ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম হোসেন আলী (৫০)। তিনি ময়মনসিংহ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি। গতকাল রোববার রাতে নগরীর কৃষ্টপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
ধর্ষণের ঘটনায় হোসেন আলী ও তাঁর তৃতীয় স্ত্রী তামান্না বেগমকে আসামি করে গতকাল রোববার মধ্যরাতে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, 'ভুক্তভোগী ওই কিশোরীর বাবার লিখিত অভিযোগ প্রেক্ষিতে হোসেন আলীকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়। তাঁকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।'
মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরীর কৃষ্টপুর এলাকায় ভাড়া বাসায় থাকার সুবাদে হোসেন আলী প্রায়ই ওই কিশোরীর বাসায় আসা যাওয়া করতেন। এই সুযোগে ভুক্তভোগী ওই কিশোরীর সঙ্গে তাঁর কথাবার্তা চলত।
চলতি বছরের ১৫ জানুয়ারি সকালে হোসেন আলীর তৃতীয় স্ত্রী তামান্না বেগম ওই কিশোরীকে তাঁদের ঘরে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে কোমল পানীয়র সঙ্গে নেশা জাতীয় ওষুধ সেবন করান। এতে কিশোরী অজ্ঞান হয়ে পড়লে তাঁকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ করে হোসেন আলী। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই কিশোরীর সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। কিশোরী ঘটনাটি পরিবারকে জানায়। মান-সম্মানের ভয়ে কিশোরীর পরিবার ভাড়া বাসা ছেড়ে অন্যত্র চলে যায়। কিন্তু হোসেন আলী অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে এলাকায় মহড়া দিয়ে ওই কিশোরীকে অপহরণ ও হত্যার হুমকি দেন।
ওসি শাহ কামাল আকন্দ বলেন, 'সম্প্রতি হোসেন আলী ওই কিশোরীকে ধর্ষণের পর জনতার হাতে আটক হয়েছিলেন। সেই সময় তিনি স্থানীয় সালিসে বিষয়টি মীমাংসা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি ওই কিশোরীর পিছু ছাড়েননি। এবার র্যাবের কাছে লিখিত অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।'

ময়মনসিংহে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম হোসেন আলী (৫০)। তিনি ময়মনসিংহ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি। গতকাল রোববার রাতে নগরীর কৃষ্টপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
ধর্ষণের ঘটনায় হোসেন আলী ও তাঁর তৃতীয় স্ত্রী তামান্না বেগমকে আসামি করে গতকাল রোববার মধ্যরাতে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, 'ভুক্তভোগী ওই কিশোরীর বাবার লিখিত অভিযোগ প্রেক্ষিতে হোসেন আলীকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়। তাঁকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।'
মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরীর কৃষ্টপুর এলাকায় ভাড়া বাসায় থাকার সুবাদে হোসেন আলী প্রায়ই ওই কিশোরীর বাসায় আসা যাওয়া করতেন। এই সুযোগে ভুক্তভোগী ওই কিশোরীর সঙ্গে তাঁর কথাবার্তা চলত।
চলতি বছরের ১৫ জানুয়ারি সকালে হোসেন আলীর তৃতীয় স্ত্রী তামান্না বেগম ওই কিশোরীকে তাঁদের ঘরে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে কোমল পানীয়র সঙ্গে নেশা জাতীয় ওষুধ সেবন করান। এতে কিশোরী অজ্ঞান হয়ে পড়লে তাঁকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ করে হোসেন আলী। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই কিশোরীর সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। কিশোরী ঘটনাটি পরিবারকে জানায়। মান-সম্মানের ভয়ে কিশোরীর পরিবার ভাড়া বাসা ছেড়ে অন্যত্র চলে যায়। কিন্তু হোসেন আলী অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে এলাকায় মহড়া দিয়ে ওই কিশোরীকে অপহরণ ও হত্যার হুমকি দেন।
ওসি শাহ কামাল আকন্দ বলেন, 'সম্প্রতি হোসেন আলী ওই কিশোরীকে ধর্ষণের পর জনতার হাতে আটক হয়েছিলেন। সেই সময় তিনি স্থানীয় সালিসে বিষয়টি মীমাংসা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি ওই কিশোরীর পিছু ছাড়েননি। এবার র্যাবের কাছে লিখিত অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।'

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
৩৬ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে