ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈদের আনন্দে যখন চারদিকে খুশির জোয়ার, তখন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার অলহরী খারহর গ্রামের মোর্শেদুর রহমান কামালের বাড়িতে নেমে এসেছে বিষাদ। কে বা কারা ঈদের আগের রাতে তাঁর দুই পুকুরে বিষ ছিটিয়ে চাষের মাছ মেরে ফেলেছে।
মোর্শেদুর রহমান কামাল জানান, গতকাল শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাঁর দুটি পুকুরের প্রায় আট হাজার পাঙাশ ও কয়েক হাজার দেশীয় প্রজাতির মাছ বিষ দিয়ে মেরে ফেলেছে। ঈদের দিন আজ শনিবার সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠেছে। এতে তাঁর অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মাছচাষি কামাল জানান, তিনি দীর্ঘ ১৫ বছর ধরে পোশাক কারখানায় কাজ করছেন। অনেক কষ্টে আয়ের একটা অংশ জমিয়ে প্রায় ৮ লাখ টাকা বিনিয়োগ করে পুকুর দুটিতে মাছের চাষ করেছিলেন তিনি। লক্ষ্য ছিল ঈদের পরে মাছ বিক্রি করে সংসারে খানিক সচ্ছলতা আনা। প্রতিটি মাছ গড়ে এক কেজি ওজনে পৌঁছেছিল। সবকিছুই প্রস্তুত ছিল বিক্রির জন্য। কিন্তু তার আগেই কামালের সব শেষ হয়ে যায়।
স্থানীয়রা জানায়, ঘটনাটি পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে করা হয়ে থাকতে পারে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কামালের বৃদ্ধ মা মুর্শিদা বেগম বলেন, ‘আজ একটা ঈদের দিন। আমার ঘরে কেউ বাসি মুখ ভাঙেনি (খায়নি)। ১৫ বছর ধইরা আমার পুতে গার্মেন্টস (কাজ) কইরা দিনে-রাতে খাইট্টা অনেক কষ্টে এই ফিশারিডা (মাছের খামার) করছিল। এহন আমার পুতে কী কইরা চলব? আমি এইডার বিচার চাই।’
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন জানিয়ে মোর্শেদুর রহমান কামাল বলেন, ‘আজ ঈদের দিন। সবাই আনন্দ করতাছে। আর আমি আমার পরিবার ও প্রতিবেশী লোকজন নিয়া পুকুর থেকে মরা মাছ তুলতেছি। আমার জানামতে তো কোনো শত্রু নেই। তাইলে কেডা আমার এই ক্ষতিটা করল। দুই পুকুরে প্রায় ১০ লাখ টাকার মাছ ছিল আমার। সব মইরা শেষ। ১৫ বছরের জমানো পুঁজি সব শেষ। যে আমার এই ক্ষতি করছে, আমি তার বিচার চাই, আমার ক্ষতিপূরণ চাই।’
মোর্শেদুর রহমান কামালের স্ত্রী রিক্তা বেগম বলেন, ‘আমরা ভাবছিলাম, এই ঈদে অনেক আনন্দ করব। একটু ভালো খাব। বাচ্চারা নতুন জামা পড়ে ঈদগাহে যাবে। এখন মনে হচ্ছে, ঈদই আর আসেনি আমাদের ঘরে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তাফাজ্জল হোসেন বলেন, ‘পোশাকশ্রমিক কামাল দীর্ঘদিনের জমানো টাকায় মাছের চাষ শুরু করেছিলেন। তিনি খুব সহজ-সরল। দুর্বৃত্তরা পুকুরে বিষ দেওয়ায় তাঁর প্রায় ১০ লাখ টাকার মাছ মরে গেছে। যে বা যারা এই ঘৃণ্য কাজ করেছে, তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানাই।’

ঈদের আনন্দে যখন চারদিকে খুশির জোয়ার, তখন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার অলহরী খারহর গ্রামের মোর্শেদুর রহমান কামালের বাড়িতে নেমে এসেছে বিষাদ। কে বা কারা ঈদের আগের রাতে তাঁর দুই পুকুরে বিষ ছিটিয়ে চাষের মাছ মেরে ফেলেছে।
মোর্শেদুর রহমান কামাল জানান, গতকাল শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাঁর দুটি পুকুরের প্রায় আট হাজার পাঙাশ ও কয়েক হাজার দেশীয় প্রজাতির মাছ বিষ দিয়ে মেরে ফেলেছে। ঈদের দিন আজ শনিবার সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠেছে। এতে তাঁর অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মাছচাষি কামাল জানান, তিনি দীর্ঘ ১৫ বছর ধরে পোশাক কারখানায় কাজ করছেন। অনেক কষ্টে আয়ের একটা অংশ জমিয়ে প্রায় ৮ লাখ টাকা বিনিয়োগ করে পুকুর দুটিতে মাছের চাষ করেছিলেন তিনি। লক্ষ্য ছিল ঈদের পরে মাছ বিক্রি করে সংসারে খানিক সচ্ছলতা আনা। প্রতিটি মাছ গড়ে এক কেজি ওজনে পৌঁছেছিল। সবকিছুই প্রস্তুত ছিল বিক্রির জন্য। কিন্তু তার আগেই কামালের সব শেষ হয়ে যায়।
স্থানীয়রা জানায়, ঘটনাটি পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে করা হয়ে থাকতে পারে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কামালের বৃদ্ধ মা মুর্শিদা বেগম বলেন, ‘আজ একটা ঈদের দিন। আমার ঘরে কেউ বাসি মুখ ভাঙেনি (খায়নি)। ১৫ বছর ধইরা আমার পুতে গার্মেন্টস (কাজ) কইরা দিনে-রাতে খাইট্টা অনেক কষ্টে এই ফিশারিডা (মাছের খামার) করছিল। এহন আমার পুতে কী কইরা চলব? আমি এইডার বিচার চাই।’
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন জানিয়ে মোর্শেদুর রহমান কামাল বলেন, ‘আজ ঈদের দিন। সবাই আনন্দ করতাছে। আর আমি আমার পরিবার ও প্রতিবেশী লোকজন নিয়া পুকুর থেকে মরা মাছ তুলতেছি। আমার জানামতে তো কোনো শত্রু নেই। তাইলে কেডা আমার এই ক্ষতিটা করল। দুই পুকুরে প্রায় ১০ লাখ টাকার মাছ ছিল আমার। সব মইরা শেষ। ১৫ বছরের জমানো পুঁজি সব শেষ। যে আমার এই ক্ষতি করছে, আমি তার বিচার চাই, আমার ক্ষতিপূরণ চাই।’
মোর্শেদুর রহমান কামালের স্ত্রী রিক্তা বেগম বলেন, ‘আমরা ভাবছিলাম, এই ঈদে অনেক আনন্দ করব। একটু ভালো খাব। বাচ্চারা নতুন জামা পড়ে ঈদগাহে যাবে। এখন মনে হচ্ছে, ঈদই আর আসেনি আমাদের ঘরে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তাফাজ্জল হোসেন বলেন, ‘পোশাকশ্রমিক কামাল দীর্ঘদিনের জমানো টাকায় মাছের চাষ শুরু করেছিলেন। তিনি খুব সহজ-সরল। দুর্বৃত্তরা পুকুরে বিষ দেওয়ায় তাঁর প্রায় ১০ লাখ টাকার মাছ মরে গেছে। যে বা যারা এই ঘৃণ্য কাজ করেছে, তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানাই।’

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
৬ মিনিট আগে
চট্টগ্রামে চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় মুবিনুল ইসলাম নয়ন (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেয় বিএনপি। তবে ২৪ ঘণ্টা পর ফের বহিষ্কারাদেশ বহাল থাকার কথা জানায় দলটি।
১ ঘণ্টা আগে
দেশনেত্রী খালেদা জিয়া একটা কথা বলে গেছেন—বাংলাদেশ হবে রেইনবো নেশন। এই রেইনবো নেশনে সকলের ধর্ম থাকবে যার যার নিজের, দেশ হবে সকলের। সব রং মিলে রংধনু হয়েছে, সেই দেশকে দেখতে চেয়েছিলেন দেশনেত্রী খালেদা জিয়া।
২ ঘণ্টা আগে