নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে ২০১৮ সালের ২৭ এপ্রিল পরিবারের কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বেরিয়ে যায় তৌহিদুজ্জামান রিমন (১৭)। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে বাবা কামরুল ইসলাম নান্দাইল মডেল থানায় একটি জিডি করেন। এভাবে কেটে যায় পাঁচ বছর।
অবশেষে গত বৃহস্পতিবার বিকেলে হঠাৎ নিজেই বাড়ি ফিরে আসে রিমন। নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীর কামটখালী গ্রামে এ ঘটনা ঘটে।
তৌহিদুজ্জামান রিমন একই গ্রামের কামরুল ইসলাম ও খাদিজা আক্তার দম্পতির বড় ছেলে।
আজ শনিবার সরেজমিন দেখা যায়, রিমনের বাড়িতে শত শত নারী-পুরুষ তাকে দেখতে ভিড় করেছেন। অনেক দূর থেকে আত্মীয়স্বজন বাড়িতে এসেছেন। পরিবার আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে আনন্দ-উৎসাহ বিরাজ করছে। ছেলে ফিরে এসেছে এমন খুশিতে রিমনের মা খাদিজা আক্তার আবেগে আপ্লুত হয়ে ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। মায়ের এমন দৃশ্য দেখে উপস্থিত নারী-পুরুষের চোখেও পানি চলে আসে।
এ সময় কথা হয় রিমনের মা খাদিজা খাতুনের সঙ্গে। তিনি বলেন, ‘ছেলে নিখোঁজের পর থেকে আমি পাগলের মতো অনেক জায়গায় খুঁজেছি। অনেক কবিরাজের কাছে গিয়েছি, থানায় জিডিও করেছি—তবুও সন্ধান পাইনি। এহন আমার বুকের ধন ফিরে এসেছে। আমি খুবই খুশি হয়েছি। রিমনের বাবা সৌদি চলে গেছে, তিনিও ছেলে আসার সংবাদ শুনে খুশি হয়েছেন।’
জানতে চাইলে তৌহিদুজ্জামান রিমনের বলে, ‘আরবি পড়াশোনার চাপ সহ্য করতে পারিনি। তাই মাদ্রাসা থেকে পাঁচ বছর আগে পালিয়ে গেছিলাম। পরে ঢাকায় একটি ব্যাগের কারখানায় পাঁচ মাস কাজ করেছি। সেখান থেকে পরে সেন্টমার্টিনে ছিলাম। পরিবারের কথা মনে পড়ে আর থাকতে পারিনি, তাই বাড়িতে চলে এসেছি।’
স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, ‘পাঁচ বছর আগে ছেলেটি নিখোঁজ হয়েছিল। দীর্ঘদিন পরে রিমন বাড়িতে ফিরে এসেছে তার পরিবার এবং আমরা এলাকাবাসী খুব খুশি।’
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বলেন, ‘নিখোঁজ ছেলেটি পরিবারের কাছে ফিরে এসেছে, বিষয়টি জানি না। প্রধানমন্ত্রীর ডিউটিতে থাকায় কিছু বলতে পারছি না। থানায় এসে খোঁজ নিব। বিস্তারিত বলতে পারব।’

পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে ২০১৮ সালের ২৭ এপ্রিল পরিবারের কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বেরিয়ে যায় তৌহিদুজ্জামান রিমন (১৭)। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে বাবা কামরুল ইসলাম নান্দাইল মডেল থানায় একটি জিডি করেন। এভাবে কেটে যায় পাঁচ বছর।
অবশেষে গত বৃহস্পতিবার বিকেলে হঠাৎ নিজেই বাড়ি ফিরে আসে রিমন। নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীর কামটখালী গ্রামে এ ঘটনা ঘটে।
তৌহিদুজ্জামান রিমন একই গ্রামের কামরুল ইসলাম ও খাদিজা আক্তার দম্পতির বড় ছেলে।
আজ শনিবার সরেজমিন দেখা যায়, রিমনের বাড়িতে শত শত নারী-পুরুষ তাকে দেখতে ভিড় করেছেন। অনেক দূর থেকে আত্মীয়স্বজন বাড়িতে এসেছেন। পরিবার আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে আনন্দ-উৎসাহ বিরাজ করছে। ছেলে ফিরে এসেছে এমন খুশিতে রিমনের মা খাদিজা আক্তার আবেগে আপ্লুত হয়ে ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। মায়ের এমন দৃশ্য দেখে উপস্থিত নারী-পুরুষের চোখেও পানি চলে আসে।
এ সময় কথা হয় রিমনের মা খাদিজা খাতুনের সঙ্গে। তিনি বলেন, ‘ছেলে নিখোঁজের পর থেকে আমি পাগলের মতো অনেক জায়গায় খুঁজেছি। অনেক কবিরাজের কাছে গিয়েছি, থানায় জিডিও করেছি—তবুও সন্ধান পাইনি। এহন আমার বুকের ধন ফিরে এসেছে। আমি খুবই খুশি হয়েছি। রিমনের বাবা সৌদি চলে গেছে, তিনিও ছেলে আসার সংবাদ শুনে খুশি হয়েছেন।’
জানতে চাইলে তৌহিদুজ্জামান রিমনের বলে, ‘আরবি পড়াশোনার চাপ সহ্য করতে পারিনি। তাই মাদ্রাসা থেকে পাঁচ বছর আগে পালিয়ে গেছিলাম। পরে ঢাকায় একটি ব্যাগের কারখানায় পাঁচ মাস কাজ করেছি। সেখান থেকে পরে সেন্টমার্টিনে ছিলাম। পরিবারের কথা মনে পড়ে আর থাকতে পারিনি, তাই বাড়িতে চলে এসেছি।’
স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, ‘পাঁচ বছর আগে ছেলেটি নিখোঁজ হয়েছিল। দীর্ঘদিন পরে রিমন বাড়িতে ফিরে এসেছে তার পরিবার এবং আমরা এলাকাবাসী খুব খুশি।’
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বলেন, ‘নিখোঁজ ছেলেটি পরিবারের কাছে ফিরে এসেছে, বিষয়টি জানি না। প্রধানমন্ত্রীর ডিউটিতে থাকায় কিছু বলতে পারছি না। থানায় এসে খোঁজ নিব। বিস্তারিত বলতে পারব।’

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
৩ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৬ ঘণ্টা আগে