নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার ভোরে উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় এই ঝটিকা মিছিল করার পর রাতে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক নেতা-কর্মীরা হলেন—উপজেলার ডুবারুহি গ্রামের সাগর খন্দকার (২৫), বালুচরা গ্রামের আতিক হাসান ওরফে আল-আমিন (৩২), ছোট ইলাছপুর গ্রামের ইয়াহিয়া তালুকদার (২১), একই গ্রামের আরমান চৌধুরী (১৯), মোস্তাকিন (১৯) ও পূর্বধলা নয়াপাড়া গ্রামের দীপ্ত দত্ত (২০)।
আজ রোববার সকালে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। তবে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে। আজ বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ভোরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় একটি ঝটিকা মিছিল বের করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগ নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলের ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়। ৫ আগস্টের পর নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এটিই প্রথম মিছিল। মিছিলে অনেকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে আরও জানা গেছে, মিছিলে নেতৃত্ব দেওয়া শাহাদত নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের ভাতিজা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী এই মিছিল বের করেন। কয়েক মিনিট মিছিল করার পর তাঁরা মোটরসাইকেলে করে দ্রুত এলাকা ত্যাগ করেন।
এদিকে মিছিলের ভিডিও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের ফেসবুক পেজে শেয়ার করার পর এটি ছড়িয়ে পড়ে। এ ছাড়া শাহাদত হোসাইন নিজের আইডিতে ভিডিওটি শেয়ার করেন। সেখানে লেখা হয়, ‘দেশরত্ন শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও নেত্রকোনা-৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আহমদ হোসেনের মুক্তির দাবিতে বালুচরা বাজারে প্রতিবাদ মিছিল করে উপজেলা ছাত্রলীগ।’

নেত্রকোনার পূর্বধলায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার ভোরে উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় এই ঝটিকা মিছিল করার পর রাতে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক নেতা-কর্মীরা হলেন—উপজেলার ডুবারুহি গ্রামের সাগর খন্দকার (২৫), বালুচরা গ্রামের আতিক হাসান ওরফে আল-আমিন (৩২), ছোট ইলাছপুর গ্রামের ইয়াহিয়া তালুকদার (২১), একই গ্রামের আরমান চৌধুরী (১৯), মোস্তাকিন (১৯) ও পূর্বধলা নয়াপাড়া গ্রামের দীপ্ত দত্ত (২০)।
আজ রোববার সকালে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। তবে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে। আজ বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ভোরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় একটি ঝটিকা মিছিল বের করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগ নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলের ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়। ৫ আগস্টের পর নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এটিই প্রথম মিছিল। মিছিলে অনেকের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে আরও জানা গেছে, মিছিলে নেতৃত্ব দেওয়া শাহাদত নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের ভাতিজা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী এই মিছিল বের করেন। কয়েক মিনিট মিছিল করার পর তাঁরা মোটরসাইকেলে করে দ্রুত এলাকা ত্যাগ করেন।
এদিকে মিছিলের ভিডিও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের ফেসবুক পেজে শেয়ার করার পর এটি ছড়িয়ে পড়ে। এ ছাড়া শাহাদত হোসাইন নিজের আইডিতে ভিডিওটি শেয়ার করেন। সেখানে লেখা হয়, ‘দেশরত্ন শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও নেত্রকোনা-৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আহমদ হোসেনের মুক্তির দাবিতে বালুচরা বাজারে প্রতিবাদ মিছিল করে উপজেলা ছাত্রলীগ।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে