ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এ বছরও নারীদের নেতৃত্বে হবে দুর্গাপূজা। উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামের হাজং পলাশ রায়ের বাড়িতে এ আয়োজন করা হয়েছে। গত ৬ বছর যাবৎ এই নারীদের আয়োজনে দুর্গাপূজা উদ্যাপন করা হয়।
দুর্গাপূজা আয়োজকেরা জানান, দেবী দুর্গার মতো নারীর অসীম ক্ষমতা এবং নারীর প্রতি সম্মান দেখানোই এ উদ্যোগের মুখ্য বিষয়। এ জন্যই তারা বিগত ৬ বছর যাবৎ এ পূজা আয়োজন করে আসছেন।
পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জুমারানী সরকার বলেন, ‘দেবী দুর্গা আমাদের ধরিত্রী মাতা অথবা নিসর্গ নারীর অবয়ব। মা আমাদের বাস্তবিক জীবনে দেবী দুর্গার মতো আবির্ভূত হন সংকটের মুহূর্তে। দেবী দুর্গা অনেক হাতের মাধ্যমে অসুর বিনাশ করে, সন্তানদের মঙ্গলের জন্য সব করেন। এ ছাড়া নারীদের ক্ষমতা রয়েছে সর্বত্র, কোনো অংশে নারীরা পিছিয়ে নেই। এ জন্যই আমাদের এ উদ্যোগ।’
উদ্যাপন পরিষদের সম্পাদক কৃপা সরকার ও অর্থ সম্পাদক মঞ্জুশ্রী সরকার বলেন, এই এলাকায় প্রায় ৪২টি হাজং পরিবার রয়েছে। আমরা বিগত ৬ বছর যাবৎ এই বাড়িতে পূজা উদ্যাপন করে আসছি। কিন্তু এবার থেকে আর হয়তো আমরা মহিলাদের নেতৃত্বে এ পূজা উদ্যাপন করতে পারব না। কারণ, এতে অনেক খরচ হয়। এ ছাড়াও বাড়তি কোনো সরকারি সুবিধা আমরা পাই না।
ভালুকাপাড়া গ্রামের হাজং পলাশ রায় বলেন, ‘এখানে অনেক দিন ধরে নারীদের নেতৃত্বে দুর্গাপূজা হচ্ছে। আমরা মনে করি, নারীরা যেহেতু বাড়ির সব কাজ করে, এ ছাড়া তাদের ইচ্ছাও আছে, তাই নারীদের উদ্যোগে এ পূজা হয়।’
এ বিষয়ে ধোবাউড়া উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি আনন্দ কুমার বিশ্বাস বলেন, ‘এই প্রত্যন্ত এলাকায় মহিলাদের নেতৃত্বে যে পূজা উদ্যাপন করা হয় তা সত্যি প্রশংসার যোগ্য।’

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এ বছরও নারীদের নেতৃত্বে হবে দুর্গাপূজা। উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামের হাজং পলাশ রায়ের বাড়িতে এ আয়োজন করা হয়েছে। গত ৬ বছর যাবৎ এই নারীদের আয়োজনে দুর্গাপূজা উদ্যাপন করা হয়।
দুর্গাপূজা আয়োজকেরা জানান, দেবী দুর্গার মতো নারীর অসীম ক্ষমতা এবং নারীর প্রতি সম্মান দেখানোই এ উদ্যোগের মুখ্য বিষয়। এ জন্যই তারা বিগত ৬ বছর যাবৎ এ পূজা আয়োজন করে আসছেন।
পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জুমারানী সরকার বলেন, ‘দেবী দুর্গা আমাদের ধরিত্রী মাতা অথবা নিসর্গ নারীর অবয়ব। মা আমাদের বাস্তবিক জীবনে দেবী দুর্গার মতো আবির্ভূত হন সংকটের মুহূর্তে। দেবী দুর্গা অনেক হাতের মাধ্যমে অসুর বিনাশ করে, সন্তানদের মঙ্গলের জন্য সব করেন। এ ছাড়া নারীদের ক্ষমতা রয়েছে সর্বত্র, কোনো অংশে নারীরা পিছিয়ে নেই। এ জন্যই আমাদের এ উদ্যোগ।’
উদ্যাপন পরিষদের সম্পাদক কৃপা সরকার ও অর্থ সম্পাদক মঞ্জুশ্রী সরকার বলেন, এই এলাকায় প্রায় ৪২টি হাজং পরিবার রয়েছে। আমরা বিগত ৬ বছর যাবৎ এই বাড়িতে পূজা উদ্যাপন করে আসছি। কিন্তু এবার থেকে আর হয়তো আমরা মহিলাদের নেতৃত্বে এ পূজা উদ্যাপন করতে পারব না। কারণ, এতে অনেক খরচ হয়। এ ছাড়াও বাড়তি কোনো সরকারি সুবিধা আমরা পাই না।
ভালুকাপাড়া গ্রামের হাজং পলাশ রায় বলেন, ‘এখানে অনেক দিন ধরে নারীদের নেতৃত্বে দুর্গাপূজা হচ্ছে। আমরা মনে করি, নারীরা যেহেতু বাড়ির সব কাজ করে, এ ছাড়া তাদের ইচ্ছাও আছে, তাই নারীদের উদ্যোগে এ পূজা হয়।’
এ বিষয়ে ধোবাউড়া উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি আনন্দ কুমার বিশ্বাস বলেন, ‘এই প্রত্যন্ত এলাকায় মহিলাদের নেতৃত্বে যে পূজা উদ্যাপন করা হয় তা সত্যি প্রশংসার যোগ্য।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৩ মিনিট আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
৩ ঘণ্টা আগে