নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কেন্দ্রে হামলার ঘটনায় করা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক ছাত্র ও বৃত্তি বিষয়ক সম্পাদক মুকুল কায়সার আকন্দকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলা শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার সকালে মুকুলকে আদালতে পাঠানো হবে। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।’
মুকুল পূর্বধলা হাসপাতাল রোডের মৃত কামাল কুদ্দুস আকন্দের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মাজহারুল ইসলাম সোহেল ফকিরের ৪টি নির্বাচনী প্রচার কেন্দ্র ভাঙচুর করা হয়। বুটিকা, ইচুলিয়া, শিমুলকান্দি ও ভবেরবাজার এলাকায় থাকা স্বতন্ত্র প্রার্থীর প্রচার কেন্দ্রে হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর ও ১০ জন সমর্থককে পিটিয়ে আহত করা হয়।
ওই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী সোহেল ফকিরের কর্মী রাসেল মিয়া বাদী হয়ে মঙ্গলবার রাতেই নৌকা সমর্থকদের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও মুকুল কায়সার আকন্দসহ ১৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি মুকুল কায়সার আকন্দকে আজ বিকেলে গ্রেপ্তার করে পুলিশ।

নেত্রকোনার পূর্বধলায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কেন্দ্রে হামলার ঘটনায় করা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক ছাত্র ও বৃত্তি বিষয়ক সম্পাদক মুকুল কায়সার আকন্দকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলা শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার সকালে মুকুলকে আদালতে পাঠানো হবে। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।’
মুকুল পূর্বধলা হাসপাতাল রোডের মৃত কামাল কুদ্দুস আকন্দের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মাজহারুল ইসলাম সোহেল ফকিরের ৪টি নির্বাচনী প্রচার কেন্দ্র ভাঙচুর করা হয়। বুটিকা, ইচুলিয়া, শিমুলকান্দি ও ভবেরবাজার এলাকায় থাকা স্বতন্ত্র প্রার্থীর প্রচার কেন্দ্রে হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর ও ১০ জন সমর্থককে পিটিয়ে আহত করা হয়।
ওই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী সোহেল ফকিরের কর্মী রাসেল মিয়া বাদী হয়ে মঙ্গলবার রাতেই নৌকা সমর্থকদের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও মুকুল কায়সার আকন্দসহ ১৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি মুকুল কায়সার আকন্দকে আজ বিকেলে গ্রেপ্তার করে পুলিশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১০ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩০ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩৫ মিনিট আগে