নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

পাঁচ বছর নিখোঁজ থাকার পর বাড়ি ফিরেছে ময়মনসিংহের নান্দাইলের বীর কামটখালী গ্রামের কামরুল ইসলামের ছেলে তৌহিদুজ্জামান রিমন (১৭)। স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল সে। ২০১৮ সালের ২৭ এপ্রিল মাদ্রাসা থেকেই সে নিখোঁজ হয়। গত বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে সে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর এলাকায় তাকে নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। স্থানীয়রা এসে বাড়িতে ভিড় করছেন তাকে দেখতে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৮ সালের ২৭ এপ্রিল পরিবারের কাউকে কিছু না বলে রিমন মাদ্রাসা থেকে বেড়িয়ে যায়। এরপর তার বাবা কামরুল ইসলাম নান্দাইল মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। এভাবে কেটে যায় ৫ বছর, কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি।
রিমনের মা খাদিজা খাতুন বলেন, ‘নিখোঁজের পর ছেলেকে আমি পাগলের মত অনেক জায়গায় খুঁজেছি। অনেক কবিরাজের কাছে গিয়েছি। থানায় জিডি করেছি তবুও ছেলের সন্ধান পাইনি। এহন আমার বুকের ধন ফিরে এসেছে আমি খুবই খুশি হয়েছি। ছেলের বাবা সৌদি চলে গেছেন। তিনিও ছেলের ফেরার সংবাদ শুনে খুশি হয়েছেন।’
এ নিয়ে জানতে চাইলে তৌহিদুজ্জামান রিমন জানায়, ‘আরবি পড়াশোনার চাপ সহ্য করতে পারিনি। তাই ৫ বছর আগে মাদ্রাসা থেকে পালিয়ে গিয়েছিলাম। পরে ঢাকায় একটি ব্যাগের কারখানায় ৫ মাস কাজ করি। সেখান থেকে সেন্টমার্টিনে চলে যাই। পরিবারের কথা প্রায়ই মনে পড়ে। তাই আর থাকতে পারিনি, বাড়িতে চলে এসেছি।’ তবে মাদ্রাসা ছাড়ার পর কোথায় কোথায় ছিল জানতে চাইলে সে কোনো উত্তর দিতে রাজী হয়নি।
স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, ‘৫ বছর আগে রিমন নিখোঁজ হয়েছিল। দীর্ঘদিন পরে সে বাড়ি ফিরে এসেছে। তার পরিবার ও আমরা এলাকাবাসী এতে খুব খুশি।’
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ ছেলেটি ফিরে আসার বিষয়টি এখনো জানি না। প্রধানমন্ত্রীর ডিউটিতে রয়েছি। তাই কিছু বলতে পারছি না। থানায় এসে এ নিয়ে খোঁজ নেব।’

পাঁচ বছর নিখোঁজ থাকার পর বাড়ি ফিরেছে ময়মনসিংহের নান্দাইলের বীর কামটখালী গ্রামের কামরুল ইসলামের ছেলে তৌহিদুজ্জামান রিমন (১৭)। স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল সে। ২০১৮ সালের ২৭ এপ্রিল মাদ্রাসা থেকেই সে নিখোঁজ হয়। গত বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে সে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর এলাকায় তাকে নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। স্থানীয়রা এসে বাড়িতে ভিড় করছেন তাকে দেখতে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৮ সালের ২৭ এপ্রিল পরিবারের কাউকে কিছু না বলে রিমন মাদ্রাসা থেকে বেড়িয়ে যায়। এরপর তার বাবা কামরুল ইসলাম নান্দাইল মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। এভাবে কেটে যায় ৫ বছর, কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি।
রিমনের মা খাদিজা খাতুন বলেন, ‘নিখোঁজের পর ছেলেকে আমি পাগলের মত অনেক জায়গায় খুঁজেছি। অনেক কবিরাজের কাছে গিয়েছি। থানায় জিডি করেছি তবুও ছেলের সন্ধান পাইনি। এহন আমার বুকের ধন ফিরে এসেছে আমি খুবই খুশি হয়েছি। ছেলের বাবা সৌদি চলে গেছেন। তিনিও ছেলের ফেরার সংবাদ শুনে খুশি হয়েছেন।’
এ নিয়ে জানতে চাইলে তৌহিদুজ্জামান রিমন জানায়, ‘আরবি পড়াশোনার চাপ সহ্য করতে পারিনি। তাই ৫ বছর আগে মাদ্রাসা থেকে পালিয়ে গিয়েছিলাম। পরে ঢাকায় একটি ব্যাগের কারখানায় ৫ মাস কাজ করি। সেখান থেকে সেন্টমার্টিনে চলে যাই। পরিবারের কথা প্রায়ই মনে পড়ে। তাই আর থাকতে পারিনি, বাড়িতে চলে এসেছি।’ তবে মাদ্রাসা ছাড়ার পর কোথায় কোথায় ছিল জানতে চাইলে সে কোনো উত্তর দিতে রাজী হয়নি।
স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, ‘৫ বছর আগে রিমন নিখোঁজ হয়েছিল। দীর্ঘদিন পরে সে বাড়ি ফিরে এসেছে। তার পরিবার ও আমরা এলাকাবাসী এতে খুব খুশি।’
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ ছেলেটি ফিরে আসার বিষয়টি এখনো জানি না। প্রধানমন্ত্রীর ডিউটিতে রয়েছি। তাই কিছু বলতে পারছি না। থানায় এসে এ নিয়ে খোঁজ নেব।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে