির্জার ফাদার হারুন হেমব্রম জানান, এ অঞ্চলের কৃষ্টি-কালচারের ওপর ভিত্তি করে গির্জার ভেতরে খড় দিয়ে প্রতীকী গোশালা প্রস্তুত করা হয়েছে। আজ শুক্রবার রাত ৯টায় মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে বড়দিনের অনুষ্ঠান শুরু হবে। এরপর প্রার্থনা, গান, পবিত্র বাইবেল পাঠ, পবিত্র খ্রিষ্টজাগ ও যিশুর নামকীর্তন হবে।
হারুন হেমব্রম আরও বলেন, ‘আগামীকাল শনিবার সকালে একইভাবে মোমবাতি প্রজ্বালনসহ বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনভর পালন করা হবে যিশুখ্রিষ্টের জন্মদিন।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘বড়দিনের অনুষ্ঠানে নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে কালিসফা পল্লিতে পুলিশ মোতায়েন থাকবে।’
উল্লেখ্য, মান্দা উপজেলার কালিসফাসহ চোয়াপুর, কবুলপুর, জয়বাংলা ও কুসুম্বা গির্জায় বড়দিনের উৎসব পালন করা হবে।

খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যিশুখ্রিষ্টের জন্মতিথি শুভ বড়দিন উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার কালিসফা পল্লিতে বিভিন্ন রঙের কাগজ দিয়ে চলছে গির্জা সাজানোর কাজ। এরই মধ্যে গির্জার ভেতরে সাজানোর কাজ শেষ হয়েছে। গির্জার বাইরে সাজানোর পর করা হবে আলোকসজ্জার কাজ। একই সঙ্গে চলছে বিভিন্ন আচার-অনুষ্ঠানের প্রস্তুতি।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কালিসফা পল্লিতে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। বড়দিনকে ঘিরে পল্লিজুড়ে চলছে উৎসবের আমেজ।
গ্রামের যুবক দেবাশীষ পাহান বলেন, ‘বড়দিন উপলক্ষে ফাদারের নির্দেশে গির্জা সাজানোর কাজ করছি। পল্লির কয়েকজন কিশোর এ কাজে আমাকে সহায়তা করছে। গির্জা সাজানোর পর আলোকসজ্জা করা হবে। বড়দিনে আমরা নাচ-গান করব। যিশুর নামকীর্তন হবে। বছরের এই দিনটির জন্য পল্লির সব বয়সের লোকজন অপেক্ষায় থাকে।’
কালিসফা আদিবাসী পল্লির গ্রামপ্রধান সুরেশ পাহান বলেন, ‘বড়দিন উপলক্ষে গির্জার ফাদারের নেতৃত্বে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল শনিবার বিভিন্ন আচার-অনুষ্ঠানের পর প্রীতিভোজের আয়োজন রয়েছে।’
সুরেশ পাহান আরও বলেন, ‘অতীতে অনুষ্ঠান করতে কোনো সমস্যা হয়নি। আশা করছি এবারও হবে না। করোনার কারণে গত বছরের অনুষ্ঠান অনেকটা ছোট করে করা হয়েছিল।’
কালিসফা গির্জার ফাদার হারুন হেমব্রম জানান, এ অঞ্চলের কৃষ্টি-কালচারের ওপর ভিত্তি করে গির্জার ভেতরে খড় দিয়ে প্রতীকী গোশালা প্রস্তুত করা হয়েছে। আজ শুক্রবার রাত ৯টায় মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে বড়দিনের অনুষ্ঠান শুরু হবে। এরপর প্রার্থনা, গান, পবিত্র বাইবেল পাঠ, পবিত্র খ্রিষ্টজাগ ও যিশুর নামকীর্তন হবে।
হারুন হেমব্রম আরও বলেন, ‘আগামীকাল শনিবার সকালে একইভাবে মোমবাতি প্রজ্বালনসহ বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনভর পালন করা হবে যিশুখ্রিষ্টের জন্মদিন।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘বড়দিনের অনুষ্ঠানে নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে কালিসফা পল্লিতে পুলিশ মোতায়েন থাকবে।’
উল্লেখ্য, মান্দা উপজেলার কালিসফাসহ চোয়াপুর, কবুলপুর, জয়বাংলা ও কুসুম্বা গির্জায় বড়দিনের উৎসব পালন করা হবে।

লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের তিন দিন পর নুর আলম (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার মাতাব্বর হাট মেঘনার তীর রক্ষা বাঁধের ব্লকের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৮ মিনিট আগে
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন শিক্ষার্থী ও তরুণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। এ ছাড়া বিশেষ মানুষদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারব, যাতে নিজেদের তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।’
৩২ মিনিট আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি)...
৪৪ মিনিট আগে