
শেরপুরের নকলায় একমাত্র প্রেক্ষাগৃহ ‘কল্পনা সিনেমা হল’ ভেঙে ফেলা হচ্ছে। চলচ্চিত্র ব্যবসায় ধস নামায় পৌর শহরের জালালপুর মহল্লায় অবস্থিত হলটি ভেঙে ফেলা হচ্ছে বলে জানিয়েছে মালিকপক্ষ।
উপজেলার গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী এলাকার আব্দুল মোমেন বাবু মিয়া (৭০) ২০০৪ সালে এই সিনেমা হলটি নির্মাণ করেন। সম্প্রতি ব্যবসায় লোকসান গুনতে গুনতে শেষ পর্যন্ত হলটি বন্ধ করে দেন তিনি। সম্প্রতি জমিসহ হলটি জহিরুল ইসলাম জুয়েল নামে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। জুয়েল হলটি ভেঙে সেখানে একটি কমিউনিটি সেন্টার নির্মাণ করবেন বলে জানা গেছে।
হলমালিক বাবু মিয়া বলেন, ‘সিনেমা হলটি নির্মাণের পর প্রথম দিকে ব্যবসা ভালো হলেও পরবর্তী সময়ে ব্যবসা মন্দার দিকে যেতে থাকে। অনেক চেষ্টা করেও দর্শকদের হলমুখী করা যাচ্ছিল না। আমরা ভালো মানের সামাজিক ও ঐতিহাসিক সিনেমা দর্শকদের দেখানোর চেষ্টা করেছি। কিন্তু ভালো ফল আসেনি। ক্রমেই ব্যবসা নিম্নমুখী থেকে আরও নিম্নমুখী হতে থাকে। লোকসানের ঘানি টানতে টানতে একসময় পথে বসার উপক্রম হলে হলটি বন্ধ করে বিক্রির সিদ্ধান্ত নিই।’
স্থানীয় পৌর কাউন্সিলর লালন মিয়া বলেন, পুরো নকলাবাসীর মনোরঞ্জনের জন্য একমাত্র সিনেমা হলটি ভেঙে ফেলা হচ্ছে দেখে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এরপরও কিছু করার নেই। দর্শক না থাকলে এটি বাঁচিয়ে রেখে মালিকপক্ষ কী করবে।
সিনেমাপাগল ষাটোর্ধ্ব নবীউর রহমান বলেন, ‘আগে ভালো মানের সিনেমা তৈরি হতো। পরিবারের সবাই মিলে একসঙ্গে সিনেমা দেখতাম। কিন্তু বর্তমানে দর্শক আকৃষ্ট করার জন্য যেভাবে নোংরা সিনেমা তৈরির প্রতিযোগিতা শুরু হয়েছে, তাতে দর্শক আকৃষ্ট হওয়া তো দূরের কথা আরও দূরে সরে যাচ্ছে। তা ছাড়া সিনেমা হলে দর্শক না যাওয়ার আরেকটি কারণ হলো ভিডিও পাইরেসি। যে ছবি ঘরে বসে দেখা যায় সে ছবি দর্শক কেন টাকা দিয়ে টিকিট কেটে হলে দেখতে যাবে। এ ছাড়া সিনেমা হল ভেঙে বহুতল ভবন, বিপণিকেন্দ্র ও গুদামঘর করে কোনো প্রকার ঝুঁকি ছাড়াই প্রতি মাসে মোটা অঙ্কের টাকা আয় করা সম্ভব হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সিনেমা হল নিয়ে আমার ভেতরেও অনেক আবেগ আছে। আমার নিজ উপজেলাতেও তিনটি সিনেমা হল ছিল। যেখানে একসময় আমরা পাঁচ টাকার টিকিট কেটে সিনেমা দেখতাম। ব্যবসা না থাকায় একে একে তিনটি হল বন্ধ করে দেয় মালিকপক্ষ। এরপর ঘরগুলোও বিক্রি হয়ে যাওয়ায় এখন শুধু খালি জায়গা পড়ে রয়েছে। সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে লোকসান দিতে দিতে সিনেমা হল মালিকেরা একসময় সেগুলো বেঁচে দিচ্ছেন।’ ভবন ভেঙে সে জায়গায় হাইরাইজড ভবন নির্মাণ করে আবাসিক কিংবা বাণিজ্যিক কাজে ব্যবহার করছে বলেও জানান ইউএনও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
৩ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩ ঘণ্টা আগে