ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে শতাধিক বিড়াল নিয়ে ‘ক্যাট শো’ অনুষ্ঠিত হয়েছে। ‘প্রফেসরস পেট কেয়ার’ নামের একটি সংগঠনের উদ্যোগে আজ শনিবার নগরের জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চে আয়োজন করা হয় এই শো।
বেলা ১১টার দিকে অনুষ্ঠান শুরু হলেও এর আগেই নগরের বিভিন্ন এলাকা থেকে বিড়াল নিয়ে হাজির হন বিড়ালপ্রেমীরা। এর আগে, ২০২৩ সালে প্রথমবার একটি সংগঠন ক্যাট শো করেছিল একই স্থানে। আজ দ্বিতীয়বারের মতো আয়োজিত অনুষ্ঠানের র্যাম্প শোতে অংশ নেয় ১৩০টি বিড়াল। সেরাদের জন্য ছিল পুরস্কারও।
প্রফেসরস পেট কেয়ারের পরিচালক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম বলেন, ‘ময়মনসিংহে ৫ হাজারের অধিক মানুষ বিড়াল লালনপালন করে থাকেন। যাঁরা বিড়াল লালনপালন করেন, তাঁদের এক ছাতার নিচে আনার জন্য আমাদের এই আয়োজন। অনুষ্ঠানে বিড়ালের ভ্যাকসিনেশন, ক্যাটওয়াক, বেস্ট ক্যাট সিলেকশন, বিড়ালের ফ্রি হেলথ চেকআপ, বিড়ালের লালনপালন ও রোগবালাই সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই আয়োজনের মধ্য দিয়ে পোষা প্রাণী লালনপালনে আগ্রহ বাড়বে মানুষের।’
ক্যাট শোতে সিম্বা ব্রাউনি জাতের দুটি বিড়াল নিয়ে আসা শিক্ষিকা মাহমুদা আক্তার মলি বলেন, ‘এই দুটি বিড়ালকে সন্তানের মতো লালনপালন করে আসছি। একটি সাড়ে আট মাস এবং অপরটির নয় মাস বয়স। এখানে আসার মূল কারণ হচ্ছে, ওগুলোর স্বাস্থ্য সচেতনতা বিষয়ে অভিজ্ঞতা নেওয়া।’
লিয়ানা নামের এক তরুণী নিজের বিড়াল নিয়ে শোতে অংশ নেন। তিনি বলেন, ‘জলি নামের বিড়ালটি এক বছর ধরে পুষছি। পড়াশোনার ফাঁকে সময় কাটাই বিড়ালের সঙ্গে।’
দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির বিড়াল সম্পর্কে জানতে প্রদর্শনীতে আসার কথা জানায় শিশু ইরাজ সাল্লিম। একটি পোষা বিড়াল কোলে নেওয়ার অভিজ্ঞতাও বর্ণনা করে সে।
এমন আয়োজন প্রতিবছর করার দাবি জানিয়ে শেলী আক্তার নামের একজন বলেন, ক্যাট শো করার কারণে পোষা প্রাণীর প্রতি মানুষের সৌহার্দ্য বাড়বে।

ময়মনসিংহে শতাধিক বিড়াল নিয়ে ‘ক্যাট শো’ অনুষ্ঠিত হয়েছে। ‘প্রফেসরস পেট কেয়ার’ নামের একটি সংগঠনের উদ্যোগে আজ শনিবার নগরের জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চে আয়োজন করা হয় এই শো।
বেলা ১১টার দিকে অনুষ্ঠান শুরু হলেও এর আগেই নগরের বিভিন্ন এলাকা থেকে বিড়াল নিয়ে হাজির হন বিড়ালপ্রেমীরা। এর আগে, ২০২৩ সালে প্রথমবার একটি সংগঠন ক্যাট শো করেছিল একই স্থানে। আজ দ্বিতীয়বারের মতো আয়োজিত অনুষ্ঠানের র্যাম্প শোতে অংশ নেয় ১৩০টি বিড়াল। সেরাদের জন্য ছিল পুরস্কারও।
প্রফেসরস পেট কেয়ারের পরিচালক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম বলেন, ‘ময়মনসিংহে ৫ হাজারের অধিক মানুষ বিড়াল লালনপালন করে থাকেন। যাঁরা বিড়াল লালনপালন করেন, তাঁদের এক ছাতার নিচে আনার জন্য আমাদের এই আয়োজন। অনুষ্ঠানে বিড়ালের ভ্যাকসিনেশন, ক্যাটওয়াক, বেস্ট ক্যাট সিলেকশন, বিড়ালের ফ্রি হেলথ চেকআপ, বিড়ালের লালনপালন ও রোগবালাই সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই আয়োজনের মধ্য দিয়ে পোষা প্রাণী লালনপালনে আগ্রহ বাড়বে মানুষের।’
ক্যাট শোতে সিম্বা ব্রাউনি জাতের দুটি বিড়াল নিয়ে আসা শিক্ষিকা মাহমুদা আক্তার মলি বলেন, ‘এই দুটি বিড়ালকে সন্তানের মতো লালনপালন করে আসছি। একটি সাড়ে আট মাস এবং অপরটির নয় মাস বয়স। এখানে আসার মূল কারণ হচ্ছে, ওগুলোর স্বাস্থ্য সচেতনতা বিষয়ে অভিজ্ঞতা নেওয়া।’
লিয়ানা নামের এক তরুণী নিজের বিড়াল নিয়ে শোতে অংশ নেন। তিনি বলেন, ‘জলি নামের বিড়ালটি এক বছর ধরে পুষছি। পড়াশোনার ফাঁকে সময় কাটাই বিড়ালের সঙ্গে।’
দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির বিড়াল সম্পর্কে জানতে প্রদর্শনীতে আসার কথা জানায় শিশু ইরাজ সাল্লিম। একটি পোষা বিড়াল কোলে নেওয়ার অভিজ্ঞতাও বর্ণনা করে সে।
এমন আয়োজন প্রতিবছর করার দাবি জানিয়ে শেলী আক্তার নামের একজন বলেন, ক্যাট শো করার কারণে পোষা প্রাণীর প্রতি মানুষের সৌহার্দ্য বাড়বে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
১৩ মিনিট আগে
রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর একটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। আজ শনিবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
১৬ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
৩৯ মিনিট আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
১ ঘণ্টা আগে