মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাজিবপুর ইউনিয়ন ভূমি অফিসে নামজারি খারিজ করতে ‘ঘুষ লেনদেন’ করা সেই অফিস সহায়ক এবং অভিযুক্ত নায়েবকে বদলি করা হয়েছে। আজ সোমবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
অভিযুক্ত নায়েব মো. সানোয়ার হোসেনকে গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়ন ভূমি অফিসে এবং অফিস সহায়ক আহাম্মদকে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বদলি করা হয়।
মাহবুবুর রহমান জানান, অফিস সহায়ক আহাম্মদের টাকা লেনদেনের একটি ভিডিও প্রকাশ পায়। প্রাথমিক তদন্তে বিষয়টির সত্যতা মিললে তাৎক্ষণিক তাঁকে শোকজ করা হয়। পরে এ বিষয়ে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠালে অফিস সহায়ক আহাম্মদকে বদলির আদেশ দেন।
অপরদিকে নায়েব মো. সানোয়ার হোসেনের বিরুদ্ধে গত ২৩ নভেম্বর স্থানীয় ১২৬ জন ভুক্তভোগী লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে নায়েবের কাছে তাঁর লিখিত বক্তব্য চাওয়া হয়। পরে নায়েবের লিখিত বক্তব্যসহ ভুক্তভোগীদের অভিযোগের কপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠালে নায়েবকেও বদলির আদেশ দেন।
এ ছাড়া ২৭ নভেম্বর নায়েব এবং অভিযোগকারীদের শুনানির তারিখ নির্ধারিত হলে অর্ধশত ভুক্তভোগী এতে উপস্থিত হন এবং নায়েবের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। পরে নায়েবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ফের প্রতিবেদন পাঠানো হয়েছে।
উল্লেখ্য, নামজারি খারিজের সরকারি ফি ১ হাজার ১০০ টাকা। কিন্তু অভিযোগ ওঠে ওই খারিজ সম্পন্ন করতে রাজিবপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. সানোয়ার হোসেনকে ঘুষ দিতে হয় ৮ হাজার থেকে ৩০ হাজার টাকারও বেশি। তবে সেই টাকা নায়েব নিজের হাতে না নিয়ে কৌশলে তাঁর অফিস সহায়ক আহাম্মদ এবং তাঁর প্রতিবেশী এক ভাতিজা হিরকের মাধ্যমে লেনদেন করতেন। সম্প্রতি খারিজের জন্য অফিস সহায়কের ঘুষের টাকা লেনদেনের একটি ভিডিও প্রকাশ পায়।
এ বিষয়ে গত ২৩ নভেম্বর ‘নায়েবের ‘ঘুষ লেনদেন’ করেন অফিস সহায়ক ও তাঁর ভাতিজা’—শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশিত হলে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাজিবপুর ইউনিয়ন ভূমি অফিসে নামজারি খারিজ করতে ‘ঘুষ লেনদেন’ করা সেই অফিস সহায়ক এবং অভিযুক্ত নায়েবকে বদলি করা হয়েছে। আজ সোমবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
অভিযুক্ত নায়েব মো. সানোয়ার হোসেনকে গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়ন ভূমি অফিসে এবং অফিস সহায়ক আহাম্মদকে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বদলি করা হয়।
মাহবুবুর রহমান জানান, অফিস সহায়ক আহাম্মদের টাকা লেনদেনের একটি ভিডিও প্রকাশ পায়। প্রাথমিক তদন্তে বিষয়টির সত্যতা মিললে তাৎক্ষণিক তাঁকে শোকজ করা হয়। পরে এ বিষয়ে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠালে অফিস সহায়ক আহাম্মদকে বদলির আদেশ দেন।
অপরদিকে নায়েব মো. সানোয়ার হোসেনের বিরুদ্ধে গত ২৩ নভেম্বর স্থানীয় ১২৬ জন ভুক্তভোগী লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে নায়েবের কাছে তাঁর লিখিত বক্তব্য চাওয়া হয়। পরে নায়েবের লিখিত বক্তব্যসহ ভুক্তভোগীদের অভিযোগের কপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠালে নায়েবকেও বদলির আদেশ দেন।
এ ছাড়া ২৭ নভেম্বর নায়েব এবং অভিযোগকারীদের শুনানির তারিখ নির্ধারিত হলে অর্ধশত ভুক্তভোগী এতে উপস্থিত হন এবং নায়েবের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। পরে নায়েবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ফের প্রতিবেদন পাঠানো হয়েছে।
উল্লেখ্য, নামজারি খারিজের সরকারি ফি ১ হাজার ১০০ টাকা। কিন্তু অভিযোগ ওঠে ওই খারিজ সম্পন্ন করতে রাজিবপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. সানোয়ার হোসেনকে ঘুষ দিতে হয় ৮ হাজার থেকে ৩০ হাজার টাকারও বেশি। তবে সেই টাকা নায়েব নিজের হাতে না নিয়ে কৌশলে তাঁর অফিস সহায়ক আহাম্মদ এবং তাঁর প্রতিবেশী এক ভাতিজা হিরকের মাধ্যমে লেনদেন করতেন। সম্প্রতি খারিজের জন্য অফিস সহায়কের ঘুষের টাকা লেনদেনের একটি ভিডিও প্রকাশ পায়।
এ বিষয়ে গত ২৩ নভেম্বর ‘নায়েবের ‘ঘুষ লেনদেন’ করেন অফিস সহায়ক ও তাঁর ভাতিজা’—শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশিত হলে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ভবনে প্রাথমিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে সংগৃহীত নথিপত্র প্রাথমিক যাচাই শেষে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুদকের টিম কমিশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা
১৮ মিনিট আগে
ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
৩৫ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১ ঘণ্টা আগে