জাককানইবি প্রতিনিধি

ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার ২০২৪-২৫ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম মোজতাহীদ প্লাবনকে সভাপতি ও সান নিউজ ২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জান্নাত জাহান জুঁইকে সাধারণ সম্পাদক মনোনীত করে সাত সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইসরাফিল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটির সভাপতি এস এম মোজতাহীদ প্লাবন বলেন, ‘এটা সাংবাদিকদের জন্য কল্যাণমূলক সংগঠন। হলুদ সাংবাদিকতা রুখতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। এ ক্ষেত্রে বিভিন্ন জেলা-উপজেলা এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের মেলবন্ধনের প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করবে।’
সংগঠনটির সাধারণ সম্পাদক জান্নাত জাহান জুঁই বলেন, ‘সাংবাদিকদের বলা হয় সমাজের দর্পণ। অথচ বিভিন্ন সময় হলুদ সাংবাদিকদের জন্য এটি বিতর্কিত হয়। সাংবাদিকতা তাঁর ঐতিহ্য হারিয়ে ফেলে। তাই এই হলুদ সাংবাদিকতা রুখতে সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।’
কমিটির অন্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ পদে মুতাসিম বিল্লাহ (ক্যাম্পাস টাইমস), সাংগঠনিক সম্পাদক পদে রোহান চিশতী (বিভিনিউজ ২৪ ডটকম), সাংগঠনিক সম্পাদক পদে রাহাত চৌধুরী (প্রতিদিনের সংবাদ), প্রশিক্ষণ ও দপ্তর সম্পাদক পদে মুমিন ইসলাম সবুজ (এডুকেশন টাইমস), তথ্য ও প্রচার সম্পাদক ওমর তারিক (দৈনিক নবযুগ) এবং আইসিটি ও সমাজকল্যাণ সম্পাদক পদে নুশরাত জাহান সিনথিয়া (দৈনিক কালবার্তা)।
এ ছাড়া নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ফাহাদ বিন সাঈদ।

ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার ২০২৪-২৫ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম মোজতাহীদ প্লাবনকে সভাপতি ও সান নিউজ ২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জান্নাত জাহান জুঁইকে সাধারণ সম্পাদক মনোনীত করে সাত সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইসরাফিল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটির সভাপতি এস এম মোজতাহীদ প্লাবন বলেন, ‘এটা সাংবাদিকদের জন্য কল্যাণমূলক সংগঠন। হলুদ সাংবাদিকতা রুখতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। এ ক্ষেত্রে বিভিন্ন জেলা-উপজেলা এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের মেলবন্ধনের প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করবে।’
সংগঠনটির সাধারণ সম্পাদক জান্নাত জাহান জুঁই বলেন, ‘সাংবাদিকদের বলা হয় সমাজের দর্পণ। অথচ বিভিন্ন সময় হলুদ সাংবাদিকদের জন্য এটি বিতর্কিত হয়। সাংবাদিকতা তাঁর ঐতিহ্য হারিয়ে ফেলে। তাই এই হলুদ সাংবাদিকতা রুখতে সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।’
কমিটির অন্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ পদে মুতাসিম বিল্লাহ (ক্যাম্পাস টাইমস), সাংগঠনিক সম্পাদক পদে রোহান চিশতী (বিভিনিউজ ২৪ ডটকম), সাংগঠনিক সম্পাদক পদে রাহাত চৌধুরী (প্রতিদিনের সংবাদ), প্রশিক্ষণ ও দপ্তর সম্পাদক পদে মুমিন ইসলাম সবুজ (এডুকেশন টাইমস), তথ্য ও প্রচার সম্পাদক ওমর তারিক (দৈনিক নবযুগ) এবং আইসিটি ও সমাজকল্যাণ সম্পাদক পদে নুশরাত জাহান সিনথিয়া (দৈনিক কালবার্তা)।
এ ছাড়া নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ফাহাদ বিন সাঈদ।

সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় এসে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তাকে জিম্মি করে একদল দুষ্কৃতকারী তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশের বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
৩৭ মিনিট আগে
শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ওরফে আইসিএল শফিককে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৪১ মিনিট আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য আজ সময় এসেছে। রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। আমরা আগামী দিনে এই পরিবর্তন আনতে চাই।’
১ ঘণ্টা আগে