ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সামান্য বৃষ্টি হলেই পানি জমে জলাশয়ে পরিণত হয় জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর। দীর্ঘ সময় পানি জমে থাকায় ছড়ায় দুর্গন্ধ। পানির কারণে ৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালের মূল ফটক দিয়ে চলাচলের উপায় থাকে না। এতে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাঁদের সঙ্গে আসা স্বজনদের ভোগান্তি পোহাতে হয়। রোগী ও তাঁদের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও তা সমাধানে কোনো উদ্যোগ নেই। তাঁদের দাবি, জরুরি ভিত্তিতে যেন পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা করা হয়।
সরেজমিনে আজ বুধবার সকালে দেখা যায়, বৃষ্টি হওয়ায় হাসপাতাল চত্বরজুড়ে জলজটের সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও তারচেয়ে বেশি পানি। জলজটের কারণে মনে হয়, হাসপাতালটির চত্বর যেন একটি জলাশয় কিংবা কোনো ডোবায় পরিণত হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় হাসপাতালের ভেতরে প্রবেশ করতে বিকল্প গেট থাকলেও ভোগান্তি খুব একটা লাঘব হয়নি। পানি জমায় হাসপাতালে আসা ও ভর্তি থাকা রোগী এবং তাঁদের স্বজনদের পাশাপাশি চিকিৎসক এ নার্সেরাও ভোগান্তির মুখে পড়েছেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা আকবর, নাছিমা আক্তার, মোরাদ ফকির, মিলন, রোকিয়া পারভীন, আলম, বেদেনা বেগমসহ অনেকেই বলেন, একটু বৃষ্টি হলেই হাঁটুপানি জমে হাসপাতাল চত্বরে। পানি কমতে দুই-তিন দিন সময় লাগে। পানি জমে দুর্গন্ধের সৃষ্টি হয়। এ ছাড়া মলমূত্র মিশে পানি দূষিত হওয়ার কারণে পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কাও রয়েছে। তাঁদের দাবি, অতি দ্রুত ড্রেন নির্মাণ করে হাসপাতাল চত্বরে বৃষ্টির পানি নিষ্কাশনের যেন ব্যবস্থা করা হয়।
হাসপাতাল এলাকায় ওষুধ ব্যবসায়ী মো. সাজু মিয়া ও মুক্তার হোসেন বলেন, সামান্য বৃষ্টি হলেও হাসপাতাল চত্বরে জলাশয়ের সৃষ্টি হয়। এতে চিকিৎসাসেবা নিতে আসা লোকজন চরম অসুবিধায় পড়েন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের বলেন, পানি নিষ্কাশনের জন্য ড্রেন তৈরির আলোচনা চলছে। ড্রেন নির্মাণ হলে এই সমস্যার সমাধান হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের উদ্যোগ নিলে সরেজমিনে পরিদর্শন করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একটি প্রকল্প অনুমোদনের জন্য সুপারিশ করতে পারব। প্রকল্প অনুমোদন হলে ড্রেন নির্মাণের কাজ শুরু করা হবে।’

সামান্য বৃষ্টি হলেই পানি জমে জলাশয়ে পরিণত হয় জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর। দীর্ঘ সময় পানি জমে থাকায় ছড়ায় দুর্গন্ধ। পানির কারণে ৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালের মূল ফটক দিয়ে চলাচলের উপায় থাকে না। এতে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাঁদের সঙ্গে আসা স্বজনদের ভোগান্তি পোহাতে হয়। রোগী ও তাঁদের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও তা সমাধানে কোনো উদ্যোগ নেই। তাঁদের দাবি, জরুরি ভিত্তিতে যেন পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা করা হয়।
সরেজমিনে আজ বুধবার সকালে দেখা যায়, বৃষ্টি হওয়ায় হাসপাতাল চত্বরজুড়ে জলজটের সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও তারচেয়ে বেশি পানি। জলজটের কারণে মনে হয়, হাসপাতালটির চত্বর যেন একটি জলাশয় কিংবা কোনো ডোবায় পরিণত হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় হাসপাতালের ভেতরে প্রবেশ করতে বিকল্প গেট থাকলেও ভোগান্তি খুব একটা লাঘব হয়নি। পানি জমায় হাসপাতালে আসা ও ভর্তি থাকা রোগী এবং তাঁদের স্বজনদের পাশাপাশি চিকিৎসক এ নার্সেরাও ভোগান্তির মুখে পড়েছেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা আকবর, নাছিমা আক্তার, মোরাদ ফকির, মিলন, রোকিয়া পারভীন, আলম, বেদেনা বেগমসহ অনেকেই বলেন, একটু বৃষ্টি হলেই হাঁটুপানি জমে হাসপাতাল চত্বরে। পানি কমতে দুই-তিন দিন সময় লাগে। পানি জমে দুর্গন্ধের সৃষ্টি হয়। এ ছাড়া মলমূত্র মিশে পানি দূষিত হওয়ার কারণে পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কাও রয়েছে। তাঁদের দাবি, অতি দ্রুত ড্রেন নির্মাণ করে হাসপাতাল চত্বরে বৃষ্টির পানি নিষ্কাশনের যেন ব্যবস্থা করা হয়।
হাসপাতাল এলাকায় ওষুধ ব্যবসায়ী মো. সাজু মিয়া ও মুক্তার হোসেন বলেন, সামান্য বৃষ্টি হলেও হাসপাতাল চত্বরে জলাশয়ের সৃষ্টি হয়। এতে চিকিৎসাসেবা নিতে আসা লোকজন চরম অসুবিধায় পড়েন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের বলেন, পানি নিষ্কাশনের জন্য ড্রেন তৈরির আলোচনা চলছে। ড্রেন নির্মাণ হলে এই সমস্যার সমাধান হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের উদ্যোগ নিলে সরেজমিনে পরিদর্শন করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একটি প্রকল্প অনুমোদনের জন্য সুপারিশ করতে পারব। প্রকল্প অনুমোদন হলে ড্রেন নির্মাণের কাজ শুরু করা হবে।’

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় মাসুম নামের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর বুকে লাগে। আজ সোমবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
৩১ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
৩৪ মিনিট আগে