প্রতিনিধি

নান্দাইল: ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা হচ্ছে। এ লক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে অপারেশন প্ল্যানে (অপি) অন্তর্ভুক্ত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য সেবা কমিটির ৬৪ তম মাসিক সভায় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন বিষয়টি অন্য সদস্যের জানান। সংসদ সদস্য তুহিনের সভাপতিত্বে মঙ্গলবার (২৫ মে) অনুষ্ঠিত এ সভার সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদ।
বক্তব্যে এমপি তুহিন বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অপারেশন প্যান (অপি) তে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হচ্ছে। আগামী অর্থ বছরে নির্মাণকাজ শুরু হবে। একই সঙ্গে পরিবার পরিকল্পনার নতুন কার্যালয় ও উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কাজও শুরু হবে।
বর্তমান স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন, ব্যবস্থাপনা, ডাক্তারদের উপস্থিতি নিয়েও কথা বলেন তিনি। রোগীদের সেবার মান বৃদ্ধিসহ হাসপাতালের ৪০ লাখ টাকার উন্নয়ন সংস্কার কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন। হাসপাতালের মাসিক সভায় দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকার কারণে আনোয়ার হোসেন নামের একজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে প্রতিটি মাসিক সভা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
এ সভায় আরও উপস্থিত ছিলেন— স্বাস্থ্যসেবা কমিটির সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভুঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হক, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ, কমিটির সদস্য সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজী ও রমেশকুমার পার্থ প্রমুখ।

নান্দাইল: ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা হচ্ছে। এ লক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে অপারেশন প্ল্যানে (অপি) অন্তর্ভুক্ত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য সেবা কমিটির ৬৪ তম মাসিক সভায় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন বিষয়টি অন্য সদস্যের জানান। সংসদ সদস্য তুহিনের সভাপতিত্বে মঙ্গলবার (২৫ মে) অনুষ্ঠিত এ সভার সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদ।
বক্তব্যে এমপি তুহিন বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অপারেশন প্যান (অপি) তে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হচ্ছে। আগামী অর্থ বছরে নির্মাণকাজ শুরু হবে। একই সঙ্গে পরিবার পরিকল্পনার নতুন কার্যালয় ও উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কাজও শুরু হবে।
বর্তমান স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন, ব্যবস্থাপনা, ডাক্তারদের উপস্থিতি নিয়েও কথা বলেন তিনি। রোগীদের সেবার মান বৃদ্ধিসহ হাসপাতালের ৪০ লাখ টাকার উন্নয়ন সংস্কার কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন। হাসপাতালের মাসিক সভায় দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকার কারণে আনোয়ার হোসেন নামের একজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে প্রতিটি মাসিক সভা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
এ সভায় আরও উপস্থিত ছিলেন— স্বাস্থ্যসেবা কমিটির সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভুঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হক, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ, কমিটির সদস্য সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজী ও রমেশকুমার পার্থ প্রমুখ।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
২৩ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে