নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

বিশেষ ক্ষমতা আইনে ময়মনসিংহের নান্দাইলে বিএনপির ৮৫ নেতা-কর্মীর নামে মামলা দিয়েছে পুলিশ। গতকাল বুধবার নান্দাইল মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। এতে আসামিদের বিরুদ্ধে টায়ারে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, জনমনে আতঙ্ক সৃষ্টিসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিউল্ল্যাহ্ মির্জা মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের ধরার চেষ্টা চলছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গতকাল বুধবার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরসভার ঝালুয়া ব্রিজের পাশে বিএনপির নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে চলাচলের বিঘ্ন সৃষ্টি করে। সেই সঙ্গে সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দিতে থাকে। পুলিশের উপস্থিত টের পেয়ে রাস্তা থেকে সরে যাওয়ার সময় দেশীয় অস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে গাড়ি ভাঙচুর করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
এ সময় ধাওয়া দিয়ে বিএনপির কর্মী মো. আব্দুল মনসুর (৪৫) ও পাভেল মাহমুদকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে দুটি পোড়া টায়ার, ১০টি ছোট ইটের টুকরো, সাতটি গাড়ির ভাঙা কাচের টুকরো ও তিনটি কাঠের টুকরো জব্দ করা হয়।
এ ঘটনায় গতকাল রাতে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞানামা আরও ৩০-৩৫ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।
বিএনপির কেন্দ্রীয় বৈদেশিক-সম্পর্কিত কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, নান্দাইলে বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন চলছে। তবুও মিথ্যা গায়েবি মামলা দেওয়া হচ্ছে।

বিশেষ ক্ষমতা আইনে ময়মনসিংহের নান্দাইলে বিএনপির ৮৫ নেতা-কর্মীর নামে মামলা দিয়েছে পুলিশ। গতকাল বুধবার নান্দাইল মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। এতে আসামিদের বিরুদ্ধে টায়ারে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, জনমনে আতঙ্ক সৃষ্টিসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
মামলার বাদী নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিউল্ল্যাহ্ মির্জা মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের ধরার চেষ্টা চলছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গতকাল বুধবার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরসভার ঝালুয়া ব্রিজের পাশে বিএনপির নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে চলাচলের বিঘ্ন সৃষ্টি করে। সেই সঙ্গে সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দিতে থাকে। পুলিশের উপস্থিত টের পেয়ে রাস্তা থেকে সরে যাওয়ার সময় দেশীয় অস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে গাড়ি ভাঙচুর করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
এ সময় ধাওয়া দিয়ে বিএনপির কর্মী মো. আব্দুল মনসুর (৪৫) ও পাভেল মাহমুদকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে দুটি পোড়া টায়ার, ১০টি ছোট ইটের টুকরো, সাতটি গাড়ির ভাঙা কাচের টুকরো ও তিনটি কাঠের টুকরো জব্দ করা হয়।
এ ঘটনায় গতকাল রাতে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞানামা আরও ৩০-৩৫ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।
বিএনপির কেন্দ্রীয় বৈদেশিক-সম্পর্কিত কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, নান্দাইলে বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন চলছে। তবুও মিথ্যা গায়েবি মামলা দেওয়া হচ্ছে।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
৩ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৩৫ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে