দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

একমাত্র ছেলে রেদোয়ানের চোখে-মুখে কেবলই বিষণ্নতা। তার বাবা নেই। ফিরবেও না কোনো দিন। প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন। তাই বাবার হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধনে শত শত মানুষের সঙ্গে রাস্তায় দাঁড়িয়েছে কিশোর ছেলে রেদোয়ানও।
গত বুধবার প্রতিপক্ষের হামলায় নিহত হন মো. মনিরুজ্জামান মনি (৫২)। তিনি দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের মৃত করম আলীর ছেলে।
মনিরুজ্জামান মনির হত্যার বিচার দাবিতে আজ শুক্রবার বিকেলে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণেরচর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এলাকাবাসীর সঙ্গে মানববন্ধনে অংশ নেয় মনিরুজ্জামান মনিরের ছেলে মাহমুদ রহমান রেদোয়ান, তার মা আকলিমা আক্তার, বড় মামা আব্দুর রাজ্জাক, মেজো মামা সামছুল রহমান শাহিনসহ তার স্বজন এবং এলাকাবাসী। তাদের সবার হাতেই ছিল হত্যার বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড।
রেদোয়ান কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘আমার বাবাকে তারা মেরে ফেলেছে। আমার মতো আর কোনো সন্তান যেন বাবা-হারা না হয়। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাচ্চু তালুকদার, আওয়ামী লীগ নেতা আজমত আলী, দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, ইউপি সদস্য আব্দুল সাত্তার শাহীন, শিক্ষক আজিজুর রহমান খান, শিক্ষক রুকন উদ্দিন শাহ প্রমুখ।
বক্তারা বলেন, গত বুধবার বিকেলে চলাচলের রাস্তায় ট্রাক রাখাতে নিষেধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে প্রতিপক্ষের লোকজনের আঘাতে গুরুতর আহত হন মনিরুজ্জামান মনি। পরে স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ হত্যাকাণ্ডের জড়িতদের বিচার দাবি করেন বক্তারা।

একমাত্র ছেলে রেদোয়ানের চোখে-মুখে কেবলই বিষণ্নতা। তার বাবা নেই। ফিরবেও না কোনো দিন। প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন। তাই বাবার হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধনে শত শত মানুষের সঙ্গে রাস্তায় দাঁড়িয়েছে কিশোর ছেলে রেদোয়ানও।
গত বুধবার প্রতিপক্ষের হামলায় নিহত হন মো. মনিরুজ্জামান মনি (৫২)। তিনি দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের মৃত করম আলীর ছেলে।
মনিরুজ্জামান মনির হত্যার বিচার দাবিতে আজ শুক্রবার বিকেলে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণেরচর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এলাকাবাসীর সঙ্গে মানববন্ধনে অংশ নেয় মনিরুজ্জামান মনিরের ছেলে মাহমুদ রহমান রেদোয়ান, তার মা আকলিমা আক্তার, বড় মামা আব্দুর রাজ্জাক, মেজো মামা সামছুল রহমান শাহিনসহ তার স্বজন এবং এলাকাবাসী। তাদের সবার হাতেই ছিল হত্যার বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড।
রেদোয়ান কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘আমার বাবাকে তারা মেরে ফেলেছে। আমার মতো আর কোনো সন্তান যেন বাবা-হারা না হয়। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাচ্চু তালুকদার, আওয়ামী লীগ নেতা আজমত আলী, দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, ইউপি সদস্য আব্দুল সাত্তার শাহীন, শিক্ষক আজিজুর রহমান খান, শিক্ষক রুকন উদ্দিন শাহ প্রমুখ।
বক্তারা বলেন, গত বুধবার বিকেলে চলাচলের রাস্তায় ট্রাক রাখাতে নিষেধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে প্রতিপক্ষের লোকজনের আঘাতে গুরুতর আহত হন মনিরুজ্জামান মনি। পরে স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ হত্যাকাণ্ডের জড়িতদের বিচার দাবি করেন বক্তারা।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে