নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

গণপরিবহন বন্ধ থাকায় নৌপথে ট্রলার ও নৌকায় করে ব্রহ্মপুত্র নদ দিয়ে ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। ময়মনসিংহে বিএনপির ডাকা বিভাগীয় সমাবেশ সফল করতে নান্দাইল, গফরগাঁও, ত্রিশাল, ঈশ্বরগঞ্জ উপজেলা ও পার্শ্ববর্তী কিশোরগঞ্জের পাকুন্দিয়া, হোসেনপুর উপজেলার নেতা-কর্মীরা এভাবেই সমাবেশস্থলে যাচ্ছেন।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে আজ শনিবার দুপুরে বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলার সঙ্গে গণপরিবহন বন্ধ রেখেছে পরিবহন মালিক সমিতি। এতে গত রাত থেকে বিএনপির জেলা নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।
ময়মনসিংহের পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ মাঠে এই সমাবেশের আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তা ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।
এদিকে গণপরিবহন বন্ধ থাকায় সাধারণ মানুষ পড়েছে বিপাকে। ফলে রাস্তায় নেমে আবার ফিরে যাচ্ছেন।
নান্দাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অনিক আহমেদ বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বিভাগীয় গণসমাবেশে যাতে উপস্থিত না হতে পারি, সে জন্য যানবাহন বন্ধ রয়েছে। বাধ্য হয়ে নৌপথে হাজার হাজার নেতা-কর্মী নিয়ে সমাবেশে যাচ্ছি।’
বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ময়মনসিংহ অঘোষিত হরতাল চলছে। নেতা-কর্মীরা যাতে না আসতে পারে, তার জন্য সব বন্ধ করে দিয়েছে। এসব বাধা অতিক্রম করে পায়ে হেঁটে লাখ লাখ নেতা-কর্মী সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন।’

গণপরিবহন বন্ধ থাকায় নৌপথে ট্রলার ও নৌকায় করে ব্রহ্মপুত্র নদ দিয়ে ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। ময়মনসিংহে বিএনপির ডাকা বিভাগীয় সমাবেশ সফল করতে নান্দাইল, গফরগাঁও, ত্রিশাল, ঈশ্বরগঞ্জ উপজেলা ও পার্শ্ববর্তী কিশোরগঞ্জের পাকুন্দিয়া, হোসেনপুর উপজেলার নেতা-কর্মীরা এভাবেই সমাবেশস্থলে যাচ্ছেন।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে আজ শনিবার দুপুরে বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলার সঙ্গে গণপরিবহন বন্ধ রেখেছে পরিবহন মালিক সমিতি। এতে গত রাত থেকে বিএনপির জেলা নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।
ময়মনসিংহের পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ মাঠে এই সমাবেশের আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তা ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।
এদিকে গণপরিবহন বন্ধ থাকায় সাধারণ মানুষ পড়েছে বিপাকে। ফলে রাস্তায় নেমে আবার ফিরে যাচ্ছেন।
নান্দাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অনিক আহমেদ বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বিভাগীয় গণসমাবেশে যাতে উপস্থিত না হতে পারি, সে জন্য যানবাহন বন্ধ রয়েছে। বাধ্য হয়ে নৌপথে হাজার হাজার নেতা-কর্মী নিয়ে সমাবেশে যাচ্ছি।’
বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ময়মনসিংহ অঘোষিত হরতাল চলছে। নেতা-কর্মীরা যাতে না আসতে পারে, তার জন্য সব বন্ধ করে দিয়েছে। এসব বাধা অতিক্রম করে পায়ে হেঁটে লাখ লাখ নেতা-কর্মী সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩৫ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে