নেত্রকোনা প্রতিনিধি

জাতীয় সংসদ (এমপি) নির্বাচনে মনোনয়ন পেতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
আজ শনিবার দুপুরে নেত্রকোনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) রাফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৬ নভেম্বর জেলা ডিডিএলজির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পদত্যাগ পত্রটি পাঠানো হয়। ১৫ নভেম্বর মন্ত্রণালয় সেটি গৃহীত হয় বলে জানিয়েছেন ঝুমা তালুকদার।
ঝুমা তালুকদার বলেন, নেত্রকোন-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে এমপি হতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছি। যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয়। এই সময়টায় মনোনয়ন নিয়ে ব্যস্ত থাকব মানুষের সেবা করার সময় পাব না। তাই পদ ছেড়ে দিয়েছি।
দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছি। তাই মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশা রাখতেই পারি। আমার বিশ্বাস এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসনে পরিবর্তন আনবেন।
মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করবেন। জনগণ তাঁকে সব সময় পাশে পাবেন বলেও জানান ঝুমা তালুকদার।
এদিকে দুর্গাপুর উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা অনুযায়ী নতুন চেয়ারম্যানের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত ভাইস চেয়ারম্যান প্যানেল-১ পারভীন আক্তার অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, ঝুমা তালুকদারের বাবা প্রয়াত জালাল উদ্দিন তালুকদার নেত্রকোনা জেলার একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৭৯ সালে তৎকালীন ময়মনসিংহ-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নেত্রকোনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

জাতীয় সংসদ (এমপি) নির্বাচনে মনোনয়ন পেতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
আজ শনিবার দুপুরে নেত্রকোনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) রাফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৬ নভেম্বর জেলা ডিডিএলজির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পদত্যাগ পত্রটি পাঠানো হয়। ১৫ নভেম্বর মন্ত্রণালয় সেটি গৃহীত হয় বলে জানিয়েছেন ঝুমা তালুকদার।
ঝুমা তালুকদার বলেন, নেত্রকোন-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে এমপি হতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছি। যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয়। এই সময়টায় মনোনয়ন নিয়ে ব্যস্ত থাকব মানুষের সেবা করার সময় পাব না। তাই পদ ছেড়ে দিয়েছি।
দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছি। তাই মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশা রাখতেই পারি। আমার বিশ্বাস এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসনে পরিবর্তন আনবেন।
মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করবেন। জনগণ তাঁকে সব সময় পাশে পাবেন বলেও জানান ঝুমা তালুকদার।
এদিকে দুর্গাপুর উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা অনুযায়ী নতুন চেয়ারম্যানের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত ভাইস চেয়ারম্যান প্যানেল-১ পারভীন আক্তার অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, ঝুমা তালুকদারের বাবা প্রয়াত জালাল উদ্দিন তালুকদার নেত্রকোনা জেলার একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৭৯ সালে তৎকালীন ময়মনসিংহ-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নেত্রকোনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে