
ময়মনসিংহের হরিজন পল্লিতে সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে অর্থসহায়তা তুলে দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।
জানা যায়, ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে অধিক ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে ১০ হাজার টাকা এবং বাকি আংশিক ক্ষতিগ্রস্ত ১২ পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ অর্থসহায়তা দেওয়া হয়।
অর্থসহায়তা দেওয়ার পর মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, হরিজনেরা নগর পরিচ্ছন্নতার অন্যতম হাতিয়ার। অগ্নিকাণ্ডের ঘটনার পরই সার্বক্ষণিক খোঁজখবর রেখেছি। পাশাপাশি খাবার ও আর্থিক সহযোগিতার মাধ্যমে পাশে থাকার চেষ্টা করেছি। তারা যেন ঘুরে দাঁড়াতে পারে, এ জন্য কিছু আর্থিক সহযোগিতা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তাজুল আলম, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোখসানা শিরীন, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সহকারী সচিব মুহা. জাহাঙ্গীর আলম, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মহব্বত আলী প্রমুখ।
উল্লেখ্য, গত ২২ আগস্ট নগরীর হরিজন পল্লিতে সিলিন্ডার বিস্ফোরণে ১৫টি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এর পর থেকেই সিটি করপোরেশন কর্তৃক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হয়।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে