জামালপুর প্রতিনিধি

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে শহরের শাহপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকাসহ হাবিবুর রহমান (৩৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
আজ শনিবার স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক। এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়।
আটক হাবিবুর রহমান জামালপুর পৌর এলাকার শাহপুর এলাকার বাসিন্দা। সে জামালপুর শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য।
পুলিশ জানিয়েছেন, হাবিবুর রহমান শহরের শাহপুর এলাকার বাসিন্দা নজরুল ইসলামের কাছে কিছুদিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। নজরুল ইসলাম তাঁর ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগ পাওয়ার পরপরই যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার রাতে সেনাবাহিনীর একটি দল ও পুলিশ সদস্যরা যৌথভাবে শাহপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে হাবিবুর রহমানকে ঘটনাস্থল থেকে ৫০ হাজার টাকাসহ চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করা হয়।
এলাকাবাসীরা বলে, দীর্ঘদিন ধরে হাবিবুর রহমান বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছে থেকে চাঁদা দাবি করে আসছিলেন। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপে চাঁদাবাজ চক্রের এক সদস্যকে আইনের আওতায় নিয়ে আসায় এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক আজকের পত্রিকাকে বলেন, অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে অভিযুক্ত হাবিবুর রহমানকে চাঁদাবাজির টাকাসহ হাতেনাতে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে শহরের শাহপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকাসহ হাবিবুর রহমান (৩৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
আজ শনিবার স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক। এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়।
আটক হাবিবুর রহমান জামালপুর পৌর এলাকার শাহপুর এলাকার বাসিন্দা। সে জামালপুর শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য।
পুলিশ জানিয়েছেন, হাবিবুর রহমান শহরের শাহপুর এলাকার বাসিন্দা নজরুল ইসলামের কাছে কিছুদিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। নজরুল ইসলাম তাঁর ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগ পাওয়ার পরপরই যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার রাতে সেনাবাহিনীর একটি দল ও পুলিশ সদস্যরা যৌথভাবে শাহপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে হাবিবুর রহমানকে ঘটনাস্থল থেকে ৫০ হাজার টাকাসহ চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করা হয়।
এলাকাবাসীরা বলে, দীর্ঘদিন ধরে হাবিবুর রহমান বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছে থেকে চাঁদা দাবি করে আসছিলেন। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপে চাঁদাবাজ চক্রের এক সদস্যকে আইনের আওতায় নিয়ে আসায় এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক আজকের পত্রিকাকে বলেন, অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে অভিযুক্ত হাবিবুর রহমানকে চাঁদাবাজির টাকাসহ হাতেনাতে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে