নান্দাইল, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জের রাজীবপুর ইউনিয়নের সাবেক দুই বারের চেয়ারম্যান জাতীয় পার্টির নেতা আব্দুল আলী ফকিরে ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে হামলা চালিয়ে পাঁচটি ঘর পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে চেয়ারম্যান আব্দুল আলী ফকির রাজীবপুর ইউনিয়নের ভাটিচরনওপাড়ার একটি ব্রিজ নির্মাণের জন্য উপজেলা প্রকৌশলীর সঙ্গে যান। সেখানে নান্দাইল উপজেলার চরবেতাগৈর চরলক্ষ্মীদিয়া গ্রামের স্বপন, জীবন ও আপনসহ কয়েকজন যুবক চেয়ারম্যানের ওপর হামলা চালান। ঘটনা জানাজানি হলে চেয়ারম্যানের বাড়িতে রাজিবপুর ইউনিয়নের ২-৩ হাজার মানুষ জড়ো হন।
বৃহস্পতিবার সকালে চেয়ারম্যানের বাড়িতে আবারও ঈশ্বরগঞ্জ উপজেলার ভাটিচরনপাড়া গ্রামে মানুষ জড়ো হন। এরপর নান্দাইল উপজেলায় চরলক্ষ্মীদিয়া গ্রামের স্বপন, জীবন ও আপনের বাড়িতে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ভাঙচুর ও আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।
ভুক্তভোগী স্বপন মিয়া মোবাইল ফোনে বলেন, `চেয়ারম্যানের লোকজন আমাদের বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে।'
আব্দুল আলী ফকির আজকের পত্রিকাকে বলেন, `গতকাল আমার ওপর হামলা করেছে আমি পুলিশকে জানিয়েছি। এ ঘটনার সাথে আমি সম্পৃক্ত না। স্বপন, আপন, জীবনরা তাঁদের এলাকায় অনেক অত্যাচার করে আসছে। এলাকার লোকজন হয়তো ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটিয়েছে।'
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, `ঘটনা শুনেছি, আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি। ঘটনাটি দুই থানার সীমান্ত থাকায় দুই থানার পুলিশ ঘটনা পর্যবেক্ষণ করছে।'
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, `ঘটনার পর পরই আমরা ঘটনা স্থল পরিদর্শন করি। এলাকার পরিবেশ এখন স্বাভাবিক। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

ঈশ্বরগঞ্জের রাজীবপুর ইউনিয়নের সাবেক দুই বারের চেয়ারম্যান জাতীয় পার্টির নেতা আব্দুল আলী ফকিরে ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে হামলা চালিয়ে পাঁচটি ঘর পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে চেয়ারম্যান আব্দুল আলী ফকির রাজীবপুর ইউনিয়নের ভাটিচরনওপাড়ার একটি ব্রিজ নির্মাণের জন্য উপজেলা প্রকৌশলীর সঙ্গে যান। সেখানে নান্দাইল উপজেলার চরবেতাগৈর চরলক্ষ্মীদিয়া গ্রামের স্বপন, জীবন ও আপনসহ কয়েকজন যুবক চেয়ারম্যানের ওপর হামলা চালান। ঘটনা জানাজানি হলে চেয়ারম্যানের বাড়িতে রাজিবপুর ইউনিয়নের ২-৩ হাজার মানুষ জড়ো হন।
বৃহস্পতিবার সকালে চেয়ারম্যানের বাড়িতে আবারও ঈশ্বরগঞ্জ উপজেলার ভাটিচরনপাড়া গ্রামে মানুষ জড়ো হন। এরপর নান্দাইল উপজেলায় চরলক্ষ্মীদিয়া গ্রামের স্বপন, জীবন ও আপনের বাড়িতে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ভাঙচুর ও আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।
ভুক্তভোগী স্বপন মিয়া মোবাইল ফোনে বলেন, `চেয়ারম্যানের লোকজন আমাদের বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে।'
আব্দুল আলী ফকির আজকের পত্রিকাকে বলেন, `গতকাল আমার ওপর হামলা করেছে আমি পুলিশকে জানিয়েছি। এ ঘটনার সাথে আমি সম্পৃক্ত না। স্বপন, আপন, জীবনরা তাঁদের এলাকায় অনেক অত্যাচার করে আসছে। এলাকার লোকজন হয়তো ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটিয়েছে।'
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, `ঘটনা শুনেছি, আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি। ঘটনাটি দুই থানার সীমান্ত থাকায় দুই থানার পুলিশ ঘটনা পর্যবেক্ষণ করছে।'
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, `ঘটনার পর পরই আমরা ঘটনা স্থল পরিদর্শন করি। এলাকার পরিবেশ এখন স্বাভাবিক। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে