নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় ২০-২৫টি বন্যহাতির একটি পাল তাণ্ডব চালিয়ে খ্রিষ্টান মিশন ও কয়েকটি বসতবাড়ি তছনছ করেছে। গতকাল বুধবার রাতে উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লি ও ডালুকোনা এলাকায় রাতব্যাপী তাণ্ডব চালায় বন্যহাতির পালটি।
বন বিভাগ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, খাদ্যের সন্ধানে ২০-২৫টি বন্যহাতির একটি পাল গতকাল বুধবার রাত ১২টার দিকে উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লীতে ঢুকে সেখানকার কলাগাছ খেয়ে সাবাড় করে দেয়। হাতির তাণ্ডব থেকে বাঁচতে ধর্মপল্লির লোকজন ডাকচিৎকার করে পটকা ফুটিয়ে ও মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। পরে ওই হাতির পালটি শেষ রাতের দিকে পাশের ডালুকোনা এলাকায় তাণ্ডব শুরু করে। এ সময় ওই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিতালি ঘাগড়ার ঘরে ঢুকে সেখানে রাখা বস্তাভর্তি চাল খেয়ে সাবাড় করে হাতির পাল।
ক্ষতিগ্রস্ত মিতালি ঘাগড়া বলেন, ‘ক্ষুধার্ত হাতির পাল আইছিল। লোকে বাধা দিতে গেলে তেড়ে আসে হাতি। পরে গ্রামবাসীরা মিলে ডাকচিৎকার করে ও পটকা ফুটিয়ে আজ বৃহস্পতিবার সকালে হাতির পালকে তাড়ানো হয়।’
বারোমারি এলাকার বাসিন্দা লিটন ডেবিট বলেন, ‘এক সময় গারো পাহাড়ে লতা আর পাহাড়ি ফলমূলে ভরপুর ছিল। ওসব খেয়ে হাতি জীবনধারণ করত। এখন সেই প্রাকৃতিক বন কেটে ফেলা হচ্ছে। তাই পাহাড়ে পর্যাপ্ত খাবার না পেয়ে হাতির পাল পাহাড়ি এলাকার বাসিন্দাদের ঘরবাড়িতে খাবারের সন্ধানে তাণ্ডব চালায়।’
বারোমারী খ্রিষ্টধর্মপল্লির পাল পুরোহিত রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী বলেন, গতকাল বুধবার মাঝরাতে বন্যহাতির পাল মিশন এলাকায় ঢুকে তাণ্ডব চালায়। আসলে বনে খাবার না থাকায় ক্ষুধার্ত হাতির পাল মাঝেমধ্যেই মিশন এলাকায় ঢুকে পড়ছে। বনে হাতির খাবারের ব্যবস্থা কিরা হলে হাতিও লোকালয়ে আসত না।
এ ব্যাপারে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল বুধবার রাতে খাদ্যের সন্ধানে ২০-২৫টি বন্যহাতির একটি পাল লোকালয়ে নেমে এসে তাণ্ডব চালায়। বর্তমানে হাতির পালটি সীমান্তের পাহাড়ি এলাকায় রয়েছে। তবে মানুষকে সচেতন করতে জানমাল রক্ষা করতে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিম কাজ করছে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় ২০-২৫টি বন্যহাতির একটি পাল তাণ্ডব চালিয়ে খ্রিষ্টান মিশন ও কয়েকটি বসতবাড়ি তছনছ করেছে। গতকাল বুধবার রাতে উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লি ও ডালুকোনা এলাকায় রাতব্যাপী তাণ্ডব চালায় বন্যহাতির পালটি।
বন বিভাগ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, খাদ্যের সন্ধানে ২০-২৫টি বন্যহাতির একটি পাল গতকাল বুধবার রাত ১২টার দিকে উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লীতে ঢুকে সেখানকার কলাগাছ খেয়ে সাবাড় করে দেয়। হাতির তাণ্ডব থেকে বাঁচতে ধর্মপল্লির লোকজন ডাকচিৎকার করে পটকা ফুটিয়ে ও মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। পরে ওই হাতির পালটি শেষ রাতের দিকে পাশের ডালুকোনা এলাকায় তাণ্ডব শুরু করে। এ সময় ওই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিতালি ঘাগড়ার ঘরে ঢুকে সেখানে রাখা বস্তাভর্তি চাল খেয়ে সাবাড় করে হাতির পাল।
ক্ষতিগ্রস্ত মিতালি ঘাগড়া বলেন, ‘ক্ষুধার্ত হাতির পাল আইছিল। লোকে বাধা দিতে গেলে তেড়ে আসে হাতি। পরে গ্রামবাসীরা মিলে ডাকচিৎকার করে ও পটকা ফুটিয়ে আজ বৃহস্পতিবার সকালে হাতির পালকে তাড়ানো হয়।’
বারোমারি এলাকার বাসিন্দা লিটন ডেবিট বলেন, ‘এক সময় গারো পাহাড়ে লতা আর পাহাড়ি ফলমূলে ভরপুর ছিল। ওসব খেয়ে হাতি জীবনধারণ করত। এখন সেই প্রাকৃতিক বন কেটে ফেলা হচ্ছে। তাই পাহাড়ে পর্যাপ্ত খাবার না পেয়ে হাতির পাল পাহাড়ি এলাকার বাসিন্দাদের ঘরবাড়িতে খাবারের সন্ধানে তাণ্ডব চালায়।’
বারোমারী খ্রিষ্টধর্মপল্লির পাল পুরোহিত রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী বলেন, গতকাল বুধবার মাঝরাতে বন্যহাতির পাল মিশন এলাকায় ঢুকে তাণ্ডব চালায়। আসলে বনে খাবার না থাকায় ক্ষুধার্ত হাতির পাল মাঝেমধ্যেই মিশন এলাকায় ঢুকে পড়ছে। বনে হাতির খাবারের ব্যবস্থা কিরা হলে হাতিও লোকালয়ে আসত না।
এ ব্যাপারে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল বুধবার রাতে খাদ্যের সন্ধানে ২০-২৫টি বন্যহাতির একটি পাল লোকালয়ে নেমে এসে তাণ্ডব চালায়। বর্তমানে হাতির পালটি সীমান্তের পাহাড়ি এলাকায় রয়েছে। তবে মানুষকে সচেতন করতে জানমাল রক্ষা করতে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিম কাজ করছে।

নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
৭ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
৯ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
১ ঘণ্টা আগে