শেরপুর প্রতিনিধি

সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা (৯০) ও তাঁর স্ত্রী সালমা খাতুনকে (৮০) শেরপুর সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে ফ্যাসিস্ট সরকারের দোসর আখ্যায়িত করে বিচার দাবি করেন বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তবে হীরা বা তাঁর স্ত্রীর নামে শেরপুর ও জামালপুর থানায় কোনো মামলা নেই বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, আজ মঙ্গলবার বিকেলে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা তাঁর জমি বিক্রির দলিল দিতে শেরপুর সদর সাব-রেজিস্ট্রির কার্যালয়ে আসেন। খবর পেয়ে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন।
পরে তাঁকে ঘিরে বিক্ষোভ মিছিল এবং শাস্তির দাবি জানান তাঁরা। পরে পুলিশ তাঁদের আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী ছিলেন।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম সানী ও শহর শ্রমিক দলের সভাপতি মাছুদুর রহমান নয়ন বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর সাবেক ভূমিদস্যু রেজাউল করিম হীরা স্ত্রীসহ শেরপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে জমি বিক্রির দলিল করতে আসেন। আমরা খবর পেয়ে স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে তাদের আটক করে পুলিশ তুলে দিই। তারা তাদের ছেড়ে দেওয়ার জন্য আমাদের অর্থের প্রলোভনও দেখিয়েছে। কিন্তু আমরা তাদের ফাঁদে পা দিইনি। আমরা এই ভূমিদস্যু আওয়ামী লীগ নেতার বিচার দাবি করছি।’
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল বলেন, ‘সাবেক ভূমিমন্ত্রী হীরা বিগত আওয়ামী লীগ আমলে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছে। সেই অবৈধ সম্পদ বিক্রি করে হয়তো দেশ ছাড়ার পাঁয়তারা করছিল তারা। আমরা তাকে আটক করে পুলিশে দিয়েছি। তার বিচার চাই।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ‘খবর পেয়ে সাব-রেজিস্ট্রি অফিস থেকে সস্ত্রীক থানায় আনা হয়েছে। তাঁদের নামে জামালপুর বা শেরপুর থানায় কোনো মামলা নেই। জামালপুর থানায় আমরা যোগাযোগ করছি।’
শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ‘দেশের কোনো থানায় হীরার নামে মামলা রয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, রেজাউল করিম হীরা আওয়ামী লীগের ১৯৯৬, ২০০৯, ২০১৪ সময়কালে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হলে হীরা ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা (৯০) ও তাঁর স্ত্রী সালমা খাতুনকে (৮০) শেরপুর সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে ফ্যাসিস্ট সরকারের দোসর আখ্যায়িত করে বিচার দাবি করেন বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তবে হীরা বা তাঁর স্ত্রীর নামে শেরপুর ও জামালপুর থানায় কোনো মামলা নেই বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, আজ মঙ্গলবার বিকেলে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা তাঁর জমি বিক্রির দলিল দিতে শেরপুর সদর সাব-রেজিস্ট্রির কার্যালয়ে আসেন। খবর পেয়ে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন।
পরে তাঁকে ঘিরে বিক্ষোভ মিছিল এবং শাস্তির দাবি জানান তাঁরা। পরে পুলিশ তাঁদের আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী ছিলেন।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম সানী ও শহর শ্রমিক দলের সভাপতি মাছুদুর রহমান নয়ন বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর সাবেক ভূমিদস্যু রেজাউল করিম হীরা স্ত্রীসহ শেরপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে জমি বিক্রির দলিল করতে আসেন। আমরা খবর পেয়ে স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে তাদের আটক করে পুলিশ তুলে দিই। তারা তাদের ছেড়ে দেওয়ার জন্য আমাদের অর্থের প্রলোভনও দেখিয়েছে। কিন্তু আমরা তাদের ফাঁদে পা দিইনি। আমরা এই ভূমিদস্যু আওয়ামী লীগ নেতার বিচার দাবি করছি।’
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল বলেন, ‘সাবেক ভূমিমন্ত্রী হীরা বিগত আওয়ামী লীগ আমলে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছে। সেই অবৈধ সম্পদ বিক্রি করে হয়তো দেশ ছাড়ার পাঁয়তারা করছিল তারা। আমরা তাকে আটক করে পুলিশে দিয়েছি। তার বিচার চাই।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ‘খবর পেয়ে সাব-রেজিস্ট্রি অফিস থেকে সস্ত্রীক থানায় আনা হয়েছে। তাঁদের নামে জামালপুর বা শেরপুর থানায় কোনো মামলা নেই। জামালপুর থানায় আমরা যোগাযোগ করছি।’
শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ‘দেশের কোনো থানায় হীরার নামে মামলা রয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, রেজাউল করিম হীরা আওয়ামী লীগের ১৯৯৬, ২০০৯, ২০১৪ সময়কালে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হলে হীরা ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

চট্টগ্রামে পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) হত্যা মামলায় ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। ২০১৩ সালের ৩ নভেম্বর নগরীর খুলশী থানার টাইগারপাস আমবাগান...
২৮ মিনিট আগে
আসন্ন নির্বাচনে জয়ের সম্ভাবনা প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা বলতে পারি, বিজয় আমাদের হয়েই গেছে। ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে।’
৪২ মিনিট আগে
গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক। এটাই হবে আগামীর বাংলাদেশ। আজ সোমবার দুপুরে রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির...
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজের সামনে ‘টিসি নয়, প্রমোশনের’ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন অভিভাবক। উত্তরা ৬ নম্বর সেক্টরের কলেজটির মূল ফটকের সামনে আজ সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জড়ো হওয়া শুরু করেন অভিভাবকেরা।
১ ঘণ্টা আগে