Ajker Patrika

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা, জরিমানা, মাংস জব্দ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
অসুস্থ ও মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে আজ সকালে শেরপুরের নালিতাবাড়ীতে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ছবি : আজকের পত্রিকা
অসুস্থ ও মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে আজ সকালে শেরপুরের নালিতাবাড়ীতে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ছবি : আজকের পত্রিকা

ভোরের আলো ফোটার আগেই এক অসুস্থ ও মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করেন হাফিজ নামের এক মাংস ব্যবসায়ী। এ ঘটনায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। রোববার (১৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. সাকিব হোসেন সাগর এবং কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, ওই মাংস ব্যবসায়ী ভোর ৫টার দিকে মাত্র ৩৫ হাজার টাকায় একটি মৃতপ্রায় অসুস্থ পূর্ণবয়স্ক গরু কিনে শহরের মাংস মহলে নিয়ে আসেন। কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই গরুটি জবাই করেন এবং মাংস বিক্রির চেষ্টা চালান।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযান পরিচালনা করে জবাইকৃত মাংস জব্দ করা হয় এবং সাক্ষ্য-প্রমাণ ও অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত