ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মতিন রহমান নামের এক সাংবাদিক। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মতিন রহমান দৈনিক ভোরের দর্পণ পত্রিকার বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হামলার শিকার সাংবাদিক মতিন রহমান বলেন, ‘গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে সদ্য অনুষ্ঠিত বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের ৫ নম্বর ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলর কামরুজ্জামান সুজন ও পরাজিত প্রার্থী জয়নাল আবেদিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে সংবাদ সংগ্রহের জন্য আমরা কয়েকজন গণমাধ্যমকর্মী নামাপাড়া এলাকায় যাই। সংবাদ সংগ্রহ শেষে নবনির্বাচিত কাউন্সিলর কামরুজ্জামান সুজনের বক্তব্য নিতে গেলে তাঁর সমর্থক ও স্বজনেরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। ব্যাপক মারধর করে। পরে স্থানীয়রা আমাকে হাসপাতালে ভর্তি করে।’
প্রত্যক্ষদর্শী সাংবাদিক মনিরুজ্জামান লিমন বলেন, ‘মোটরসাইকেল থেকে নামার পরে আক্কাস মাস্টারের ছেলে তৌহিদুজ্জামান মতিনের ওপর অতর্কিত হামলা করে। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’
এদিকে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কর্মরত সংবাদকর্মীরা। তাঁরা দ্রুত হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি করেছেন।
বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন বলেন, ‘সাংবাদিক মতিন রহমানের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া না হলে, কঠোর কর্মসূচি নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে পৌর কাউন্সিলর কামরুজ্জামান সুজনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের নম্বরটিও বন্ধ পাওয়া যায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। সাংবাদিকের ওপর হামলার ঘটনা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) সুমন কান্তি চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মতিন রহমানের খোঁজখবর নেওয়া হচ্ছে।
গত ১৪ জুন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হত্যার শিকার হন। খবর প্রকাশের জেরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহদুল হাসান বাবু ও তাঁর লোকজন তাঁর ওপর হামলা করে। পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নাদিম মারা যান।

জামালপুরের বকশীগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মতিন রহমান নামের এক সাংবাদিক। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মতিন রহমান দৈনিক ভোরের দর্পণ পত্রিকার বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হামলার শিকার সাংবাদিক মতিন রহমান বলেন, ‘গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে সদ্য অনুষ্ঠিত বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের ৫ নম্বর ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলর কামরুজ্জামান সুজন ও পরাজিত প্রার্থী জয়নাল আবেদিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে সংবাদ সংগ্রহের জন্য আমরা কয়েকজন গণমাধ্যমকর্মী নামাপাড়া এলাকায় যাই। সংবাদ সংগ্রহ শেষে নবনির্বাচিত কাউন্সিলর কামরুজ্জামান সুজনের বক্তব্য নিতে গেলে তাঁর সমর্থক ও স্বজনেরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। ব্যাপক মারধর করে। পরে স্থানীয়রা আমাকে হাসপাতালে ভর্তি করে।’
প্রত্যক্ষদর্শী সাংবাদিক মনিরুজ্জামান লিমন বলেন, ‘মোটরসাইকেল থেকে নামার পরে আক্কাস মাস্টারের ছেলে তৌহিদুজ্জামান মতিনের ওপর অতর্কিত হামলা করে। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’
এদিকে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কর্মরত সংবাদকর্মীরা। তাঁরা দ্রুত হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি করেছেন।
বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন বলেন, ‘সাংবাদিক মতিন রহমানের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া না হলে, কঠোর কর্মসূচি নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে পৌর কাউন্সিলর কামরুজ্জামান সুজনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের নম্বরটিও বন্ধ পাওয়া যায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। সাংবাদিকের ওপর হামলার ঘটনা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) সুমন কান্তি চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মতিন রহমানের খোঁজখবর নেওয়া হচ্ছে।
গত ১৪ জুন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হত্যার শিকার হন। খবর প্রকাশের জেরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহদুল হাসান বাবু ও তাঁর লোকজন তাঁর ওপর হামলা করে। পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক নাদিম মারা যান।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে