Ajker Patrika

বন্যার্তদের জন্য বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে পৌঁছে দিলেন ২ পাঠকবন্ধু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
বন্যার্তদের জন্য বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে পৌঁছে দিলেন ২ পাঠকবন্ধু

আজকের পত্রিকার পাঠক ফোরাম ‘পাঠকবন্ধু’ নান্দাইল শাখার দুই সদস্য বন্যার্তদের জন্য কাপড়, শুকনো খাবার, স্যালাইন ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। সম্প্রতি পাঠকবন্ধুর সদস্য বিধান কৃষ্ণ গোস্বামী ও সানজিদা ইসলাম ছোঁয়া উপজেলার বিভিন্ন জায়গা থেকে নিজ উদ্যোগে এসব সংগ্রহ করেন।

পাঠকবন্ধুর সদস্যরা বন্যার্ত পাঁচ শ পরিবারের জন্য শুকনো খাবার, খাবার পানি, সুরক্ষা সামগ্রী ও ৫ হাজার ব্যবহার উপযোগী কাপড় সংগ্রহ করেন। সম্প্রতি এসব সামগ্রী নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়। এ কাজে তাঁদের সহযোগিতা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল ও নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ।

বন্যার্তদের জন্য কাপড় সংগ্রহ করে পৌঁছে দিলেন ২ পাঠকবন্ধু। ছবি: আজকের পত্রিকানান্দাইল শাখার পাঠকবন্ধু বিধান কৃষ্ণ গোস্বামী বলেন, ‘আমরা চেষ্টা করেছি বন্যার্তদের জন্য একটু সহযোগিতা করার। বন্যাকবলিত এলাকার শিশু ও নারীদের প্রাধান্য দিয়ে সুরক্ষা সামগ্রী, শুকনো খাবার, খাবার পানি ও ব্যবহারযোগ্য কাপড় পৌঁছে দিয়েছি। মহৎ এ কাজে অনেকেই সহযোগিতা করেছেন। আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত