ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলে প্রথম বর্ষের এক ছাত্রীকে র্যাগিংয়ের অভিযোগে তিন নারী শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া দুই ছাত্রীকে লঘু শাস্তি হিসেবে জরিমানা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ‘অরডিন্যান্স ফর স্টুডেন্ট ডিসিপ্লিনে’র ৭ নম্বর ধারা অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ ড. ইসরাত জাহান শেলী।
গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য গেছে।
হল থেকে বহিষ্কৃত ছাত্রীরা হলেন কৃষি অনুষদের মারিয়া সুলতানা মীম, জোবায়দা জান্নাত সোহা ও আশিকা রুশদা। তাঁদের মধ্যে মীমকে ১২ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া সোহা ও রুশদাকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে তাজরিয়ান হাসান তূর্ণা ও শাহারা শারমিন লিজাকে জরিমানা করা হয়।
ইসরাত জাহান শেলী জানান, গত ৩১ মে দিবাগত রাত পৌনে ২টার দিকে কৃষি অনুষদের প্রথম বর্ষের এক ছাত্রীকে র্যাগিংয়ের উদ্দেশ্যে বহিষ্কৃত ওই তিন ছাত্রী হলের ছাদে ডাকেন। কিন্তু তিনি ছাদে যেতে রাজি না হওয়ায় হলের বারান্দায় ডেকে নিয়ে রাত সাড়ে ৪টা পর্যন্ত মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। পরদিন সকালে লিখিত অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেয়।
প্রভোস্ট আরও জানান, আজ শুক্রবার সকালে অভিযুক্ত শিক্ষার্থীদের হাতে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। আগামীকাল শনিবারের মধ্যে তাঁদের হল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
হল প্রশাসন জানিয়েছে, শাস্তি শেষ হওয়ার পর বহিষ্কৃত শিক্ষার্থীরা হলের ফাঁকা আসনের বিপরীতে আবেদন করে পুনরায় হলে ওঠার সুযোগ পাবেন। তবে হল প্রশাসন তাঁদের জন্য আসনের ব্যবস্থা করে দিতে বাধ্য থাকবে না।

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলে প্রথম বর্ষের এক ছাত্রীকে র্যাগিংয়ের অভিযোগে তিন নারী শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া দুই ছাত্রীকে লঘু শাস্তি হিসেবে জরিমানা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ‘অরডিন্যান্স ফর স্টুডেন্ট ডিসিপ্লিনে’র ৭ নম্বর ধারা অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ ড. ইসরাত জাহান শেলী।
গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য গেছে।
হল থেকে বহিষ্কৃত ছাত্রীরা হলেন কৃষি অনুষদের মারিয়া সুলতানা মীম, জোবায়দা জান্নাত সোহা ও আশিকা রুশদা। তাঁদের মধ্যে মীমকে ১২ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া সোহা ও রুশদাকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে তাজরিয়ান হাসান তূর্ণা ও শাহারা শারমিন লিজাকে জরিমানা করা হয়।
ইসরাত জাহান শেলী জানান, গত ৩১ মে দিবাগত রাত পৌনে ২টার দিকে কৃষি অনুষদের প্রথম বর্ষের এক ছাত্রীকে র্যাগিংয়ের উদ্দেশ্যে বহিষ্কৃত ওই তিন ছাত্রী হলের ছাদে ডাকেন। কিন্তু তিনি ছাদে যেতে রাজি না হওয়ায় হলের বারান্দায় ডেকে নিয়ে রাত সাড়ে ৪টা পর্যন্ত মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। পরদিন সকালে লিখিত অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেয়।
প্রভোস্ট আরও জানান, আজ শুক্রবার সকালে অভিযুক্ত শিক্ষার্থীদের হাতে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। আগামীকাল শনিবারের মধ্যে তাঁদের হল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
হল প্রশাসন জানিয়েছে, শাস্তি শেষ হওয়ার পর বহিষ্কৃত শিক্ষার্থীরা হলের ফাঁকা আসনের বিপরীতে আবেদন করে পুনরায় হলে ওঠার সুযোগ পাবেন। তবে হল প্রশাসন তাঁদের জন্য আসনের ব্যবস্থা করে দিতে বাধ্য থাকবে না।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে