
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এ বছরও নারীদের নেতৃত্বে হবে দুর্গাপূজা। উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামের হাজং পলাশ রায়ের বাড়িতে এ আয়োজন করা হয়েছে। গত ৬ বছর যাবৎ এই নারীদের আয়োজনে দুর্গাপূজা উদ্যাপন করা হয়।
দুর্গাপূজা আয়োজকেরা জানান, দেবী দুর্গার মতো নারীর অসীম ক্ষমতা এবং নারীর প্রতি সম্মান দেখানোই এ উদ্যোগের মুখ্য বিষয়। এ জন্যই তারা বিগত ৬ বছর যাবৎ এ পূজা আয়োজন করে আসছেন।
পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জুমারানী সরকার বলেন, ‘দেবী দুর্গা আমাদের ধরিত্রী মাতা অথবা নিসর্গ নারীর অবয়ব। মা আমাদের বাস্তবিক জীবনে দেবী দুর্গার মতো আবির্ভূত হন সংকটের মুহূর্তে। দেবী দুর্গা অনেক হাতের মাধ্যমে অসুর বিনাশ করে, সন্তানদের মঙ্গলের জন্য সব করেন। এ ছাড়া নারীদের ক্ষমতা রয়েছে সর্বত্র, কোনো অংশে নারীরা পিছিয়ে নেই। এ জন্যই আমাদের এ উদ্যোগ।’
উদ্যাপন পরিষদের সম্পাদক কৃপা সরকার ও অর্থ সম্পাদক মঞ্জুশ্রী সরকার বলেন, এই এলাকায় প্রায় ৪২টি হাজং পরিবার রয়েছে। আমরা বিগত ৬ বছর যাবৎ এই বাড়িতে পূজা উদ্যাপন করে আসছি। কিন্তু এবার থেকে আর হয়তো আমরা মহিলাদের নেতৃত্বে এ পূজা উদ্যাপন করতে পারব না। কারণ, এতে অনেক খরচ হয়। এ ছাড়াও বাড়তি কোনো সরকারি সুবিধা আমরা পাই না।
ভালুকাপাড়া গ্রামের হাজং পলাশ রায় বলেন, ‘এখানে অনেক দিন ধরে নারীদের নেতৃত্বে দুর্গাপূজা হচ্ছে। আমরা মনে করি, নারীরা যেহেতু বাড়ির সব কাজ করে, এ ছাড়া তাদের ইচ্ছাও আছে, তাই নারীদের উদ্যোগে এ পূজা হয়।’
এ বিষয়ে ধোবাউড়া উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি আনন্দ কুমার বিশ্বাস বলেন, ‘এই প্রত্যন্ত এলাকায় মহিলাদের নেতৃত্বে যে পূজা উদ্যাপন করা হয় তা সত্যি প্রশংসার যোগ্য।’

জৈন্তাপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে জৈন্তাপুর মডেল থানায় বিজিবির হাবিলদার কামাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ আরও ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
১ মিনিট আগে
পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর-হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নেছারাবাদ উপজেলার ৭ নম্বর ওয়ার্ডে তাঁর নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা ক্ষমতায় গেলে চা-শ্রমিক ও দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেব। একই সঙ্গে ইমামদের সম্মানী দেওয়া হবে।’ আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির...
৭ মিনিট আগে
বাগেরহাটের মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত এক পুরুষের (৫৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিগন্যাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইকসংলগ্ন নদের তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগে