ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে জমির বিরোধকে কেন্দ্র করে বাবা-ছেলেকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাভার ও গাজীপুর থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কামাল হোসেন (৫২), তার স্ত্রী মোসা. জাহানারা (৪০), ছেলে মো. নাঈম (১৯) ও কামালের ১৫ বছর বয়সী এক ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। আজ শুক্রবার সকালে নিজ কার্যালয়ে র্যাব-১৪ এর কমান্ডার মহিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহত আবুল খায়েরের ছেলে রিফাত হোসেন বাদী হয়ে আজ শুক্রবার সকালে সাতজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
র্যাব-১৪ এর কমান্ডার মহিবুল ইসলাম খান বলেন, গত বুধবার ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই জামতলা কুদ্দুস চেয়ারম্যানের বাড়ির পাশে নিজ জমিতে আবুল খায়ের চাষাবাদ করছিলেন। তখন কামাল হোসেনের সঙ্গে জমি মাপামাপি নিয়ে তাঁর কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে কামাল হোসেনসহ অন্যরা ধারালো অস্ত্র দিয়ে আবুল খায়েরকে ছুরিকাঘাত করে। এতে আবুল খায়ের গুরুতর জখম হন। তাঁকে বাঁচাতে ছেলে ফরহাদ হোসেনসহ অন্যরা এগিয়ে আসলে সবাইকেই এলোপাতাড়িভাবে মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবুল খায়ের এবং ফরহাদ হোসেনকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘বাবা ছেলেকে হত্যার ঘটনায় নিহত আবুল খায়েরের ছেলে রিফাত হোসেন বাদী হয়ে আজ শুক্রবার সকালে সাতজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। র্যাব গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করেছে। রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হবে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

ময়মনসিংহে জমির বিরোধকে কেন্দ্র করে বাবা-ছেলেকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাভার ও গাজীপুর থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কামাল হোসেন (৫২), তার স্ত্রী মোসা. জাহানারা (৪০), ছেলে মো. নাঈম (১৯) ও কামালের ১৫ বছর বয়সী এক ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। আজ শুক্রবার সকালে নিজ কার্যালয়ে র্যাব-১৪ এর কমান্ডার মহিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহত আবুল খায়েরের ছেলে রিফাত হোসেন বাদী হয়ে আজ শুক্রবার সকালে সাতজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
র্যাব-১৪ এর কমান্ডার মহিবুল ইসলাম খান বলেন, গত বুধবার ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই জামতলা কুদ্দুস চেয়ারম্যানের বাড়ির পাশে নিজ জমিতে আবুল খায়ের চাষাবাদ করছিলেন। তখন কামাল হোসেনের সঙ্গে জমি মাপামাপি নিয়ে তাঁর কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে কামাল হোসেনসহ অন্যরা ধারালো অস্ত্র দিয়ে আবুল খায়েরকে ছুরিকাঘাত করে। এতে আবুল খায়ের গুরুতর জখম হন। তাঁকে বাঁচাতে ছেলে ফরহাদ হোসেনসহ অন্যরা এগিয়ে আসলে সবাইকেই এলোপাতাড়িভাবে মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবুল খায়ের এবং ফরহাদ হোসেনকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘বাবা ছেলেকে হত্যার ঘটনায় নিহত আবুল খায়েরের ছেলে রিফাত হোসেন বাদী হয়ে আজ শুক্রবার সকালে সাতজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। র্যাব গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করেছে। রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হবে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১৯ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪২ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে