ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁও উপজেলার দুটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ভোটকেন্দ্রগুলোর কয়েকটি কক্ষ পুড়ে গেছে। তবে ভোট গ্রহণে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে প্রশাসন। আজ শনিবার পৃথক এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, ‘গফরগাঁও উপজেলার পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ ভোর ৪টার দিকে আগুন দেওয়া হয়। এই অগ্নিকাণ্ডে জড়িত স্কুলটির দপ্তরি কাম নৈশপ্রহরীর দায়িত্বে থাকা আরিফুল ইসলাম (২৪)। আরিফ তাঁর বন্ধু সাব্বির আহমেদকে ডেকে এনে স্কুলে আগুন দেওয়ার সুযোগ করে দেন। এ জন্য ঢাকা থেকে আসা বিএনপির এক নেতা দুই হাজার টাকায় দেন আরিফকে। পুলিশ আরিফ ও সাব্বিরকে গ্রেপ্তার করলে আগুন দেওয়ার কথা তাঁরা স্বীকার করেন। আগুনে স্কুলটির চারটি কক্ষ পুড়ে যায়।’
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘ভোর ৪টার দিকে গফরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টের পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তেমন ক্ষতি হয়নি, কেন্দ্রে ভোট গ্রহণ করার মতো পরিস্থিতি আছে।’
অপর দিকে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকাল সাড়ে ৯টার দিকে আগুন দেওয়া হয়। এতে ভোটকেন্দ্রের ৩টি কক্ষ পুড়ে যায়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মতিউর রহমান উজ্জল (৪৫), মো. সোহেল (৪০) ও আবদুল কাইয়ুম মজনু (৫০)। তাঁরা আলাবক্সপুর গ্রামের বাসিন্দা ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন নান্দাইল থানার ওসি আব্দুল মজিদ।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ‘কারা আগুন দিয়েছে, তারা চিহ্নিত হয়েছে। ওই সব কেন্দ্রে ভোট গ্রহণে সমস্যা হবে না।’
জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ‘দুটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শান্তিপূর্ণ নির্বাচনে যারা বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।’

ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁও উপজেলার দুটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ভোটকেন্দ্রগুলোর কয়েকটি কক্ষ পুড়ে গেছে। তবে ভোট গ্রহণে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে প্রশাসন। আজ শনিবার পৃথক এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, ‘গফরগাঁও উপজেলার পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ ভোর ৪টার দিকে আগুন দেওয়া হয়। এই অগ্নিকাণ্ডে জড়িত স্কুলটির দপ্তরি কাম নৈশপ্রহরীর দায়িত্বে থাকা আরিফুল ইসলাম (২৪)। আরিফ তাঁর বন্ধু সাব্বির আহমেদকে ডেকে এনে স্কুলে আগুন দেওয়ার সুযোগ করে দেন। এ জন্য ঢাকা থেকে আসা বিএনপির এক নেতা দুই হাজার টাকায় দেন আরিফকে। পুলিশ আরিফ ও সাব্বিরকে গ্রেপ্তার করলে আগুন দেওয়ার কথা তাঁরা স্বীকার করেন। আগুনে স্কুলটির চারটি কক্ষ পুড়ে যায়।’
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘ভোর ৪টার দিকে গফরগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টের পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তেমন ক্ষতি হয়নি, কেন্দ্রে ভোট গ্রহণ করার মতো পরিস্থিতি আছে।’
অপর দিকে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকাল সাড়ে ৯টার দিকে আগুন দেওয়া হয়। এতে ভোটকেন্দ্রের ৩টি কক্ষ পুড়ে যায়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মতিউর রহমান উজ্জল (৪৫), মো. সোহেল (৪০) ও আবদুল কাইয়ুম মজনু (৫০)। তাঁরা আলাবক্সপুর গ্রামের বাসিন্দা ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন নান্দাইল থানার ওসি আব্দুল মজিদ।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ‘কারা আগুন দিয়েছে, তারা চিহ্নিত হয়েছে। ওই সব কেন্দ্রে ভোট গ্রহণে সমস্যা হবে না।’
জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ‘দুটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শান্তিপূর্ণ নির্বাচনে যারা বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।’

খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।
১৬ মিনিট আগে
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় মুবিনুল ইসলাম নয়ন (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেয় বিএনপি। তবে ২৪ ঘণ্টা পর ফের বহিষ্কারাদেশ বহাল থাকার কথা জানায় দলটি।
২ ঘণ্টা আগে