ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় যুবলীগ নেতাসহ ৩২ জনকে আসামি করে মামলা হয়েছে।
আজ শনিবার বিকেলে আহত ছাত্রলীগ কর্মী শাকিলের ভাই শরীফুল ইসলাম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় মহানগর যুবলীগের সদস্য শামীমসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, মহানগর যুবলীগ সদস্য শামীমকে (৩০) এক নম্বর আসামি ও সোহেল মিয়াকে (৩০) দুই নম্বর আসামি করে মামলা হয়েছে। এই ঘটনায় শামীমসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আগামীকাল রোববার আদালতে পাঠানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলার ফুলবাড়িয়া উপজেলার একটি জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য এক পক্ষ শরণাপন্ন হয় মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠানের কাছে এবং অপরপক্ষ শরণাপন্ন হয় মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহেমদ অনির কাছে।
জমির বিরোধ নিষ্পত্তির জন্য শুক্রবার সন্ধ্যার পর নগরীর জয়নুল আবেদীন পার্ক এলাকায় সালিসের আয়োজন করা হয়। সেখানে জমির বিরোধটি নিষ্পত্তির জন্য আইনজীবী রেখে শনিবার (আজ) করার সিদ্ধান্ত হয়।
এর মধ্যে সেখানে বেফাঁস কথা বলাকে কেন্দ্র করে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক অনির এক সমর্থক মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠানের সমর্থক জয়কে মারধর করে। এ নিয়ে উত্তেজনায় সালিস ছেড়ে দুপক্ষ চলে যায়।
ঘটনার পরে রাত সাড়ে ৮ টার দিকে নগরীর বাউন্ডারি রোড এলাকায় মহানগর ছাত্রলীগের আহ্বায়ক অনি ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তখন কয়েকদফা বিস্ফোরণের বিকট শব্দ ও গুলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। থেমে থেমে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ নেতা অনি গ্রুপের শাকিলের পায়ে গুলিবিদ্ধ ও রিমন মিয়াকে গালে ও ঘাড়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ সময় বাস, মাইক্রোবাস ও কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় যুবলীগ নেতাসহ ৩২ জনকে আসামি করে মামলা হয়েছে।
আজ শনিবার বিকেলে আহত ছাত্রলীগ কর্মী শাকিলের ভাই শরীফুল ইসলাম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় মহানগর যুবলীগের সদস্য শামীমসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, মহানগর যুবলীগ সদস্য শামীমকে (৩০) এক নম্বর আসামি ও সোহেল মিয়াকে (৩০) দুই নম্বর আসামি করে মামলা হয়েছে। এই ঘটনায় শামীমসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আগামীকাল রোববার আদালতে পাঠানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলার ফুলবাড়িয়া উপজেলার একটি জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য এক পক্ষ শরণাপন্ন হয় মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠানের কাছে এবং অপরপক্ষ শরণাপন্ন হয় মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহেমদ অনির কাছে।
জমির বিরোধ নিষ্পত্তির জন্য শুক্রবার সন্ধ্যার পর নগরীর জয়নুল আবেদীন পার্ক এলাকায় সালিসের আয়োজন করা হয়। সেখানে জমির বিরোধটি নিষ্পত্তির জন্য আইনজীবী রেখে শনিবার (আজ) করার সিদ্ধান্ত হয়।
এর মধ্যে সেখানে বেফাঁস কথা বলাকে কেন্দ্র করে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক অনির এক সমর্থক মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠানের সমর্থক জয়কে মারধর করে। এ নিয়ে উত্তেজনায় সালিস ছেড়ে দুপক্ষ চলে যায়।
ঘটনার পরে রাত সাড়ে ৮ টার দিকে নগরীর বাউন্ডারি রোড এলাকায় মহানগর ছাত্রলীগের আহ্বায়ক অনি ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তখন কয়েকদফা বিস্ফোরণের বিকট শব্দ ও গুলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। থেমে থেমে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ নেতা অনি গ্রুপের শাকিলের পায়ে গুলিবিদ্ধ ও রিমন মিয়াকে গালে ও ঘাড়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ সময় বাস, মাইক্রোবাস ও কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে