নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় নাশকতার মামলায় আওয়ামী লীগের ১৩ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে নেত্রকোনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামাল হোসাইন এই আদেশ দেন।
আসামিরা হলেন বারহাট্টা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সেন্টু, সাহতা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোখলেছুর রহমান খান সুজাত, ওই ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আঙ্গুর, বাউসী ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য পারভেজ মিয়াসহ মামলার ১৩ আসামি।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর জেলার বারহাট্টার গোপালপুর এলাকায় বাউসী সড়কের পাশে বারহাট্টা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল ছিল। ওই দিন আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির মঞ্চ ভাঙচুর করে আগুন দেয়। এই অভিযোগ এনে গত বছরের ২ সেপ্টেম্বর বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে বারহাট্টা থানায় একটি মামলা করেন।
মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুর রহমান লিটন, বারহাট্টা উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল কবীর খোকন, বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, বারহাট্টা উপজেলা শাখা আওয়ামী লীগের সহসভাপতি ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাঈনুল হক কাসেমসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করা হয়।
আসামিপক্ষের আইনজীবী প্রেমানন্দ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। আজ রোববার সকালের দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিনের জন্য প্রার্থনা করলে বিচারক জামিন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নেত্রকোনার বারহাট্টায় নাশকতার মামলায় আওয়ামী লীগের ১৩ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে নেত্রকোনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামাল হোসাইন এই আদেশ দেন।
আসামিরা হলেন বারহাট্টা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সেন্টু, সাহতা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোখলেছুর রহমান খান সুজাত, ওই ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আঙ্গুর, বাউসী ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য পারভেজ মিয়াসহ মামলার ১৩ আসামি।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর জেলার বারহাট্টার গোপালপুর এলাকায় বাউসী সড়কের পাশে বারহাট্টা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল ছিল। ওই দিন আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির মঞ্চ ভাঙচুর করে আগুন দেয়। এই অভিযোগ এনে গত বছরের ২ সেপ্টেম্বর বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে বারহাট্টা থানায় একটি মামলা করেন।
মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুর রহমান লিটন, বারহাট্টা উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল কবীর খোকন, বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, বারহাট্টা উপজেলা শাখা আওয়ামী লীগের সহসভাপতি ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাঈনুল হক কাসেমসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করা হয়।
আসামিপক্ষের আইনজীবী প্রেমানন্দ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। আজ রোববার সকালের দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিনের জন্য প্রার্থনা করলে বিচারক জামিন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
১৫ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে