বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে এক দোকানদারকে মারধরের অভিযোগ উঠেছে। গভীর রাতে দোকান খুলতে না চাওয়ায় কিলঘুষি দিয়ে মারাত্মক আহত করা হয় দোকানদারকে। শুক্রবার দিবাগত রাতে বারহাট্টা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাচতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দোকানদার রিয়াজউদ্দিন (৪৫) আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার দিবাগত রাত ১১টার সময় দোকান বন্ধ করি। খাওয়াদাওয়া করে আমি পরিবার নিয়ে ঘুমিয়ে পড়ি। রাত ২টার দিকে একই এলাকার বাচ্চু (৩৮), সত্তার মেম্বার (৪২) ও রুবেল (৩৫) এসে আমাকে দোকান খোলার জন্য ডাকে। তাঁরা আমার দরজায় খুব জোরে ধাক্কাধাক্কি শুরু করে। তাঁরা বলতে থাকে স্পিড (পানীয়) দেওয়ার জন্য। তখন আমি তাদের বলি যে, প্রতিদিন ডিস্টার্ব করো কেন? দোকান তো আরও আছে, তাদের কাছে যাও। তখন সত্তার মেম্বার আমাকে উপর্যুপরি কিলঘুষি মারতে থাকে। তখন আমার স্ত্রী ফেরাতে এলে তাকে চুলে ধরে ধানখেতে ফেলে দেয়।’
ভুক্তভোগীর স্ত্রী রেজিয়া আক্তার (৩১) আজকের পত্রিকাকে বলেন, ‘ওই সত্তার একজন মাদকসেবী। সে আমার স্বামীর দোকানে বাকি খেয়ে টাকা দেয় না। তার ওপর অনেক রাতে এসে দোকান খোলার জন্য বিরক্ত করে। গত রাতে আমার সহজ-সরল স্বামীকে ওই সত্তার মেম্বার বেধড়ক মারধর করেছে। আমি বিষয়টি দেখতে গেলে আমাকেও মারধর করে সত্তার মেম্বার। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।’
বিষয়টি জানার জন্য অভিযুক্ত ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সত্তার মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি দোকানে গিয়ে দোকান খোলার জন্য ডাকলে সে বলে যে আমি মেম্বার দেখার এত সময় নাই। সেখানে ২০-২৫ জন লোক ছিল ,তাই আমি তাকে একটু সময়টা দেখিয়ে দিয়েছি।’
এ বিষয়ে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল হক বলেন, ‘বিষয়টি শুনেই আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন ভুক্তভোগী পরিবারটি লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনার বারহাট্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে এক দোকানদারকে মারধরের অভিযোগ উঠেছে। গভীর রাতে দোকান খুলতে না চাওয়ায় কিলঘুষি দিয়ে মারাত্মক আহত করা হয় দোকানদারকে। শুক্রবার দিবাগত রাতে বারহাট্টা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাচতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দোকানদার রিয়াজউদ্দিন (৪৫) আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার দিবাগত রাত ১১টার সময় দোকান বন্ধ করি। খাওয়াদাওয়া করে আমি পরিবার নিয়ে ঘুমিয়ে পড়ি। রাত ২টার দিকে একই এলাকার বাচ্চু (৩৮), সত্তার মেম্বার (৪২) ও রুবেল (৩৫) এসে আমাকে দোকান খোলার জন্য ডাকে। তাঁরা আমার দরজায় খুব জোরে ধাক্কাধাক্কি শুরু করে। তাঁরা বলতে থাকে স্পিড (পানীয়) দেওয়ার জন্য। তখন আমি তাদের বলি যে, প্রতিদিন ডিস্টার্ব করো কেন? দোকান তো আরও আছে, তাদের কাছে যাও। তখন সত্তার মেম্বার আমাকে উপর্যুপরি কিলঘুষি মারতে থাকে। তখন আমার স্ত্রী ফেরাতে এলে তাকে চুলে ধরে ধানখেতে ফেলে দেয়।’
ভুক্তভোগীর স্ত্রী রেজিয়া আক্তার (৩১) আজকের পত্রিকাকে বলেন, ‘ওই সত্তার একজন মাদকসেবী। সে আমার স্বামীর দোকানে বাকি খেয়ে টাকা দেয় না। তার ওপর অনেক রাতে এসে দোকান খোলার জন্য বিরক্ত করে। গত রাতে আমার সহজ-সরল স্বামীকে ওই সত্তার মেম্বার বেধড়ক মারধর করেছে। আমি বিষয়টি দেখতে গেলে আমাকেও মারধর করে সত্তার মেম্বার। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।’
বিষয়টি জানার জন্য অভিযুক্ত ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সত্তার মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি দোকানে গিয়ে দোকান খোলার জন্য ডাকলে সে বলে যে আমি মেম্বার দেখার এত সময় নাই। সেখানে ২০-২৫ জন লোক ছিল ,তাই আমি তাকে একটু সময়টা দেখিয়ে দিয়েছি।’
এ বিষয়ে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল হক বলেন, ‘বিষয়টি শুনেই আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন ভুক্তভোগী পরিবারটি লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
৪ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
৬ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে