ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে এবার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। পরীক্ষায় অংশ নেওয়া এ প্রতিষ্ঠাগুলোর সব শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সমালোচনার ঝড় বইছে।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ২টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে ফলাফল প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় চূড়ান্তভাবে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫৫৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬১ হাজার ৪৪৬ জন পরীক্ষার্থী।
ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর—এই চার জেলা নিয়ে গঠিত ময়মনসিংহ শিক্ষা বোর্ড। তবে জামালপুর ও ময়মনসিংহ জেলায় মোট ১১টি প্রতিষ্ঠানে কেউ পাস করতে না পারলেও এ তালিকায় নাম নেই নেত্রকোনা ও শেরপুর জেলার।
জামালপুর জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে সদরের রঘুনাথপুর হাইস্কুল, গোলসারাভি চরাবোনিয়া মনজা বিবি গার্লস হাইস্কুল, চন্দ্রবাড়ী হিসারা ওসমানি গার্লস হাইস্কুল, ইসলামপুরের সৌর চান মডেল জুনিয়র স্কুল, মেলান্দহের কালাবধা জুনিয়র হাইস্কুল ও পাহাড়দারি এম এ মজিদ গার্লস হাইস্কুল।
ময়মনসিংহ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো ফুলবাড়িয়ার রাংছাপারা হাইস্কুল, ভীমজান মডার্ন গার্লস একাডেমি, গৌরীপুরের দারগাবাড়ী হাইস্কুল, ফুলপুরের শাহ শহীদ শওকত মডেল গার্লস হাইস্কুল ও মুসাপুর হাইস্কুল।
ফলাফল নিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ বলেন, ‘এ বছর তুলনামূলকভাবে পাসের হার কিছুটা কম। শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল করতে পারেনি। এটা ভালো দিক নয়। আমরা শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বলেছি, শিক্ষার্থীদের প্রতি যত্ন নিতে। তবে যেসব প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে, তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।’

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে এবার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। পরীক্ষায় অংশ নেওয়া এ প্রতিষ্ঠাগুলোর সব শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সমালোচনার ঝড় বইছে।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ২টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে ফলাফল প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় চূড়ান্তভাবে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫৫৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬১ হাজার ৪৪৬ জন পরীক্ষার্থী।
ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর—এই চার জেলা নিয়ে গঠিত ময়মনসিংহ শিক্ষা বোর্ড। তবে জামালপুর ও ময়মনসিংহ জেলায় মোট ১১টি প্রতিষ্ঠানে কেউ পাস করতে না পারলেও এ তালিকায় নাম নেই নেত্রকোনা ও শেরপুর জেলার।
জামালপুর জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে সদরের রঘুনাথপুর হাইস্কুল, গোলসারাভি চরাবোনিয়া মনজা বিবি গার্লস হাইস্কুল, চন্দ্রবাড়ী হিসারা ওসমানি গার্লস হাইস্কুল, ইসলামপুরের সৌর চান মডেল জুনিয়র স্কুল, মেলান্দহের কালাবধা জুনিয়র হাইস্কুল ও পাহাড়দারি এম এ মজিদ গার্লস হাইস্কুল।
ময়মনসিংহ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো ফুলবাড়িয়ার রাংছাপারা হাইস্কুল, ভীমজান মডার্ন গার্লস একাডেমি, গৌরীপুরের দারগাবাড়ী হাইস্কুল, ফুলপুরের শাহ শহীদ শওকত মডেল গার্লস হাইস্কুল ও মুসাপুর হাইস্কুল।
ফলাফল নিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ বলেন, ‘এ বছর তুলনামূলকভাবে পাসের হার কিছুটা কম। শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল করতে পারেনি। এটা ভালো দিক নয়। আমরা শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বলেছি, শিক্ষার্থীদের প্রতি যত্ন নিতে। তবে যেসব প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে, তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।’

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
২৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে