Ajker Patrika

মাদ্রাসার পড়ার চাপে ৫ বছর পালিয়ে ছিল কিশোর 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২৩, ২০: ০১
মাদ্রাসার পড়ার চাপে ৫ বছর পালিয়ে ছিল কিশোর 

পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে ২০১৮ সালের ২৭ এপ্রিল পরিবারের কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বেরিয়ে যায় তৌহিদুজ্জামান রিমন (১৭)। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে বাবা কামরুল ইসলাম নান্দাইল মডেল থানায় একটি জিডি করেন। এভাবে কেটে যায় পাঁচ বছর।

অবশেষে গত বৃহস্পতিবার বিকেলে হঠাৎ নিজেই বাড়ি ফিরে আসে রিমন। নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীর কামটখালী গ্রামে এ ঘটনা ঘটে।

তৌহিদুজ্জামান রিমন একই গ্রামের কামরুল ইসলাম ও খাদিজা আক্তার দম্পতির বড় ছেলে।

আজ শনিবার সরেজমিন দেখা যায়, রিমনের বাড়িতে শত শত নারী-পুরুষ তাকে দেখতে ভিড় করেছেন। অনেক দূর থেকে আত্মীয়স্বজন বাড়িতে এসেছেন। পরিবার আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে আনন্দ-উৎসাহ বিরাজ করছে। ছেলে ফিরে এসেছে এমন খুশিতে রিমনের মা খাদিজা আক্তার আবেগে আপ্লুত হয়ে ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। মায়ের এমন দৃশ্য দেখে উপস্থিত নারী-পুরুষের চোখেও পানি চলে আসে।

এ সময় কথা হয় রিমনের মা খাদিজা খাতুনের সঙ্গে। তিনি বলেন, ‘ছেলে নিখোঁজের পর থেকে আমি পাগলের মতো অনেক জায়গায় খুঁজেছি। অনেক কবিরাজের কাছে গিয়েছি, থানায় জিডিও করেছি—তবুও সন্ধান পাইনি। এহন আমার বুকের ধন ফিরে এসেছে। আমি খুবই খুশি হয়েছি। রিমনের বাবা সৌদি চলে গেছে, তিনিও ছেলে আসার সংবাদ শুনে খুশি হয়েছেন।’

জানতে চাইলে তৌহিদুজ্জামান রিমনের বলে, ‘আরবি পড়াশোনার চাপ সহ্য করতে পারিনি। তাই মাদ্রাসা থেকে পাঁচ বছর আগে পালিয়ে গেছিলাম। পরে ঢাকায় একটি ব্যাগের কারখানায় পাঁচ মাস কাজ করেছি। সেখান থেকে পরে সেন্টমার্টিনে ছিলাম। পরিবারের কথা মনে পড়ে আর থাকতে পারিনি, তাই বাড়িতে চলে এসেছি।’

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, ‘পাঁচ বছর আগে ছেলেটি নিখোঁজ হয়েছিল। দীর্ঘদিন পরে রিমন বাড়িতে ফিরে এসেছে তার পরিবার এবং আমরা এলাকাবাসী খুব খুশি।’

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বলেন, ‘নিখোঁজ ছেলেটি পরিবারের কাছে ফিরে এসেছে, বিষয়টি জানি না। প্রধানমন্ত্রীর ডিউটিতে থাকায় কিছু বলতে পারছি না। থানায় এসে খোঁজ নিব। বিস্তারিত বলতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে ভিসা বন্ড, নতুন মার্কিন নিয়ম

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

যুক্তরাষ্ট্রের কাছে ২০০ কোটি ডলারের তেল বেচবে ভেনেজুয়েলা, চুক্তি চূড়ান্ত

যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দিতে হবে ভেনেজুয়েলার, ঘোষণা ট্রাম্পের

ভারতে না খেললে বাংলাদেশের পয়েন্ট কাটা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত