নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ বেড়ে গেছে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগীর চাপ। ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে আজ মঙ্গলবার পর্যন্ত ৬৯ জন রোগী ভর্তি হন। প্রতিদিন হাসপাতাল ছাড়ছেন ১০-১২ জন রোগী। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি হন ৬৯ এবং আউটডোরে চিকিৎসা নিয়েছেন ৫৮৩ জন। এর মধ্যে পুরুষ ২৩০ ও মহিলা ৩৫৩ জন রয়েছেন। জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ১০৬ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে পাঁচ বছরের নিচে ২৫টি শিশুও রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের মধ্যে বয়স্ক ও শিশুর সংখ্যাই বেশি। প্রয়োজনের তুলনায় শয্যা না থাকায় অনেক রোগীকে বাধ্য হয়ে হাসপাতালের মেঝে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীর সঙ্গে থাকা স্বজনদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের তাছলিমা আক্তার বলেন, ‘৪৫ দিনের বাচ্চা নিয়ে হাসপাতালে ছয় দিন ধরে ভর্তি। শ্বাসকষ্ট ও সর্দির কারণে ছেলেটির নিউমোনিয়া হয়ে গেছে। কষ্ট করে হলেও চিকিৎসা নিতে হবে।
শেরপুর ইউনিয়নের লংগারপাড় গ্রামের জহুরা খাতুন জানান, ‘নাতিকে নিয়ে দুদিন ধরে হাসপাতালে আছি। চার-পাঁচ দিন ধরে নিউমোনিয়া। পুত্রবধূ গার্মেন্টসে চাকরি করে, ১৮ মাস বয়সের নাতিকে নিয়ে ভোগান্তিতে আছি।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, ‘উপজেলায় পাঁচ লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য ৫০ শয্যার হাসপাতাল অপ্রতুল। তবুও আমরা সেবা দিয়ে যাচ্ছি। আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুসহ বয়স্করা ঠান্ডাজনিত রোগে ভুগছেন।’

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ বেড়ে গেছে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগীর চাপ। ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে আজ মঙ্গলবার পর্যন্ত ৬৯ জন রোগী ভর্তি হন। প্রতিদিন হাসপাতাল ছাড়ছেন ১০-১২ জন রোগী। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি হন ৬৯ এবং আউটডোরে চিকিৎসা নিয়েছেন ৫৮৩ জন। এর মধ্যে পুরুষ ২৩০ ও মহিলা ৩৫৩ জন রয়েছেন। জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ১০৬ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে পাঁচ বছরের নিচে ২৫টি শিশুও রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের মধ্যে বয়স্ক ও শিশুর সংখ্যাই বেশি। প্রয়োজনের তুলনায় শয্যা না থাকায় অনেক রোগীকে বাধ্য হয়ে হাসপাতালের মেঝে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীর সঙ্গে থাকা স্বজনদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের তাছলিমা আক্তার বলেন, ‘৪৫ দিনের বাচ্চা নিয়ে হাসপাতালে ছয় দিন ধরে ভর্তি। শ্বাসকষ্ট ও সর্দির কারণে ছেলেটির নিউমোনিয়া হয়ে গেছে। কষ্ট করে হলেও চিকিৎসা নিতে হবে।
শেরপুর ইউনিয়নের লংগারপাড় গ্রামের জহুরা খাতুন জানান, ‘নাতিকে নিয়ে দুদিন ধরে হাসপাতালে আছি। চার-পাঁচ দিন ধরে নিউমোনিয়া। পুত্রবধূ গার্মেন্টসে চাকরি করে, ১৮ মাস বয়সের নাতিকে নিয়ে ভোগান্তিতে আছি।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, ‘উপজেলায় পাঁচ লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য ৫০ শয্যার হাসপাতাল অপ্রতুল। তবুও আমরা সেবা দিয়ে যাচ্ছি। আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুসহ বয়স্করা ঠান্ডাজনিত রোগে ভুগছেন।’

কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
৪ মিনিট আগে
রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে