নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় ২৬৫ নেতা-কর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে থানার উপপরিদর্শক রুবেল মিয়া বাদী হয়ে ১১৫ জনের নামে ও অজ্ঞাত আরও ১৫০ জনের নামে মামলাটি দায়ের করেন।
নান্দাইল মডেল থানার পুলিশ পরিদর্শক উবায়দুর রহমান আজকের পত্রিকাকে মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুরসহ জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য নাশকতামূলক কর্মকাণ্ড চালানো অভিযোগ আনা হয়েছে। এদিকে আজ শুক্রবার আব্দুল আউয়াল নামে শ্রমিক দলের এক কর্মীকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গতকাল বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাজার বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সড়ক অবরোধে নাশকতা সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। অটোরিকশা ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। পরে পুলিশ চারটি কাঁদানে গ্যাসের শেল ও ১৫টি রাবার বুলেট নিক্ষেপ করে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
এতে ৪৫ জন নেতা-কর্মী আহত হন। এ সময় বিএনপির নেতা-কর্মীদের নিক্ষেপ করা ইটপাটকেলের আঘাতে পুলিশের দুই সদস্য আহত হন। পুলিশ ধাওয়া দিয়ে বিএনপির কর্মী আব্দুল আউয়ালকে আটক করে। ঘটনাস্থল থেকে পুলিশ বাঁশের লাঠি ১০টি, ছোট ইটের টুকরো ১০টি, অটোর গ্লাসের ভাঙা ছোট ছোট টুকরা ৮টি, ৪ ফুট কাঠের টুকরা ৮টি জব্দ করে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলায় ৪৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এখন আবার নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে।’

ময়মনসিংহের নান্দাইলে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় ২৬৫ নেতা-কর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে থানার উপপরিদর্শক রুবেল মিয়া বাদী হয়ে ১১৫ জনের নামে ও অজ্ঞাত আরও ১৫০ জনের নামে মামলাটি দায়ের করেন।
নান্দাইল মডেল থানার পুলিশ পরিদর্শক উবায়দুর রহমান আজকের পত্রিকাকে মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুরসহ জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য নাশকতামূলক কর্মকাণ্ড চালানো অভিযোগ আনা হয়েছে। এদিকে আজ শুক্রবার আব্দুল আউয়াল নামে শ্রমিক দলের এক কর্মীকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গতকাল বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাজার বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সড়ক অবরোধে নাশকতা সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। অটোরিকশা ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। পরে পুলিশ চারটি কাঁদানে গ্যাসের শেল ও ১৫টি রাবার বুলেট নিক্ষেপ করে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
এতে ৪৫ জন নেতা-কর্মী আহত হন। এ সময় বিএনপির নেতা-কর্মীদের নিক্ষেপ করা ইটপাটকেলের আঘাতে পুলিশের দুই সদস্য আহত হন। পুলিশ ধাওয়া দিয়ে বিএনপির কর্মী আব্দুল আউয়ালকে আটক করে। ঘটনাস্থল থেকে পুলিশ বাঁশের লাঠি ১০টি, ছোট ইটের টুকরো ১০টি, অটোর গ্লাসের ভাঙা ছোট ছোট টুকরা ৮টি, ৪ ফুট কাঠের টুকরা ৮টি জব্দ করে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলায় ৪৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এখন আবার নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে।’

নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
২ ঘণ্টা আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘আইনগত কাজ করতে গেলে মানুষ ভুল বোঝে। তারা মনে করে এঁরা (পুলিশ সদস্য) ৫ আগস্টের আগের পুলিশ, তাঁরা কেন গ্রেপ্তার করবেন? তাঁরা কেন রাস্তা ছেড়ে দিতে বলবেন? নির্বিঘ্নে আইন প্রয়োগ করাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার শাহনগর এলাকার দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে