Ajker Patrika

নান্দাইলে এক স্বেচ্ছাসেবী যুবকের অকালমৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৮: ৩৯
নান্দাইলে এক স্বেচ্ছাসেবী যুবকের অকালমৃত্যু

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সোহেল রাইয়ান (২৫) নামের এক স্বেচ্ছাসেবী যুবক মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে বাসে নান্দাইল আসার পথে ত্রিশাল এলাকায় হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। পরে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ২টা ৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়। 

সোহেল রাইয়ান নান্দাইল পৌর সদরের ২ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে রাইয়ান ছিলেন সবার বড়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের স্থানীয় একটি গ্রুপের মডারেটর। এর মাধ্যমে তিনি স্থানীয় অসহায় মানুষদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছিলেন। তাঁর অকালমৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে আসে। 

রাইয়ানের চাচাতো ভাই জাকিরুল ইসলাম সাকিল বলেন, ‘রাইয়ান মানুষের সেবায় কাজ করে গেছে। এই শীতে অসহায় গরিবদের মাঝে কম্বল বিতরণ করার জন্য প্রস্তুতি নিয়েছিল। কিন্তু সে আর নেই। তার ইচ্ছা পূরণের আগেই মৃত্যু হয়েছে। তার অকালমৃত্যু সত্যিই মেনে নেওয়ার মতো না।’ 

আজ বিকেল ৪টা ৩০ মিনিটে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত