জামালপুর ও ইসলামপুর প্রতিনিধি

জামালপুরে স্ত্রী হত্যার মামলায় আদালতে মৃত উল্লেখ করা এক আসামিকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা-পুলিশ। আজ বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার সীমান্তরর্তী চরাঞ্চলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ রাত সাড়ে ৮টার দিকে জামালপুরের পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ের এসপি মো. কামরুজ্জামান বলেন, ইসলামপুর উপজেলার মুন্নিয়ারচর গ্রামের মো. বাচ্চু ফকিরের ছেলে মো. ওসমান আলী ২০১২ সালের ১৯ আগস্ট কথা-কাটাকাটির জেরে স্ত্রী লাকীকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই লাকীর মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বাবা আ. রহিম বক্স বাদী হয়ে গত ২১ আগস্ট ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ মামলার তদন্তে শেষে ২০১৩ সালে ১০ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। আসামিপক্ষ থেকে ২০১৭ সালের ১০ এপ্রিল আদালতে কিডনি রোগে ওসমান আলীর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। কিন্তু এলাকায় তাঁর মৃত্যু নিয়ে নানা গুঞ্জন শুরু হয়।
পরে পুলিশ দীর্ঘ ৬ বছর ধরে আসামির মৃত্যুর বিষয়ে এলাকা থেকে নানা তথ্য সংগ্রহ করে। পুলিশ বিষয়টি আমলে নিয়ে তার অবস্থান শনাক্তের পর বিভিন্ন মাধ্যম ও তথ্য প্রযুক্তি সহায়তায় তাকে গ্রেপ্তার করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘স্ত্রীকে হত্যার পর সাজার ভয়ে টানা ৬ বছর মারা যাওয়ার নাটক করে আসছিল আসামি ওসমান। অবশেষে গ্রেপ্তারি পরোয়ানা মূলে ওসমানকে রাতে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।’
আসামি ওসমানের মৃত্যু হয়েছে মর্মে মৃত্যু সনদপত্র প্রদান করা হয়েছে কি না জানতে বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেকের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি।

জামালপুরে স্ত্রী হত্যার মামলায় আদালতে মৃত উল্লেখ করা এক আসামিকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা-পুলিশ। আজ বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার সীমান্তরর্তী চরাঞ্চলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ রাত সাড়ে ৮টার দিকে জামালপুরের পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ের এসপি মো. কামরুজ্জামান বলেন, ইসলামপুর উপজেলার মুন্নিয়ারচর গ্রামের মো. বাচ্চু ফকিরের ছেলে মো. ওসমান আলী ২০১২ সালের ১৯ আগস্ট কথা-কাটাকাটির জেরে স্ত্রী লাকীকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই লাকীর মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বাবা আ. রহিম বক্স বাদী হয়ে গত ২১ আগস্ট ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ মামলার তদন্তে শেষে ২০১৩ সালে ১০ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। আসামিপক্ষ থেকে ২০১৭ সালের ১০ এপ্রিল আদালতে কিডনি রোগে ওসমান আলীর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। কিন্তু এলাকায় তাঁর মৃত্যু নিয়ে নানা গুঞ্জন শুরু হয়।
পরে পুলিশ দীর্ঘ ৬ বছর ধরে আসামির মৃত্যুর বিষয়ে এলাকা থেকে নানা তথ্য সংগ্রহ করে। পুলিশ বিষয়টি আমলে নিয়ে তার অবস্থান শনাক্তের পর বিভিন্ন মাধ্যম ও তথ্য প্রযুক্তি সহায়তায় তাকে গ্রেপ্তার করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘স্ত্রীকে হত্যার পর সাজার ভয়ে টানা ৬ বছর মারা যাওয়ার নাটক করে আসছিল আসামি ওসমান। অবশেষে গ্রেপ্তারি পরোয়ানা মূলে ওসমানকে রাতে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।’
আসামি ওসমানের মৃত্যু হয়েছে মর্মে মৃত্যু সনদপত্র প্রদান করা হয়েছে কি না জানতে বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেকের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে