নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

‘কত আশাই না করছিলাম। আমার দুই পুলার বউ একলগে ঘরে তুলমু। সামনের মাসেই তো একলগে দুই পুলার বিয়ার অনুষ্ঠান করতাম। ছুডু পুলা তো আর রইলো না গো। সব শেষ কইরা দিলা আল্লাহ। আমার কইলজার টুকরারে তুমি আগুন্স পুড়াইয়া মারলা আল্লাহ। অহন আমি কী নিয়া বাঁচমু?’ নারায়ণগঞ্জে গ্যাস পাইপ লাইনের বিস্ফোরণে দগ্ধ শ্রমিক সাইফুলের (২৪) মৃত্যুর খবর পেয়ে আজ মঙ্গলবার বিকেলে এভাবেই বিলাপ করছিলেন তাঁর মা সোফিয়া বেগম।
নিহত সাইফুল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বরুয়াজানি গ্রামের নূর ইসলামের ছেলে। গত শনিবার ভোরে নারায়ণগঞ্জের গোদনাইলের শারমিন স্টিল লিমিটেড নামের কারখানায় গ্যাস পাইপ লাইনের বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হন। এর মধ্যে চারজনের বাড়িই শেরপুরের নালিতাবাড়ীতে।
নালিতাবাড়ীর চারজন দগ্ধ শ্রমিক হলেন, গতকাল বিকেলে মারা যাওয়া উপজেলার বিশগিরীপাড়া এলাকার মোজাম্মেল (৩০) ও আজ দুপুরে মারা যাওয়া সাইফুল। দগ্ধ বাকি দুজন হলেন উপজেলার বরুয়াজানি গ্রামের খাইরুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (২৭) ও আব্দুল হাইয়ের ছেলে জাকারিয়া (২২)। তাঁরা মুমূর্ষু অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
সাইফুলের পরিবার ও এলাকার লোকজন জানান, প্রায় এক মাস আগে বিয়ের কাবিন করেন নিহত সাইফুলের বড় ভাই শাহীন। পরে পরিবারের পছন্দেই পাশের এলাকায় বিয়ে ঠিক করা হয় সাইফুলেরও। পরিবারের ইচ্ছে ছিল আগামী নভেম্বর মাসে একসঙ্গে দুই ভাইয়ের বিয়ের অনুষ্ঠান করে স্ত্রীদের ঘিরে তোলা হবে। কিন্তু সাইফুলের আর বিয়ের পিঁড়িতে বসা হলো না।
জীবিকার তাগিদে ১২ দিন আগে নারায়ণগঞ্জের একটি স্টিল কারখানায় চাকরি নেন সাইফুল। গত শনিবার ভোরে গ্যাস বিস্ফোরণে সাইফুল দগ্ধ হন। পরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে সাইফুলের মৃত্যু হয়।
আজ বিকেলে সাইফুলের বাড়িতে গিয়ে দেখা গেছে, বাড়ির উঠানে বসে বিলাপ করছেন সোফিয়া বেগম। মোবাইল ফোনে ছেলের ছবি দেখে চুমু খাচ্ছেন আর চিৎকার করে কাঁদছেন। ছেলের দগ্ধ হওয়ার খবর পাওয়ার পর থেকেই না খেয়ে থাকায় দুর্বল হয়ে পড়েছেন তিনি। বিলাপ করতে করতে মাঝেমধ্যে জ্ঞান হারাচ্ছেন তিনি। আবার জ্ঞান ফিরলেই ছেলের কথা বলে আবার কাঁদছেন। তাঁকে ঘিরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এলাকাবাসী ও স্বজনেরা। সাইফুলের বাবা নূর ইসলাম নির্বাক হয়ে চেয়ারে বসে আছেন।
সাইফুলের মা সোফিয়া বেগম বলেন, ‘আমি এমনই হতভাগা মা যে বাঁইচা থাকতে পুলার মুখটাও শেষ বারের মতো দেখবার পাইলাম না। আল্লাহ আমার আয়ুটুকু আমার বাপধনরে দিতা। আমগর সব আশা, সব স্বপ্ন তো শেষ হইয়া গেল। অহন তো আমি লাশ হইয়া বাঁইচা রইলাম।’
সাইফুলের বাবা নূর হোসেন বলেন, ‘আমার বড় পুলা শাহীন আর ভাতিজা মিজান ঢাকায় আছে গো। অরাই লাশ লইয়া আইবো। আল্লাহ যদি আমার জীবনের বিনিময়ে হইলেও আমার পুলার জান ফিরাইয়া দিত।’
সংশ্লিষ্ট কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়ামুল কাউসার বলেন, ‘আজ সকালেই নিহত মোজাম্মেলের দাফন হয়েছে। আর দুপুরেই শুনলাম সাইফুলের মৃত্যু সংবাদ। বাকিদের অবস্থাও নাকি ভালো না। আমি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করব।’

‘কত আশাই না করছিলাম। আমার দুই পুলার বউ একলগে ঘরে তুলমু। সামনের মাসেই তো একলগে দুই পুলার বিয়ার অনুষ্ঠান করতাম। ছুডু পুলা তো আর রইলো না গো। সব শেষ কইরা দিলা আল্লাহ। আমার কইলজার টুকরারে তুমি আগুন্স পুড়াইয়া মারলা আল্লাহ। অহন আমি কী নিয়া বাঁচমু?’ নারায়ণগঞ্জে গ্যাস পাইপ লাইনের বিস্ফোরণে দগ্ধ শ্রমিক সাইফুলের (২৪) মৃত্যুর খবর পেয়ে আজ মঙ্গলবার বিকেলে এভাবেই বিলাপ করছিলেন তাঁর মা সোফিয়া বেগম।
নিহত সাইফুল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বরুয়াজানি গ্রামের নূর ইসলামের ছেলে। গত শনিবার ভোরে নারায়ণগঞ্জের গোদনাইলের শারমিন স্টিল লিমিটেড নামের কারখানায় গ্যাস পাইপ লাইনের বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হন। এর মধ্যে চারজনের বাড়িই শেরপুরের নালিতাবাড়ীতে।
নালিতাবাড়ীর চারজন দগ্ধ শ্রমিক হলেন, গতকাল বিকেলে মারা যাওয়া উপজেলার বিশগিরীপাড়া এলাকার মোজাম্মেল (৩০) ও আজ দুপুরে মারা যাওয়া সাইফুল। দগ্ধ বাকি দুজন হলেন উপজেলার বরুয়াজানি গ্রামের খাইরুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (২৭) ও আব্দুল হাইয়ের ছেলে জাকারিয়া (২২)। তাঁরা মুমূর্ষু অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
সাইফুলের পরিবার ও এলাকার লোকজন জানান, প্রায় এক মাস আগে বিয়ের কাবিন করেন নিহত সাইফুলের বড় ভাই শাহীন। পরে পরিবারের পছন্দেই পাশের এলাকায় বিয়ে ঠিক করা হয় সাইফুলেরও। পরিবারের ইচ্ছে ছিল আগামী নভেম্বর মাসে একসঙ্গে দুই ভাইয়ের বিয়ের অনুষ্ঠান করে স্ত্রীদের ঘিরে তোলা হবে। কিন্তু সাইফুলের আর বিয়ের পিঁড়িতে বসা হলো না।
জীবিকার তাগিদে ১২ দিন আগে নারায়ণগঞ্জের একটি স্টিল কারখানায় চাকরি নেন সাইফুল। গত শনিবার ভোরে গ্যাস বিস্ফোরণে সাইফুল দগ্ধ হন। পরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে সাইফুলের মৃত্যু হয়।
আজ বিকেলে সাইফুলের বাড়িতে গিয়ে দেখা গেছে, বাড়ির উঠানে বসে বিলাপ করছেন সোফিয়া বেগম। মোবাইল ফোনে ছেলের ছবি দেখে চুমু খাচ্ছেন আর চিৎকার করে কাঁদছেন। ছেলের দগ্ধ হওয়ার খবর পাওয়ার পর থেকেই না খেয়ে থাকায় দুর্বল হয়ে পড়েছেন তিনি। বিলাপ করতে করতে মাঝেমধ্যে জ্ঞান হারাচ্ছেন তিনি। আবার জ্ঞান ফিরলেই ছেলের কথা বলে আবার কাঁদছেন। তাঁকে ঘিরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এলাকাবাসী ও স্বজনেরা। সাইফুলের বাবা নূর ইসলাম নির্বাক হয়ে চেয়ারে বসে আছেন।
সাইফুলের মা সোফিয়া বেগম বলেন, ‘আমি এমনই হতভাগা মা যে বাঁইচা থাকতে পুলার মুখটাও শেষ বারের মতো দেখবার পাইলাম না। আল্লাহ আমার আয়ুটুকু আমার বাপধনরে দিতা। আমগর সব আশা, সব স্বপ্ন তো শেষ হইয়া গেল। অহন তো আমি লাশ হইয়া বাঁইচা রইলাম।’
সাইফুলের বাবা নূর হোসেন বলেন, ‘আমার বড় পুলা শাহীন আর ভাতিজা মিজান ঢাকায় আছে গো। অরাই লাশ লইয়া আইবো। আল্লাহ যদি আমার জীবনের বিনিময়ে হইলেও আমার পুলার জান ফিরাইয়া দিত।’
সংশ্লিষ্ট কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়ামুল কাউসার বলেন, ‘আজ সকালেই নিহত মোজাম্মেলের দাফন হয়েছে। আর দুপুরেই শুনলাম সাইফুলের মৃত্যু সংবাদ। বাকিদের অবস্থাও নাকি ভালো না। আমি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করব।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে