প্রতিনিধি, নান্দাইল

ময়মনসিংহের নান্দাইলে আল ফালাহ্ যুব সংঘের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যবাহী বয়স্ক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈদের ২য় দিন বৃহস্পতিবার উপজেলার বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর খালপাড় এলাকায় জাঁকজমকপূর্ণ পরিবেশে সকাল ১১টায় এ ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়।
বয়স্ক ক্রীড়া অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাঁস ধরা, হাঁড়ি ভাঙা, পেশি টান, তৈলাক্ত কলা গাছে ওঠা সহ বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বিভিন্ন গ্রাম থেকে আসা বয়স্ক খেলোয়াড় অংশ গ্রহণ করেন। খেলা শেষে সেরা খেলোয়াড়ের হাতে এলইডি টিভি সহ অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
আল ফালাহ্ যুব সংঘের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন মিরপুর ইংলিশ ভার্সন কলেজের প্রভাষক নাইমুর রহমান শফিক। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বায়োকন লিমিটেডের এমডি আলহাজ্ব আলাউদ্দিন আকন্দ নাজিম। এ সময় করোনা ভাইরাসে প্রতিরোধে ১ হাজার ৫ শ মাস্ক বিতরণ করা হয়। স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন, ১ নম্বর বেতাগৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেতাগৈর ইউনিয়নের বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম খোকন শিকদার, ইউপি সদস্য মজিবুর রহমান মজু, মো. আব্দুল মান্নান মিন্টু, বিমান বন্দর থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনসুর আহমেদ মাসুদ, আল ফালাহু যুব সংঘের সভাপতি মো. ওমর ফারুক ও সাংবাদিক মিন্টু মিয়া।
প্রসঙ্গত, ২০১৬ সালে আল ফালাহ্ যুব সংঘ প্রতিষ্ঠিত হয়ে শিক্ষা ও সামাজিক বিভিন্ন কাজে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সংঘটি প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্রদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান, শীত বস্ত্র বিতরণ, ইফতার মাহফিলের আয়োজন, বিভিন্ন খেলাধুলার আয়োজনসহ করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় মাস্ক বিতরণ করেছে।

ময়মনসিংহের নান্দাইলে আল ফালাহ্ যুব সংঘের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যবাহী বয়স্ক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈদের ২য় দিন বৃহস্পতিবার উপজেলার বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর খালপাড় এলাকায় জাঁকজমকপূর্ণ পরিবেশে সকাল ১১টায় এ ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়।
বয়স্ক ক্রীড়া অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাঁস ধরা, হাঁড়ি ভাঙা, পেশি টান, তৈলাক্ত কলা গাছে ওঠা সহ বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বিভিন্ন গ্রাম থেকে আসা বয়স্ক খেলোয়াড় অংশ গ্রহণ করেন। খেলা শেষে সেরা খেলোয়াড়ের হাতে এলইডি টিভি সহ অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
আল ফালাহ্ যুব সংঘের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন মিরপুর ইংলিশ ভার্সন কলেজের প্রভাষক নাইমুর রহমান শফিক। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বায়োকন লিমিটেডের এমডি আলহাজ্ব আলাউদ্দিন আকন্দ নাজিম। এ সময় করোনা ভাইরাসে প্রতিরোধে ১ হাজার ৫ শ মাস্ক বিতরণ করা হয়। স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন, ১ নম্বর বেতাগৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেতাগৈর ইউনিয়নের বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম খোকন শিকদার, ইউপি সদস্য মজিবুর রহমান মজু, মো. আব্দুল মান্নান মিন্টু, বিমান বন্দর থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনসুর আহমেদ মাসুদ, আল ফালাহু যুব সংঘের সভাপতি মো. ওমর ফারুক ও সাংবাদিক মিন্টু মিয়া।
প্রসঙ্গত, ২০১৬ সালে আল ফালাহ্ যুব সংঘ প্রতিষ্ঠিত হয়ে শিক্ষা ও সামাজিক বিভিন্ন কাজে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সংঘটি প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্রদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান, শীত বস্ত্র বিতরণ, ইফতার মাহফিলের আয়োজন, বিভিন্ন খেলাধুলার আয়োজনসহ করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় মাস্ক বিতরণ করেছে।

নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪ মিনিট আগে
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন শিক্ষার্থী ও তরুণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। এ ছাড়া বিশেষ মানুষদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারব, যাতে নিজেদের তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।’
৮ মিনিট আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি)...
২০ মিনিট আগে
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।
৪০ মিনিট আগে