জামালপুর প্রতিনিধি

শ্রেণিকক্ষের সিলিং ফ্যান পড়ে জামালপুরের পৌর এলাকার এক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আহত হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে পৌরসভার রশিদপুর এলাকার ইজ্জাতুন নেছা উচ্চবিদ্যালয়ের এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার মীম। সে পৌরসভার বগাবাইদ গ্রামের ফেরদৌসের মেয়ে।
মীমকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এ ঘটনায় তার ঠোঁট কেটে গেছে।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, সকাল ১০টা থেকে ক্লাসে পাঠদান শুরু হয়। দশম শ্রেণির তৃতীয় ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পর দ্বিতীয় তলার ওই শ্রেণিকক্ষের একটি ফ্যান ভেঙে সুমাইয়ার ওপর পড়ে। এতে ওই শিক্ষার্থীর ঠোঁট কেটে যায়। তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়। গত বছরও সেই বিদ্যালয়ে ফ্যান পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে সূত্রটি।
এদিকে গণমাধ্যমকর্মীরা হাসপাতালে গিয়ে ছবি তুলতে ও ভিডিও ধারন করতে গেলে বাধা দেন বিদ্যালয়ের শিক্ষকেরা।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামান বলেন, ‘বক্তব্য কি দেব বলেন, ফ্যান পড়ে গেছে এই আর কি।’
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ছাত্রীর ঠোঁট কেটে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হালিমা খাতুন বলেন, ‘বিষয়টি অবগত ছিলাম না। তবে খবর নিচ্ছি। আর জেলার সাত উপজেলায় সব স্কুলের শিক্ষকদের সচেতন হওয়ার জন্য পত্র পাঠানো হবে।’

শ্রেণিকক্ষের সিলিং ফ্যান পড়ে জামালপুরের পৌর এলাকার এক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আহত হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে পৌরসভার রশিদপুর এলাকার ইজ্জাতুন নেছা উচ্চবিদ্যালয়ের এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার মীম। সে পৌরসভার বগাবাইদ গ্রামের ফেরদৌসের মেয়ে।
মীমকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এ ঘটনায় তার ঠোঁট কেটে গেছে।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, সকাল ১০টা থেকে ক্লাসে পাঠদান শুরু হয়। দশম শ্রেণির তৃতীয় ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পর দ্বিতীয় তলার ওই শ্রেণিকক্ষের একটি ফ্যান ভেঙে সুমাইয়ার ওপর পড়ে। এতে ওই শিক্ষার্থীর ঠোঁট কেটে যায়। তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়। গত বছরও সেই বিদ্যালয়ে ফ্যান পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে সূত্রটি।
এদিকে গণমাধ্যমকর্মীরা হাসপাতালে গিয়ে ছবি তুলতে ও ভিডিও ধারন করতে গেলে বাধা দেন বিদ্যালয়ের শিক্ষকেরা।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামান বলেন, ‘বক্তব্য কি দেব বলেন, ফ্যান পড়ে গেছে এই আর কি।’
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ছাত্রীর ঠোঁট কেটে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হালিমা খাতুন বলেন, ‘বিষয়টি অবগত ছিলাম না। তবে খবর নিচ্ছি। আর জেলার সাত উপজেলায় সব স্কুলের শিক্ষকদের সচেতন হওয়ার জন্য পত্র পাঠানো হবে।’

ঢাকার কলোনি-আশুলিয়া মহাসড়কে চলন্ত বাসে এক নারী যাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাঙ্গাইল থেকে বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
১৬ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীর উপশাখা থেকে অবৈধভাবে বালু তোলায় একজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে তিনটহরী ইউনিয়নের চেঙ্গুছড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা এই ভ্রাম্যমাণ আদালত
২৭ মিনিট আগে
মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতাকে মানসিক রোগী আখ্যায়িত করেছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
৩০ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকছেদুল মোমিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক তাঁকে এই জরিমানা করেন।
৩৪ মিনিট আগে