নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির সময় হাতেনাতে তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এর পাশাপাশি তাঁদের অর্থদণ্ড করা হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর নাজমুজ সাকিব এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ বেলা ৩টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। মোহনগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. মাহমুদুল হাসান মেহেদির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকার মো. খসরু (২৫), একই এলাকার ফুল মিয়া (৪৫) ও জামালপুরের মেলান্দহ উপজেলার পাঁচপয়লা গ্রামের আবু সাইম (২৫)। তাঁদের মধ্যে খসরু ও সাইমকে ৫০০ টাকা ও ফুল মিয়াকে ৯০০ টাকা জরিমানা করা হয়।
সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-মোহনগঞ্জ চলাচলকারী মহুয়া কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার থেকে আগে থেকেই কিনে রেখে অধিক দামে যাত্রীদের কাছে বিক্রি করে একটি চক্র। যাত্রীদের থেকে এমন অভিযোগ পেয়ে আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রেলওয়ে স্টেশনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল।
মো. মাহমুদুল হাসান মেহেদির নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা তিনজন টিকিট কালোবাজারিকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। পাশাপাশি তাঁদের অর্থদণ্ড করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত তিনজনকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত তিনজনকে থানাহাজতে রাখা হয়েছে। আগামীকাল শুক্রবার সকালে তাঁদের কারাগারে পাঠানো হবে।

নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির সময় হাতেনাতে তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এর পাশাপাশি তাঁদের অর্থদণ্ড করা হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর নাজমুজ সাকিব এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ বেলা ৩টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। মোহনগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. মাহমুদুল হাসান মেহেদির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকার মো. খসরু (২৫), একই এলাকার ফুল মিয়া (৪৫) ও জামালপুরের মেলান্দহ উপজেলার পাঁচপয়লা গ্রামের আবু সাইম (২৫)। তাঁদের মধ্যে খসরু ও সাইমকে ৫০০ টাকা ও ফুল মিয়াকে ৯০০ টাকা জরিমানা করা হয়।
সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-মোহনগঞ্জ চলাচলকারী মহুয়া কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার থেকে আগে থেকেই কিনে রেখে অধিক দামে যাত্রীদের কাছে বিক্রি করে একটি চক্র। যাত্রীদের থেকে এমন অভিযোগ পেয়ে আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রেলওয়ে স্টেশনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল।
মো. মাহমুদুল হাসান মেহেদির নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা তিনজন টিকিট কালোবাজারিকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। পাশাপাশি তাঁদের অর্থদণ্ড করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত তিনজনকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত তিনজনকে থানাহাজতে রাখা হয়েছে। আগামীকাল শুক্রবার সকালে তাঁদের কারাগারে পাঠানো হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে