ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে কাটাখালী উমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুল তালিকা করে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। গত বুধবার উপজেলার ৪৭টি প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ২৮২ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এসব ট্যাব বিতরণ করা হয়।
অভিযোগের কথা স্বীকার করে প্রধান শিক্ষক আফাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘তিন রোলধারী ওই মেয়েই ট্যাব পাবে।’ এ ছাড়া ভুলে কারিগরি শাখার আরও দুই শিক্ষার্থীর নাম পাঠানো হয়েছিল বলে তিনি স্বীকার করেন। বিতরণ করা ট্যাবগুলো তালিকা সংশোধন করে প্রকৃত মেধাবীদের হাতে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।’
জানা গেছে, উপজেলার ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধা তালিকার প্রথম তিনজন করে মোট ছয় শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণের জন্য প্রধান শিক্ষকদের কাছে তালিকা চাওয়া হয়। এরই প্রেক্ষিতে কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজ উদ্দিন নবম শ্রেণির তিন রোল নম্বরধারী শিক্ষার্থীর পরিবর্তে ছয় রোল নম্বরধারীর এক শিক্ষার্থীর নাম তালিকায় লিপিবদ্ধ করে পাঠান।
এ ছাড়া দশম শ্রেণির দুই ও তিন রোল নম্বরধারীর পরিবর্তে কারিগরি শাখার অন্য দুই শিক্ষার্থীকেও নিয়মবহির্ভূতভাবে তালিকায় লিপিবদ্ধ করে পাঠান। পরে ভুল তালিকায় ট্যাব বিতরণ করা হলে বাদ পড়ে যায় মেধাবী ওই তিন শিক্ষার্থী।
এ বিষয়ে কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থী বড় ভাই ইমরানুল রাহাত আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব আমার বোনের প্রাপ্য ছিল। কিন্তু তাকে দেওয়া হয়নি। তার পরিবর্তে দেওয়া হয়েছে ছয় রোলের অন্য এক শিক্ষার্থীকে। এ ছাড়া দশম শ্রেণির আরও দুই শিক্ষার্থীকে বঞ্চিত করে নিয়মবহির্ভূতভাবে কারিগরি শাখার দুই শিক্ষার্থীকে দেওয়া হয়েছে।’
ভুক্তভোগী শিক্ষার্থী ফারিহা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘মেধার ভিত্তিতে আমারই পাওয়ার কথা ছিল ট্যাব। কিন্তু আমাকে দেওয়া হয়নি। এ বিষয়ে অভিযোগ জানাতে বড় ভাইয়ের সঙ্গে আজ ইউএনও স্যারের কাছে এসে স্যারকে পাইনি। শুনলাম স্যার বদলি হয়েছেন।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যদি বাচ্চাদের বঞ্চিত করে উনি (প্রধান শিক্ষক) ট্যাব বিতরণ করে থাকে তবে যাচাই পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ট্যাব বিতরণের তালিকা সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। সে অনুযায়ী আমরা বিতরণ করেছি। এরপরও যদি কোন ভুল হয়ে থাকে, তবে আমরা যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সংশোধন করার চেষ্টা করব।’

ময়মনসিংহের ত্রিশালে কাটাখালী উমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুল তালিকা করে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। গত বুধবার উপজেলার ৪৭টি প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ২৮২ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এসব ট্যাব বিতরণ করা হয়।
অভিযোগের কথা স্বীকার করে প্রধান শিক্ষক আফাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘তিন রোলধারী ওই মেয়েই ট্যাব পাবে।’ এ ছাড়া ভুলে কারিগরি শাখার আরও দুই শিক্ষার্থীর নাম পাঠানো হয়েছিল বলে তিনি স্বীকার করেন। বিতরণ করা ট্যাবগুলো তালিকা সংশোধন করে প্রকৃত মেধাবীদের হাতে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।’
জানা গেছে, উপজেলার ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধা তালিকার প্রথম তিনজন করে মোট ছয় শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণের জন্য প্রধান শিক্ষকদের কাছে তালিকা চাওয়া হয়। এরই প্রেক্ষিতে কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজ উদ্দিন নবম শ্রেণির তিন রোল নম্বরধারী শিক্ষার্থীর পরিবর্তে ছয় রোল নম্বরধারীর এক শিক্ষার্থীর নাম তালিকায় লিপিবদ্ধ করে পাঠান।
এ ছাড়া দশম শ্রেণির দুই ও তিন রোল নম্বরধারীর পরিবর্তে কারিগরি শাখার অন্য দুই শিক্ষার্থীকেও নিয়মবহির্ভূতভাবে তালিকায় লিপিবদ্ধ করে পাঠান। পরে ভুল তালিকায় ট্যাব বিতরণ করা হলে বাদ পড়ে যায় মেধাবী ওই তিন শিক্ষার্থী।
এ বিষয়ে কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থী বড় ভাই ইমরানুল রাহাত আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব আমার বোনের প্রাপ্য ছিল। কিন্তু তাকে দেওয়া হয়নি। তার পরিবর্তে দেওয়া হয়েছে ছয় রোলের অন্য এক শিক্ষার্থীকে। এ ছাড়া দশম শ্রেণির আরও দুই শিক্ষার্থীকে বঞ্চিত করে নিয়মবহির্ভূতভাবে কারিগরি শাখার দুই শিক্ষার্থীকে দেওয়া হয়েছে।’
ভুক্তভোগী শিক্ষার্থী ফারিহা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘মেধার ভিত্তিতে আমারই পাওয়ার কথা ছিল ট্যাব। কিন্তু আমাকে দেওয়া হয়নি। এ বিষয়ে অভিযোগ জানাতে বড় ভাইয়ের সঙ্গে আজ ইউএনও স্যারের কাছে এসে স্যারকে পাইনি। শুনলাম স্যার বদলি হয়েছেন।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যদি বাচ্চাদের বঞ্চিত করে উনি (প্রধান শিক্ষক) ট্যাব বিতরণ করে থাকে তবে যাচাই পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ট্যাব বিতরণের তালিকা সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। সে অনুযায়ী আমরা বিতরণ করেছি। এরপরও যদি কোন ভুল হয়ে থাকে, তবে আমরা যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সংশোধন করার চেষ্টা করব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে