প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজে করোনা টিকাকেন্দ্রের এক নারী স্বেচ্ছাসেবীকে কটাক্ষ ও গালিগালাজ করায় এক ঘণ্টা টিকাদান বন্ধ রাখা হয়। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিকে আসে।
স্বেচ্ছাসেবী জান্নাতুল ফেরদৌস এনা বলেন, মেডিকেল কলেজে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য ৮টি বুথ রয়েছে। এর মধ্যে ৩টি বুথ নারীদের জন্য রয়েছে। সকালে নারী বুথে কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি একে শাকিল একজন নারী নিয়ে ভ্যাকসিন দিতে আসে। এ সময় সহসভাপতিকে বাইরে যেতে বললে তিনি রেগে গিয়ে কটাক্ষ করে আমাকে গালিগালাজ শুরু করেন। আমাকে দেখে নিবে বলে হুমকিও দেয়। এ ঘটনার প্রতিবাদে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত টিকাদান কর্মসূচি বন্ধ রাখা হয়।
স্বেচ্ছাসেবী আরও বলেন, এ ঘটনায় ছাত্রলীগের সভাপতি ও হাসপাতালের উপপরিচালক এসে দুঃখ প্রকাশ করলে আমরা কাজে যোগ দেই।
নার্স জান্নাতুল ফেরদৌস বলেন, নারীদের বুথে পুরুষ আসা সম্পূর্ণ নিষিদ্ধ। তাঁকে ভালোভাবে বাইরে যেতে বলায় আমরা এমন পরিস্থিতির মধ্যে পড়ব তা ভাবতে পারেনি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের সদস্য তৃপ্তি রাধা সূত্রধর বলেন, একজন চিকিৎসক ও ছাত্রলীগ নেতার মুখের ভাষা এমন হতে পারে তা কল্পনা করার মতো না। আমরা ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি আমাদের সঙ্গে এমন ব্যবহার কাম্য নয়।
যুব রেড ক্রিসেন্ট সদস্য মো. শাজাহান বলেন, বিষয়টি নিয়ে যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছে, সেহেতু আমরা আর কোন বাড়াবাড়ি করিনি। তবে আমাদের নিরাপত্তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন করা হবে।
সিটি করপোরেশনের সুপারভাইজার আব্দুর রহমান সুরুজ বলেন, সিটি করপোরেশনের তত্ত্বাবধানে মেডিকেল কলেজে টিকাকেন্দ্রে আটটি বুথে নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কর্তৃপক্ষকে জানানোর পর বিষয়টি সমাধান হয়। এ ঘটনায় কিছুক্ষণ টিকাদান কর্মসূচি বন্ধ থাকে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সহসভাপতি একে শাকিল বলেন, আমি একজন চিকিৎসক হিসেবে সেখানে গিয়ে সহযোগিতা চেয়েছি। তাঁর আমাকে মূল্যায়ন করেনি। তাই একটু বাগ্বিতণ্ডা হয়েছে। এটা আবার সমাধানও হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ. কে দেবনাথ বলেন, বিষয়টি শোনার পর আমাদের একজন চিকিৎসককে সেখানে পাঠিয়েছি। একই সাথে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা গিয়ে সমাধান করেছে। আধ-ঘণ্টার মতো ভ্যাকসিন দেওয়া কার্যক্রম বন্ধ ছিল।
স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে যদি লিখিত অভিযোগ দেয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন কাজ ঠিকঠাক মতো চলছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজে করোনা টিকাকেন্দ্রের এক নারী স্বেচ্ছাসেবীকে কটাক্ষ ও গালিগালাজ করায় এক ঘণ্টা টিকাদান বন্ধ রাখা হয়। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিকে আসে।
স্বেচ্ছাসেবী জান্নাতুল ফেরদৌস এনা বলেন, মেডিকেল কলেজে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য ৮টি বুথ রয়েছে। এর মধ্যে ৩টি বুথ নারীদের জন্য রয়েছে। সকালে নারী বুথে কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি একে শাকিল একজন নারী নিয়ে ভ্যাকসিন দিতে আসে। এ সময় সহসভাপতিকে বাইরে যেতে বললে তিনি রেগে গিয়ে কটাক্ষ করে আমাকে গালিগালাজ শুরু করেন। আমাকে দেখে নিবে বলে হুমকিও দেয়। এ ঘটনার প্রতিবাদে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত টিকাদান কর্মসূচি বন্ধ রাখা হয়।
স্বেচ্ছাসেবী আরও বলেন, এ ঘটনায় ছাত্রলীগের সভাপতি ও হাসপাতালের উপপরিচালক এসে দুঃখ প্রকাশ করলে আমরা কাজে যোগ দেই।
নার্স জান্নাতুল ফেরদৌস বলেন, নারীদের বুথে পুরুষ আসা সম্পূর্ণ নিষিদ্ধ। তাঁকে ভালোভাবে বাইরে যেতে বলায় আমরা এমন পরিস্থিতির মধ্যে পড়ব তা ভাবতে পারেনি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের সদস্য তৃপ্তি রাধা সূত্রধর বলেন, একজন চিকিৎসক ও ছাত্রলীগ নেতার মুখের ভাষা এমন হতে পারে তা কল্পনা করার মতো না। আমরা ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি আমাদের সঙ্গে এমন ব্যবহার কাম্য নয়।
যুব রেড ক্রিসেন্ট সদস্য মো. শাজাহান বলেন, বিষয়টি নিয়ে যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছে, সেহেতু আমরা আর কোন বাড়াবাড়ি করিনি। তবে আমাদের নিরাপত্তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন করা হবে।
সিটি করপোরেশনের সুপারভাইজার আব্দুর রহমান সুরুজ বলেন, সিটি করপোরেশনের তত্ত্বাবধানে মেডিকেল কলেজে টিকাকেন্দ্রে আটটি বুথে নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কর্তৃপক্ষকে জানানোর পর বিষয়টি সমাধান হয়। এ ঘটনায় কিছুক্ষণ টিকাদান কর্মসূচি বন্ধ থাকে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সহসভাপতি একে শাকিল বলেন, আমি একজন চিকিৎসক হিসেবে সেখানে গিয়ে সহযোগিতা চেয়েছি। তাঁর আমাকে মূল্যায়ন করেনি। তাই একটু বাগ্বিতণ্ডা হয়েছে। এটা আবার সমাধানও হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ. কে দেবনাথ বলেন, বিষয়টি শোনার পর আমাদের একজন চিকিৎসককে সেখানে পাঠিয়েছি। একই সাথে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা গিয়ে সমাধান করেছে। আধ-ঘণ্টার মতো ভ্যাকসিন দেওয়া কার্যক্রম বন্ধ ছিল।
স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে যদি লিখিত অভিযোগ দেয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন কাজ ঠিকঠাক মতো চলছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
৪৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে