ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে কাটাখালী উমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুল তালিকা করে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। গত বুধবার উপজেলার ৪৭টি প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ২৮২ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এসব ট্যাব বিতরণ করা হয়।
অভিযোগের কথা স্বীকার করে প্রধান শিক্ষক আফাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘তিন রোলধারী ওই মেয়েই ট্যাব পাবে।’ এ ছাড়া ভুলে কারিগরি শাখার আরও দুই শিক্ষার্থীর নাম পাঠানো হয়েছিল বলে তিনি স্বীকার করেন। বিতরণ করা ট্যাবগুলো তালিকা সংশোধন করে প্রকৃত মেধাবীদের হাতে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।’
জানা গেছে, উপজেলার ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধা তালিকার প্রথম তিনজন করে মোট ছয় শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণের জন্য প্রধান শিক্ষকদের কাছে তালিকা চাওয়া হয়। এরই প্রেক্ষিতে কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজ উদ্দিন নবম শ্রেণির তিন রোল নম্বরধারী শিক্ষার্থীর পরিবর্তে ছয় রোল নম্বরধারীর এক শিক্ষার্থীর নাম তালিকায় লিপিবদ্ধ করে পাঠান।
এ ছাড়া দশম শ্রেণির দুই ও তিন রোল নম্বরধারীর পরিবর্তে কারিগরি শাখার অন্য দুই শিক্ষার্থীকেও নিয়মবহির্ভূতভাবে তালিকায় লিপিবদ্ধ করে পাঠান। পরে ভুল তালিকায় ট্যাব বিতরণ করা হলে বাদ পড়ে যায় মেধাবী ওই তিন শিক্ষার্থী।
এ বিষয়ে কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থী বড় ভাই ইমরানুল রাহাত আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব আমার বোনের প্রাপ্য ছিল। কিন্তু তাকে দেওয়া হয়নি। তার পরিবর্তে দেওয়া হয়েছে ছয় রোলের অন্য এক শিক্ষার্থীকে। এ ছাড়া দশম শ্রেণির আরও দুই শিক্ষার্থীকে বঞ্চিত করে নিয়মবহির্ভূতভাবে কারিগরি শাখার দুই শিক্ষার্থীকে দেওয়া হয়েছে।’
ভুক্তভোগী শিক্ষার্থী ফারিহা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘মেধার ভিত্তিতে আমারই পাওয়ার কথা ছিল ট্যাব। কিন্তু আমাকে দেওয়া হয়নি। এ বিষয়ে অভিযোগ জানাতে বড় ভাইয়ের সঙ্গে আজ ইউএনও স্যারের কাছে এসে স্যারকে পাইনি। শুনলাম স্যার বদলি হয়েছেন।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যদি বাচ্চাদের বঞ্চিত করে উনি (প্রধান শিক্ষক) ট্যাব বিতরণ করে থাকে তবে যাচাই পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ট্যাব বিতরণের তালিকা সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। সে অনুযায়ী আমরা বিতরণ করেছি। এরপরও যদি কোন ভুল হয়ে থাকে, তবে আমরা যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সংশোধন করার চেষ্টা করব।’

ময়মনসিংহের ত্রিশালে কাটাখালী উমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুল তালিকা করে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। গত বুধবার উপজেলার ৪৭টি প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ২৮২ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এসব ট্যাব বিতরণ করা হয়।
অভিযোগের কথা স্বীকার করে প্রধান শিক্ষক আফাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘তিন রোলধারী ওই মেয়েই ট্যাব পাবে।’ এ ছাড়া ভুলে কারিগরি শাখার আরও দুই শিক্ষার্থীর নাম পাঠানো হয়েছিল বলে তিনি স্বীকার করেন। বিতরণ করা ট্যাবগুলো তালিকা সংশোধন করে প্রকৃত মেধাবীদের হাতে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।’
জানা গেছে, উপজেলার ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধা তালিকার প্রথম তিনজন করে মোট ছয় শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণের জন্য প্রধান শিক্ষকদের কাছে তালিকা চাওয়া হয়। এরই প্রেক্ষিতে কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজ উদ্দিন নবম শ্রেণির তিন রোল নম্বরধারী শিক্ষার্থীর পরিবর্তে ছয় রোল নম্বরধারীর এক শিক্ষার্থীর নাম তালিকায় লিপিবদ্ধ করে পাঠান।
এ ছাড়া দশম শ্রেণির দুই ও তিন রোল নম্বরধারীর পরিবর্তে কারিগরি শাখার অন্য দুই শিক্ষার্থীকেও নিয়মবহির্ভূতভাবে তালিকায় লিপিবদ্ধ করে পাঠান। পরে ভুল তালিকায় ট্যাব বিতরণ করা হলে বাদ পড়ে যায় মেধাবী ওই তিন শিক্ষার্থী।
এ বিষয়ে কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থী বড় ভাই ইমরানুল রাহাত আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব আমার বোনের প্রাপ্য ছিল। কিন্তু তাকে দেওয়া হয়নি। তার পরিবর্তে দেওয়া হয়েছে ছয় রোলের অন্য এক শিক্ষার্থীকে। এ ছাড়া দশম শ্রেণির আরও দুই শিক্ষার্থীকে বঞ্চিত করে নিয়মবহির্ভূতভাবে কারিগরি শাখার দুই শিক্ষার্থীকে দেওয়া হয়েছে।’
ভুক্তভোগী শিক্ষার্থী ফারিহা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘মেধার ভিত্তিতে আমারই পাওয়ার কথা ছিল ট্যাব। কিন্তু আমাকে দেওয়া হয়নি। এ বিষয়ে অভিযোগ জানাতে বড় ভাইয়ের সঙ্গে আজ ইউএনও স্যারের কাছে এসে স্যারকে পাইনি। শুনলাম স্যার বদলি হয়েছেন।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যদি বাচ্চাদের বঞ্চিত করে উনি (প্রধান শিক্ষক) ট্যাব বিতরণ করে থাকে তবে যাচাই পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ট্যাব বিতরণের তালিকা সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। সে অনুযায়ী আমরা বিতরণ করেছি। এরপরও যদি কোন ভুল হয়ে থাকে, তবে আমরা যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সংশোধন করার চেষ্টা করব।’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে