Ajker Patrika

এই সরকার বিদায় না হলে দেশ ধ্বংস হয়ে যাবে: প্রিন্স

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২৩, ১৮: ৪৮
এই সরকার বিদায় না হলে দেশ ধ্বংস হয়ে যাবে: প্রিন্স

অবিলম্বে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার হরণকারী আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। এই সরকার বিদায় না হলে দেশ ধ্বংস হয়ে যাবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গায়েবি মামলায় গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং ও সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে পদযাত্রাপূর্ব সমাবেশে প্রিন্স এসব কথা বলেন।

মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে নগরীর টাউন হল চত্বরে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় পদযাত্রাপূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এম এ হান্নান খান, এ কে এম মাহবুবুল আলম ও শামীম আজাদ।

পদযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে ইতিবাচক আইসিসি

১২০ বছরে ৩৬ দেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র, পরিণতি ভয়াবহ

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: হুমকিতে চীনের ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত