জামালপুর প্রতিনিধি

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পুকুর থেকে জাল ফেলে মাছ ধরে নিলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ আপেল মাহমুদ। এ ঘটনায় তাঁকে সাময়িক অব্যাহতি দিয়েছে দল। আজ শনিবার ভোরে জামালপুর শহরের ফুলবাড়িয়া এলাকার পাউবো কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
সরকারি পুকুরে মাছ ধরতে বাধা দিতে গেলে পাউবো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর চড়াও হন ওই নেতা। এ ঘটনায় পাউবোর নির্বাহী প্রকৌশলী জামালপুর সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
পাউবো কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা জানিয়েছেন, আজ ভোর সাড়ে ৫টার দিকে বিএনপি নেতা আপেল মাহমুদ জেলেসহ (মাঝি) ১০ থেকে ১২ জন নিয়ে পাউবো কার্যালয়ের পুকুরে জাল দিয়ে মাছ ধরতে শুরু করেন। খবর পেয়ে পাউবো কর্মকর্তা ও কর্মচারীরা পুকুরের পাড়ে যান এবং মাছ ধরতে নিষেধ করেন। এতে বিএনপির নেতা আপেল মাহমুদ কর্মকর্তা ও কর্মচারীদের ওপর ক্ষিপ্ত হন। এ সময় পাউবো কর্মকর্তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান। খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মাছ ধরে নিয়ে যান আপেল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গেও খারাপ আচরণ করেন তিনি।
আপেল মাহমুদ জামালপুর পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ কোষাধ্যক্ষ। তিনি শহরের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। ৫ আগস্টের পর থেকে তিনি এলাকায় আধিপত্য বিস্তার করে নানা অপকর্মে জড়িয়ে পড়েন বলে কর্মকর্তা-কর্মচারীরা জানান।
জামালপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আশরাফ বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পাওয়ার পর আমরা গিয়ে দেখি, মাছ ধরা শেষ। জাল ভ্যানে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমরা জাল জব্দ করতে গেলে পুলিশের ওপর চড়াও হয়ে খারাপ আচরণ করেছেন ওই ব্যক্তি।’
পাউবো জামালপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান বলেন, ‘তিন মাস আগে আমরা পুকুরে নতুন করে মাছ ছেড়ে ছিলাম। মাছ তেমন একটা বড়ও হয়নি। হঠাৎ সকালে অফিস থেকে জানায়, পুকুরে আপেল নামের ওই ব্যক্তি জাল ফেলে মাছ ধরছেন। পরে আমার কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলামসহ কয়েকজন পুকুর পাড়ে যান। কিন্তু এর আগেই তাঁরা মাছ ধরে নিয়ে যান। তখন পুকুর পাড়ে ওই নেতা ও তাঁর লোকজন ছিলেন। তখন ওই নেতা আমার কর্মকর্তা শফিকুল ইসলামকে নানাভাবে হুমকি দিয়েছেন।’
নকিবুজ্জামান আরও বলেন, ‘৫ আগস্টের পর পুকুরে মাছ ছাড়ার ব্যাপারে ওই নেতা এসেছিলেন। তখন তিনি (আপেল) বলেছেন, ১৪ বছর অমুকরা খাইছে। এখন তিনি পুকুরে মাছ ছাড়বেন। তখন আমি কোনো অনুমতি দিইনি।’
মাছ লুটের ঘটনায় জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নির্বাহী প্রকৌশলী।
এদিকে ঘটনার পর পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি তরুণ হাসান কাজল ও সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওয়ার্ড বিএনপির কোক্ষাধ্যক্ষ আপেল মাহমুদকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পুকুর থেকে জাল ফেলে মাছ ধরে নিলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ আপেল মাহমুদ। এ ঘটনায় তাঁকে সাময়িক অব্যাহতি দিয়েছে দল। আজ শনিবার ভোরে জামালপুর শহরের ফুলবাড়িয়া এলাকার পাউবো কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
সরকারি পুকুরে মাছ ধরতে বাধা দিতে গেলে পাউবো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর চড়াও হন ওই নেতা। এ ঘটনায় পাউবোর নির্বাহী প্রকৌশলী জামালপুর সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
পাউবো কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা জানিয়েছেন, আজ ভোর সাড়ে ৫টার দিকে বিএনপি নেতা আপেল মাহমুদ জেলেসহ (মাঝি) ১০ থেকে ১২ জন নিয়ে পাউবো কার্যালয়ের পুকুরে জাল দিয়ে মাছ ধরতে শুরু করেন। খবর পেয়ে পাউবো কর্মকর্তা ও কর্মচারীরা পুকুরের পাড়ে যান এবং মাছ ধরতে নিষেধ করেন। এতে বিএনপির নেতা আপেল মাহমুদ কর্মকর্তা ও কর্মচারীদের ওপর ক্ষিপ্ত হন। এ সময় পাউবো কর্মকর্তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান। খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মাছ ধরে নিয়ে যান আপেল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গেও খারাপ আচরণ করেন তিনি।
আপেল মাহমুদ জামালপুর পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ কোষাধ্যক্ষ। তিনি শহরের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। ৫ আগস্টের পর থেকে তিনি এলাকায় আধিপত্য বিস্তার করে নানা অপকর্মে জড়িয়ে পড়েন বলে কর্মকর্তা-কর্মচারীরা জানান।
জামালপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আশরাফ বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পাওয়ার পর আমরা গিয়ে দেখি, মাছ ধরা শেষ। জাল ভ্যানে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমরা জাল জব্দ করতে গেলে পুলিশের ওপর চড়াও হয়ে খারাপ আচরণ করেছেন ওই ব্যক্তি।’
পাউবো জামালপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান বলেন, ‘তিন মাস আগে আমরা পুকুরে নতুন করে মাছ ছেড়ে ছিলাম। মাছ তেমন একটা বড়ও হয়নি। হঠাৎ সকালে অফিস থেকে জানায়, পুকুরে আপেল নামের ওই ব্যক্তি জাল ফেলে মাছ ধরছেন। পরে আমার কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলামসহ কয়েকজন পুকুর পাড়ে যান। কিন্তু এর আগেই তাঁরা মাছ ধরে নিয়ে যান। তখন পুকুর পাড়ে ওই নেতা ও তাঁর লোকজন ছিলেন। তখন ওই নেতা আমার কর্মকর্তা শফিকুল ইসলামকে নানাভাবে হুমকি দিয়েছেন।’
নকিবুজ্জামান আরও বলেন, ‘৫ আগস্টের পর পুকুরে মাছ ছাড়ার ব্যাপারে ওই নেতা এসেছিলেন। তখন তিনি (আপেল) বলেছেন, ১৪ বছর অমুকরা খাইছে। এখন তিনি পুকুরে মাছ ছাড়বেন। তখন আমি কোনো অনুমতি দিইনি।’
মাছ লুটের ঘটনায় জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নির্বাহী প্রকৌশলী।
এদিকে ঘটনার পর পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি তরুণ হাসান কাজল ও সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওয়ার্ড বিএনপির কোক্ষাধ্যক্ষ আপেল মাহমুদকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
২৬ মিনিট আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৩১ মিনিট আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
১ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
১ ঘণ্টা আগে