নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে বিএনপির ইফতার পার্টিতে হামলার ঘটনায় উপজেলা যুবদলের বহিষ্কৃত তিন নেতাসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুজ্জামান ভূঁইয়া নওফেল বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামি যুবদলের বহিষ্কৃত নেতারা হলেন আকরাম হোসেন ফেরদৌস, জহিরুল হক ও মোবারক হোসেন উজ্জ্বল।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির উদ্যোগে ১৯ মার্চ নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের মাঠে ইফতার পার্টির আয়োজন করা হয়। এ সময় উপজেলা যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌসের নেতৃত্বে বাধা দেওয়া হয়। একপর্যায়ে শটগান, ককটেল, পেট্রল বোমা, ধারালো রামদা, হকিস্টিক, রড, বল্লম নিয়ে ইফতার পার্টিতে হামলা চালানো হয়। এতে ছাত্রদলের সাবেক সভাপতি মফিজুর রহমান রতন গুরুতর আহত হন। তা ছাড়া লাদেন মিয়া নামের এক নেতা গুলিবিদ্ধ এবং মাহবুব আলম নামের এক ব্যক্তি ককটেলের আঘাতে জখম হন।
এ ঘটনায় ২০ মার্চ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক এ এফ এম আজিজুল ইসলাম পিকুলকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

তা ছাড়া দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আকরাম হোসেন ফেরদৌস, জহিরুল হক ও মোবারক হোসেন উজ্জ্বলকে বহিষ্কার করা হয়। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক (ভিপি) শামছু ও সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁদের বহিষ্কার করা হয়।

ময়মনসিংহের নান্দাইলে বিএনপির ইফতার পার্টিতে হামলার ঘটনায় উপজেলা যুবদলের বহিষ্কৃত তিন নেতাসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুজ্জামান ভূঁইয়া নওফেল বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামি যুবদলের বহিষ্কৃত নেতারা হলেন আকরাম হোসেন ফেরদৌস, জহিরুল হক ও মোবারক হোসেন উজ্জ্বল।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির উদ্যোগে ১৯ মার্চ নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের মাঠে ইফতার পার্টির আয়োজন করা হয়। এ সময় উপজেলা যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌসের নেতৃত্বে বাধা দেওয়া হয়। একপর্যায়ে শটগান, ককটেল, পেট্রল বোমা, ধারালো রামদা, হকিস্টিক, রড, বল্লম নিয়ে ইফতার পার্টিতে হামলা চালানো হয়। এতে ছাত্রদলের সাবেক সভাপতি মফিজুর রহমান রতন গুরুতর আহত হন। তা ছাড়া লাদেন মিয়া নামের এক নেতা গুলিবিদ্ধ এবং মাহবুব আলম নামের এক ব্যক্তি ককটেলের আঘাতে জখম হন।
এ ঘটনায় ২০ মার্চ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক এ এফ এম আজিজুল ইসলাম পিকুলকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

তা ছাড়া দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আকরাম হোসেন ফেরদৌস, জহিরুল হক ও মোবারক হোসেন উজ্জ্বলকে বহিষ্কার করা হয়। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক (ভিপি) শামছু ও সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁদের বহিষ্কার করা হয়।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে